ঢাকা, রবিবার, ১৮ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২

নগর ভবন ঘিরে বিক্ষোভ, সচিবালয় অভিমুখে মিছিল কর্মসূচি

২০২৫ মে ১৮ ১৪:০৮:২৫
নগর ভবন ঘিরে বিক্ষোভ, সচিবালয় অভিমুখে মিছিল কর্মসূচি

ডুয়া ডেস্ক: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে দায়িত্ব হস্তান্তরের দাবিতে টানা চতুর্থ দিনের মতো বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন তার সমর্থকরা। রোববার সকাল ৯টা থেকে নগর ভবনের সামনে তারা জড়ো হয়ে কর্মসূচি শুরু করেন। পরে বেলা ১২টা ২০ মিনিটে একটি মিছিল নিয়ে সচিবালয়ের দিকে রওনা দেন। মিছিলটি সচিবালয় ও জাতীয় প্রেস ক্লাব এলাকা প্রদক্ষিণ করে আবার নগর ভবনের সামনে এসে অবস্থান নেয়।

মিছিল চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থান নেয় এবং নগর ভবন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে।

অন্যদিকে, অবস্থান কর্মসূচির ফলে গুলিস্তান মাজার গেট থেকে বঙ্গবাজারমুখী সড়কের উভয়পাশে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। এতে সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন এবং বাধ্য হয়ে অনেকেই গন্তব্যে হেঁটে পৌঁছান।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, ঢাকার সাধারণ ভোটারদের আয়োজনে নগর ভবন অবরোধ, আয়োজনে: নগরবাসী ব্যানারে বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিল নিয়ে সমর্থকরা সকাল থেকেই নগর ভবনের সামনে জড়ো হতে শুরু করেন। আন্দোলনকারীদের অভিযোগ, ২০২০ সালের সিটি নির্বাচনে ইশরাক হোসেন প্রকৃতপক্ষে মেয়র নির্বাচিত হলেও ফলাফল জালিয়াতির মাধ্যমে তাকে পরাজিত দেখানো হয়।

উল্লেখ্য, গত ২৭ মার্চ ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনাল বিএনপির বৈদেশিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বৈধ মেয়র হিসেবে ঘোষণা করেন। এ রায়ের ভিত্তিতে নির্বাচন কমিশন (ইসি) ২৭ এপ্রিল একটি গেজেট প্রকাশ করে, যেখানে তাকে ডিএসসিসির মেয়র হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।

তবে গেজেট প্রকাশের তিন সপ্তাহ পার হলেও এখনো তার শপথ গ্রহণ হয়নি। সমর্থকদের অভিযোগ, স্থানীয় সরকার মন্ত্রণালয় ইচ্ছাকৃতভাবে দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়া বিলম্বিত করছে এবং শপথ গ্রহণ অনুষ্ঠানও দীর্ঘসূত্রতায় ফেলছে। এই অভিযোগের প্রতিবাদে তারা গত ১৪ মে থেকে শান্তিপূর্ণ বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে