ঢাকা, রবিবার, ১৮ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২

নিউজ ১৮'র প্রতিবেদন

ভারত সফরে জয়, সাক্ষাৎ হবে শেখ হাসিনার সাথে!

২০২৫ মে ১৮ ১৫:৪৯:৩৮
ভারত সফরে জয়, সাক্ষাৎ হবে শেখ হাসিনার সাথে!

ডুয়া ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের মধ্যে শিগগিরই একটি বহুল প্রত্যাশিত সাক্ষাৎ হতে পারে। সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে ভারতের সংবাদমাধ্যম নিউজ ১৮ জানিয়েছে, খুব শিগগিরই ভারত সফরে যাচ্ছেন জয়। শেখ হাসিনার দেশত্যাগের পর এটিই হতে যাচ্ছে মা-ছেলের প্রথম সরাসরি সাক্ষাৎ।

জয়ের ভারত সফরের অংশ হিসেবে নয়াদিল্লিতে মায়ের সঙ্গে সাক্ষাৎ ছাড়াও কলকাতা যাওয়ার পরিকল্পনা রয়েছে। কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রেস সচিব তারিক চয়নও এ বিষয়ে একটি ফেসবুক পোস্টে ইঙ্গিত দিয়েছেন।

সূত্রমতে, সম্প্রতি যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব নিয়েছেন জয়। তার বাংলাদেশি পাসপোর্ট বাতিল হওয়ায় বর্তমানে তিনি নতুন মার্কিন পাসপোর্টের জন্য আবেদন করেছেন।

আওয়ামী লীগের নির্বাসিত নেতাদের মধ্যে জয়ের এই সফর ঘিরে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। এমন এক সময়ে এই সফর হতে যাচ্ছে, যখন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে।

গত ১২ মে নির্বাচন কমিশন আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে, ফলে দলটির আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণের পথ রুদ্ধ হয়ে যায়। এর আগে ১০ মে সরকারের একটি প্রজ্ঞাপনে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর সবধরনের কার্যক্রম (অনলাইন ও অফলাইন) নিষিদ্ধ ঘোষণা করা হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, চলমান মামলাগুলোর রায় না হওয়া পর্যন্ত দলটির প্রচার, সভা-সমাবেশ, সেমিনার, গণমাধ্যমে প্রচার বা সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয়তা নিষিদ্ধ থাকবে।

একজন নির্বাসিত আওয়ামী লীগ নেতা নিউজ ১৮-কে বলেন, “আমরা আশা করছি জয় শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে দলের ভবিষ্যৎ পথনির্দেশনা নিয়ে আলোচনা করবেন। দলকে নিষিদ্ধ করার পদক্ষেপটি সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং এটি নির্বাচনী প্রতিযোগিতাকে অসম করে তোলার ষড়যন্ত্র।”

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে