ঢাকা, রবিবার, ১৮ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২

দুই সপ্তাহে ৫৮ বিমান হামলা, শিশুসহ নি-হ-ত ৮৬

২০২৫ মে ১৮ ১৬:৫৮:৪৮
দুই সপ্তাহে ৫৮ বিমান হামলা, শিশুসহ নি-হ-ত ৮৬

ডুয়া ডেস্ক: মিয়ানমারের জান্তা সরকার ভূমিকম্প-পরবর্তী যুদ্ধবিরতির ঘোষণা সত্ত্বেও স্কুল, হাসপাতাল ও ধর্মীয় স্থাপনাসহ বেসামরিক স্থাপনায় বিমান হামলা অব্যাহত রেখেছে। রাখাইন, চিন, কারেন, শান, মন, সাগাইং এবং মান্দালয় অঞ্চলে এ হামলার ঘটনা ঘটছে।

স্থানীয় সংবাদমাধ্যম দ্য ইরাবতি জানিয়েছে, গত ২ মে থেকে প্রতিরোধ-নিয়ন্ত্রিত এলাকাগুলোতে অন্তত ৫৮টি বিমান হামলার ঘটনা রেকর্ড হয়েছে, যাতে এখন পর্যন্ত ৮৬ জন নিহত ও ২০০-র বেশি মানুষ আহত হয়েছেন।

সবচেয়ে ভয়াবহ হামলাটি হয় সাগাইং অঞ্চলের দেপাইন টাউনশিপে, যেখানে একটি স্কুলে ক্লাস্টার বোমা নিক্ষেপ করে জান্তা বাহিনী। এতে ২২ শিশু ও দুই শিক্ষক নিহত হন এবং আহত হন শতাধিক শিক্ষার্থী। ফ্রান্স, কানাডা ও অস্ট্রেলিয়া এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে।

এছাড়া, ইন্দাউ টাউনশিপ, রাখাইনের রাথেডং ও কিয়াকতাও শহর এবং দক্ষিণ শানের পেকন টাউনশিপে পরিচালিত বিভিন্ন হামলায় বহু শিশু ও সাধারণ মানুষ প্রাণ হারিয়েছেন। বাস্তুচ্যুত মানুষের শিবিরগুলোও হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে।

আরাকান আর্মি এসব হামলাকে ‘মানবতাবিরোধী অপরাধ’ উল্লেখ করে আন্তর্জাতিক মহলের হস্তক্ষেপ কামনা করেছে। তারা জান্তা বাহিনীর বিরুদ্ধে যুদ্ধাপরাধের প্রমাণ আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে উপস্থাপনের ঘোষণা দিয়েছে।

মিয়ানমারের মানবাধিকার মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২৮ মার্চের ভূমিকম্পের পর ৭ মে পর্যন্ত ১৩টি রাজ্য ও অঞ্চলে ৩৭২টি বিমান হামলায় ৩৩৪ জন নিহত এবং ৫৫২ জন আহত হয়েছেন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে