ঢাকা, রবিবার, ১৮ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২

শর্তসাপেক্ষে যু-দ্ধ বন্ধে রাজি নে-তানিয়াহু

২০২৫ মে ১৮ ১৮:১১:৫৬
শর্তসাপেক্ষে যু-দ্ধ বন্ধে রাজি নে-তানিয়াহু

ডুয়া ডেস্ক: অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতিতে সম্মতি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তবে স্থায়ী যুদ্ধবিরতির জন্য দিয়েছেন কিছু কঠোর শর্ত। তিনি বলেছেন, হামাস যদি যুদ্ধ স্থায়ীভাবে থামাতে চায়, তাহলে তাদের গাজা ছাড়তে হবে এবং অঞ্চলটিকে সম্পূর্ণভাবে নিরস্ত্রীকরণ করতে হবে। খবর টাইমস অব ইসরায়েল।

রোববার (১৮ মে) এক বিবৃতিতে নে-তানিয়াহুর দপ্তর জানায়, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকোফের ৪৫ দিনের সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাব এবং স্থায়ী যুদ্ধবিরতির কাঠামো— উভয় পরিকল্পনাই ইসরায়েল বিবেচনায় নিচ্ছে। এই প্রস্তাব অনুযায়ী, প্রথম ধাপে ৪৫ দিনের জন্য সংঘর্ষ বন্ধ থাকবে। এতে হামাস ১০ জন জিম্মি মুক্তি দেবে, আর ইসরায়েল মুক্তি দেবে নির্দিষ্ট সংখ্যক ফিলিস্তিনি বন্দিকে।

এই সাময়িক যুদ্ধবিরতির মধ্যেই স্থায়ী যুদ্ধবিরতির বিষয়টি নিয়ে আলোচনা হবে। তবে নেতানিয়াহু স্পষ্ট করে দিয়েছেন, স্থায়ী যুদ্ধবিরতির জন্য হামাসকে গাজা ছেড়ে চলে যেতে হবে এবং অঞ্চলটি সম্পূর্ণভাবে অস্ত্রমুক্ত করতে হবে।

টাইমস অব ইসরায়েলের খবরে বলা হয়, আগে নেতানিয়াহু স্থায়ী যুদ্ধবিরতির ধারণা প্রত্যাখ্যান করলেও এখন কিছুটা নমনীয়তা দেখাচ্ছেন। তবে হামাস এখনো তার শর্তের বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। এর আগে তারা বলেছিল, যতদিন ইসরায়েলের দখল থাকবে, ততদিন তাদের প্রতিরোধ চলবে এবং তারা অস্ত্র ছাড়বে না।

নেতানিয়াহুর এই অবস্থান, যুদ্ধ অবসানের সম্ভাব্য পথ তৈরি করলেও, তার কঠোর শর্তের কারণে সংঘাত শেষ হওয়া এখনো অনিশ্চিত।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে