ঢাকা, শুক্রবার, ১ আগস্ট ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২
কাশ্মীরে ভারী তুষারপাত; আটকা কয়েক হাজার পর্যটক
.jpg)
ডুয়া ডেস্ক: অনবরত তুষারপাত পড়ছে ভারত শাসিত কাশ্মীরে। এর ফলে আটকা পড়েছেন বহু পর্যটক। আজ শনিবার (২৮ ডিসেম্বর) শ্রীনগর বিমানবন্দর থেকে সব বিমান বাতিল করে দেওয়া হয়েছে। রাস্তায় সারি সারি গাড়ি দাঁড়িয়ে রয়েছে। সেখানে আটকে রয়েছেন পর্যটকেরা। তাঁদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে প্রশাসন।
জানা গেছে, ভারী তুষারপাতের কারণে কাশ্মীরের শ্রীনগর-জম্মু জাতীয় সড়ক এবং মোগল রোড বন্ধ করে দেওয়া হয়েছে। এই দু’টি কাশ্মীরে যাতায়াতের অন্যতম প্রধান সড়ক। ফলে কাশ্মীরের একাংশের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন।
শ্রীনগর বিমানবন্দর কর্তৃপক্ষ ঘোষণা করেছেন, শনিবারের সব বিমান চলাচল বাতিল। শ্রীনগরে যে সব বিমানের নামার কথা ছিল, সেগুলিও বাতিল করা হয়েছে। এজন্য যাত্রীদের কাছে ক্ষমা চেয়েছে কর্তৃপক্ষ। তাঁদের বক্তব্য, ঘন কুয়াশায় শ্রীনগরে দৃশ্যমানতা তলানিতে। তার ওপর রানওয়েতে জমেছে বরফ। এমন অবস্থায় বিমান ওঠা-নামা বন্ধ করা হয়েছে।
এদিকে কাশ্মীরে ট্রেন পরিষেবাও ব্যহত হয়েছে। বানিহাল-বারামুলা বিভাগে বরফের কারণে ট্রেন চালানো যাচ্ছে না। গত কয়েকদিন ধরেই শ্রীনগর এবং সংলগ্ন এলাকায় তুষারপাত চলছে। শুক্রবার বরফ পড়েছে সমতলেও। শ্রীনগর-জম্মু জাতীয় সড়ক দু’হাজারের বেশি গাড়ি দাঁড়িয়ে। তাতে অন্তত ১০ হাজার পর্যটক রয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। রাস্তা থেকে বরফ সরিয়ে প্রাথমিক ভাবে বড় গাড়ি চলাচলের ব্যবস্থা করা হচ্ছে।
জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা শুক্রবার জম্মু থেকে শ্রীনগরে গিয়েছেন। তার দফতর দক্ষিণ কাশ্মীরের প্রশাসনের সঙ্গে অনবরত যোগাযোগ রেখেছে। তবে পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগবে বলে জানিয়েছেন তিনি।
এদিকে তুষার-দুর্যোগের কারণে কাশ্মীর বিশ্ববিদ্যালয়ে শনিবার সমস্ত পরীক্ষা বাতিল করা হয়েছে। পরীক্ষার পরবর্তী তারিখ পরে জানাবেন কর্তৃপক্ষ। তবে বরফ পেয়ে খুশি পর্যটকদের একাংশ। স্থানীয়েরাও আনন্দে মেতেছেন।সূত্র: দ্য ইকনোমিক টাইমস, টাইমস অব ইন্ডিয়া, মিন্ট
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- দ্বিতীয় প্রান্তিকের ইপিএস প্রকাশ করেছে ১৪ কোম্পানি
- শেয়ারবাজারে তালিকাভুক্তির প্রক্রিয়ায় আশুগঞ্জ পাওয়ার স্টেশন
- ১১'শ শিক্ষার্থীকে বৃত্তি দিবে ঘুড্ডি ফাউন্ডেশন
- এক বহুজাতিকের ধাক্কায়ই কেঁপে উঠল শেয়ারবাজার
- চলতি সপ্তাহে আসছে ৬৫ প্রতিষ্ঠানের ডিভিডেন্ড-ইপিএস
- শেয়ারবাজারে চলছে বহুজাতিক কোম্পানির ডিভিডেন্ড উৎসব
- সাত কোম্পানিতে বিনিয়োগ বেড়েছে উদ্যোক্তা পরিচালকদের
- দ্বিতীয় প্রান্তিকের ইপিএস প্রকাশ করেছে ১৪ কোম্পানি
- ঢাবির হলে ধূমপায়ীদের সিট না দেওয়ার ঘোষণা; প্রশংসায় ভাসছেন প্রভোস্ট
- ইপিএস প্রকাশ করার তারিখ জানাল ১৫ প্রতিষ্ঠান
- স্টক ডিভিডেন্ড পেল ৩ কোম্পানির বিনিয়োগকারীরা
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স
- ডিএনসিসির শিক্ষাবৃত্তি পাবে ২ হাজার শিক্ষার্থী
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি
- ৫২ সপ্তাহে সর্বোচ্চ উচ্চতায় শেয়ারবাজারের ৯ কোম্পানি