ঢাকা, রবিবার, ১৮ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২

নগরভবনে চতুর্থ দিনেও ইশরাকপন্থিদের দখল, ফটকে তালা

২০২৫ মে ১৮ ১২:২১:১৪
নগরভবনে চতুর্থ দিনেও ইশরাকপন্থিদের দখল, ফটকে তালা

ডুয়া ডেস্ক: ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে দায়িত্ব দেওয়ার দাবিতে টানা চতুর্থ দিনের মতো নগরভবনের সামনে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন তার সমর্থকরা। রোববার (১৮ মে) সকাল থেকে ‘ঢাকাবাসী’ ব্যানারে তারা প্রধান ফটকে অবস্থান নিয়ে নগরভবনের প্রবেশপথ অবরোধ করেন। ফলে সেবাগ্রহীতারা ভবনের ভেতরে প্রবেশ করতে পারছেন না।

ঢাকা দক্ষিণ সিটির বিভিন্ন এলাকা থেকে মিছিল আকারে এসে আন্দোলনকারীরা নগরভবনের সামনে জড়ো হচ্ছেন। তারা ইশরাক হোসেনের শপথ গ্রহণে বিলম্বের প্রতিবাদ জানিয়ে স্লোগান দিচ্ছেন, যার মধ্যে ছিল, ‘শপথ শপথ চাই, ইশরাক ভাইয়ের শপথ চাই’, ‘শপথ নিয়ে তালবাহানা চলবে না’, ‘অবিলম্বে ইশরাক হোসেনের শপথ দিতে হবে’, ‘জনতার মেয়র ইশরাক ভাই, অন্য কোনো মেয়র নাই’ ইত্যাদি।

কর্মসূচিতে অংশ নেওয়া এমদাদুল হক বলেন, “ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন জনগণের ভোটে নির্বাচিত মেয়র। আমরা চাই, তাকে দ্রুত মেয়রের দায়িত্ব দেওয়া হোক। তার বিষয়টি আর কতদিন ঝুলিয়ে রাখা হবে? সরকারের কাছে প্রশ্ন, কেন এখনো তাকে শপথ পড়ানো হয়নি? যতদিন শপথ গ্রহণ না করানো হবে, ততদিন আমরা রাজপথে থাকব। যদি এ নিয়ে কোনো রকম গড়িমসি করা হয়, তাহলে আমরা আরও বৃহত্তর কর্মসূচির ঘোষণা দিতে বাধ্য হব।”

পুরান ঢাকা থেকে আসা নাসরিন আক্তার বলেন, “ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ হলেও এখনো শপথ গ্রহণ করানো হয়নি। আমরা চাই, অবিলম্বে তাকে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হোক। এই দাবিতে আমাদের আন্দোলন চলবে।”

এদিকে শনিবার (১৭ মে) সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে ইশরাক হোসেন বলেন, “নির্বাচনের ৩০ দিনের মধ্যে মামলা দায়ের হয়েছিল। ওই সময় ব্যারিস্টার তাপস প্রভাব খাটিয়ে মামলাটি থামিয়ে দেওয়ার চেষ্টা করেন। তখন আদালত আওয়ামী লীগের প্রভাবাধীন ছিল। তবুও আমরা সকল আইনি প্রক্রিয়া অনুসরণ করে আদালত থেকে রায় পেয়েছি। তাই এখন যারা এই রায়ের বিরুদ্ধে কথা বলছেন, তারা মূলত আদালত অবমাননা করছেন।”

তিনি আরও বলেন, “গেজেট প্রকাশের পর ২০ দিন পেরিয়ে গেলেও আমাকে এখনো শপথ করানো হয়নি। আমরা শপথ গ্রহণের জন্য সম্পূর্ণ প্রস্তুত।”

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে