ঢাকা, মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২
বোর্ডসেরা এসএসসি-এইচএসসি শিক্ষার্থীদের জন্য আর্থিক পুরস্কার ঘোষণা
ডুয়া ডেস্ক: ২০২৪ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় বোর্ডসেরা শিক্ষার্থীদের জন্য পুরস্কার ঘোষণা করেছে সরকার। ‘পারফরম্যান্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশনস (PBGSFI)’ স্কিমের আওতায় ‘উপজেলা শ্রেষ্ঠ শিক্ষার্থী পুরস্কার’ এবং ‘উচ্চ মাধ্যমিক সমাপনী পুরস্কার’ হিসেবে নির্বাচিত এসএসসি শিক্ষার্থীরা পাবেন ১০ হাজার টাকা এবং এইচএসসি শিক্ষার্থীরা পাবেন ২৫ হাজার টাকা।
এই অর্থ পুরস্কার সরাসরি শিক্ষার্থীদের নিজ নামে খোলা অগ্রণী ব্যাংকের অ্যাকাউন্টে পাঠানো হবে। এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের স্কিম পরিচালক প্রফেসর মো. তোফাজ্জল হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে বিস্তারিত জানানো হয়েছে।
আদেশ অনুযায়ী, ১১টি শিক্ষা বোর্ড থেকে প্রাপ্ত সর্বোচ্চ নম্বরপ্রাপ্তদের তালিকা উপজেলাভিত্তিকভাবে সংশ্লিষ্ট উপজেলা বা থানার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের কাছে ই-মেইলে পাঠানো হয়েছে। তালিকাভুক্ত শিক্ষার্থীদের আগামী ২৫ মে’র মধ্যে নিজ উপজেলায় বা আশপাশের যেকোনো অগ্রণী ব্যাংক শাখায় গিয়ে নিজের নামে একটি ব্যাংক অ্যাকাউন্ট খুলতে বলা হয়েছে। যাদের আগে থেকেই অগ্রণী ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে, তারা পূর্বের অ্যাকাউন্ট নম্বর আপডেট করলেই চলবে।
পুরস্কারের অর্থ তুলতে শিক্ষার্থীদের পরীক্ষার প্রবেশপত্র অথবা নম্বরপত্র ব্যাংকে জমা দিতে হবে। পূর্ববর্তী অর্থবছরে যারা অ্যাকাউন্ট না খোলায় বঞ্চিত হয়েছেন, তারাও এবার এই সুবিধা পাবেন।
প্রতিটি উপজেলা বা থানার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শিক্ষাপ্রতিষ্ঠানের সহায়তায় শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ করবেন এবং অ্যাকাউন্ট সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে ২৯ মে’র মধ্যে শিক্ষা ভবনের ৭০৮ নম্বর কক্ষে হার্ডকপি ও [email protected] ঠিকানায় সফট কপি জমা দেবেন।
এই পুরস্কার কর্মসূচি পরিচালিত হচ্ছে সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের (SEDP) আওতায়। এতে শিক্ষার্থীদের সাফল্যকে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি শিক্ষার মানোন্নয়নকেও গুরুত্ব দেওয়া হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে রাজশাহী ওয়ারিয়র্স বনাম সিলেট টাইটান্সের ম্যাচ-দেখুন সরাসরি (LIVE)
- রাজশাহী বনাম চট্টগ্রাম: ৯০ রানে নেই ৭ উইকেট-দেখুন সরাসরি (LIVE)
- বেগম খালেদা জিয়ার সমাধিতে ঢাবি অ্যালামনাইয়ের শ্রদ্ধা
- ঢাকা ক্যাপিটালস বনাম রংপুর রাইডার্স: জমজমাট খেলাটি চলছে-দেখুন সরাসরি
- শেয়ারবাজার আধুনিকীকরণে বিএসইসির গুরুত্বপূর্ণ পদক্ষেপ
- অনিশ্চয়তা কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছেশেয়ারবাজার
- রাজশাহী বনাম সিলেটের জমজমাট ম্যাচটি শেষ-দেখুন ফলাফল
- প্রত্যাশার বাজারে সূচকের উত্থান অব্যাহত
- স্বাভাবিক ঊর্ধ্বগতিতে লেনদেন, ডিএসইতে সূচকের শক্ত অবস্থান
- রংপুর রাইডার্স বনাম ঢাকা ক্যাপিটালসের জমজমাট খেলাটি শেষ-জানুন ফলাফল
- ১০ লাখ শেয়ার কেনার ঘোষণা দিলেন কোম্পানির পরিচালক
- ২৫ লাখ শেয়ার হস্তান্তরের ঘোষণা উদ্যোক্তা পরিচালকের
- সূচক কমলেও স্বস্তিতে বাজার, লেনদেন বেড়েছে
- বিপিএল কোয়ালিফায়ার ১: চট্টগ্রাম বনাম রাজশাহী-দেখুন সরাসরি (LIVE)
- চট্টগ্রাম রয়্যালস বনাম নোয়াখালী এক্সপ্রেস: রোমাঞ্চকর ম্যাচটি চলছে-দেখুন সরাসরি (LIVE)