ঢাকা, রবিবার, ১৮ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২

সাম্য হত্যা: বিচারের দাবিতে ফের শাহবাগ থানা ঘেরাও শিক্ষার্থীদের

২০২৫ মে ১৮ ১৩:৫১:১৫
সাম্য হত্যা: বিচারের দাবিতে ফের শাহবাগ থানা ঘেরাও শিক্ষার্থীদের

ডুয়া ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং অভিযুক্তদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে ফের শাহবাগ থানা ঘেরাও করেছেন শিক্ষার্থীরা।

রোববার (১৮ মে) দুপুর ১২টার দিকে একদল শিক্ষার্থী মিছিল নিয়ে শাহবাগ থানার সামনে এসে অবস্থান নেন। সেখানে তারা বিভিন্ন স্লোগান দিয়ে সাম্য হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সরেজমিনে দেখা গেছে, শিক্ষার্থীরা থানার মূল ফটকের সামনে ব্যানার-প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ করছেন। আন্দোলনকারীদের ভাষ্যে উঠে আসে—এ ঘটনায় দোষীদের দ্রুত আইনের আওতায় না আনা হলে আন্দোলন আরও বিক্ষোভপূর্ণ হবে।

শাহবাগ থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) মারুফা জানান, শিক্ষার্থীরা দুপুর ১২টার দিকে থানার সামনে অবস্থান নেয়। আমরা তাদের আশ্বস্ত করেছি যে, তদন্ত সঠিকভাবে এগোচ্ছে এবং ইতোমধ্যে কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছে।

এর আগেও, গত শুক্রবার (১৬ মে) শিক্ষার্থীরা রাজু ভাস্কর্য থেকে মিছিল করে শাহবাগ থানার সামনে এসে একই দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেন। তখন পুলিশ আশ্বাস দিলে তারা ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে ফিরে যান।

শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) খালিদ মনসুর বলেন, শিক্ষার্থীরা এসেছিলেন, তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তাদেরকে আমরা বিষয়টি বুঝিয়েছি। পরে তারা আমাদের কথা বুঝতে পারেন এবং চলে যান। এছাড়া এ ঘটনায় আমরা ইতোমধ্যে তিনজনকে গ্রেপ্তার করেছি। মামলাটি তদন্তাধীন রয়েছে। এই ঘটনার সঙ্গে' জড়িত বাকিদের গ্রেপ্তারে আমাদের সব ধরনের কার্যক্রম চলমান রয়েছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে