ঢাকা, রবিবার, ১৮ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২

ঈদের দিনও চলবে যেসব ট্রেন

২০২৫ মে ১৮ ১৮:২২:৫৭
ঈদের দিনও চলবে যেসব ট্রেন

ডুয়া ডেস্ক: ঈদের দিনে অধিকাংশ ট্রেন চলাচল বন্ধ থাকবে। তবে প্রতিবারের মতো এবারও কিছু নির্দিষ্ট ট্রেন চালুর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

শনিবার (১৭ মে) বাংলাদেশ রেলওয়ের উপপরিচালক (টিটি) মো. খায়রুল কবির স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। চিঠির অনুলিপি ইতোমধ্যে রেলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

বাংলাদেশ রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ‘এবার ঈদের দিন রেলওয়ে পূর্বাঞ্চলের ১নং আপ/২নং ডাউন (চট্টগ্রাম মেইল) এবং ৫৫আপ/৫৬ নং ডাউন (ভাওয়াল এক্সপ্রেস) ছাড়া সব আন্তঃনগর, মেইল, এক্সপ্রেস, কমিউটার ও লোকাল ট্রেন চলাচল বন্ধ রাখার সুপারিশ করা করা হয়েছে। দেশের সর্ববৃহৎ ঈদ জামাত ঘিরে কিশোরগঞ্জের শোলাকিয়ায় বিশেষ ট্রেনটি শুধু ঈদের দিন চলাচল করবে।’

এ ছাড়া ঈদের দিনে রেলওয়ের পশ্চিমাঞ্চলের সব আন্তঃনগর, মেইল, কমিউটার এবং লোকাল বা মিশ্র ট্রেন চলাচল বন্ধ থাকবে। ওই দিন শুধুমাত্র ২৫ নম্বর (নকশি কাঁথা) ট্রেনটি খুলনা-ঢাকা রুটে চলবে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে