ঢাকা, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫, ২৪ ভাদ্র ১৪৩২
সচিবালয়ের বদলি বিধিমালায় ক্ষোভ, আন্দোলনের হুঁশিয়ারি কর্মচারীদের

ডুয়া ডেস্ক : নন-ক্যাডার কর্মকর্তাদের বদলি নিয়ে আসছে নতুন নিয়ম—সচিবালয়ে এক কর্মস্থলে দীর্ঘদিন থাকা যাবে না। এমনকি মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সচিবালয়ে এবং সচিবালয়ের কর্মকর্তাদের মাঠ প্রশাসনে বদলি করার সুযোগও থাকছে প্রস্তাবিত নতুন বিধিমালায়। জনপ্রশাসন মন্ত্রণালয় এই বিধিমালা কার্যকরে ইতোমধ্যেই উদ্যোগ নিয়েছে।
জানা গেছে, ২০১৮ সালের ডিসি সম্মেলনে প্রথমবারের মতো এমন বিধিমালার প্রস্তাব ওঠে। এরপর বিষয়টি ধাপে ধাপে এগোয়। সর্বশেষ ৩০ এপ্রিল আট সদস্যের একটি কমিটি গঠন করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। কমিটিকে ৩০ কর্মদিবসের মধ্যে তাদের প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
তবে এই উদ্যোগে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদ। তারা মনে করছেন, এই নতুন বিধিমালা বাস্তবায়ন হলে সচিবালয়ের নন-ক্যাডার কর্মকর্তারা প্রাপ্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হবেন। মঙ্গলবার এক জরুরি সভায় পরিষদের নেতারা ক্ষোভ ও হতাশা প্রকাশ করে জানান, প্রয়োজনে তারা কঠোর আন্দোলনে যাবেন।
পরিষদের সভাপতি মো. বাদিউল কবীরের সভাপতিত্বে ও মহাসচিব নিজাম উদ্দিন আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় জানানো হয়, সচিবালয়ের কর্মকর্তাদের সঙ্গে মাঠ পর্যায়ের কর্মচারীদের অভিন্ন বিধিমালায় আনায় পদোন্নতি ও অন্য সুযোগ থেকে সচিবালয়ের নন-ক্যাডাররা চিরতরে বঞ্চিত হবেন। আর এই প্রক্রিয়াকে বৈষম্য সৃষ্টি ও সরকারের স্থিতিশীলতা বিনষ্টের ‘ফ্যাসিস্ট ষড়যন্ত্র’ বলেও অভিহিত করা হয়।
তারা আরও বলেন, সচিবালয়ের কর্মচারীরা যখন ন্যায্য প্রাপ্যের দাবি তোলে, তখন তাদের হয়রানিমূলক বদলি ও শাস্তির মুখে পড়তে হয়। পক্ষান্তরে, কিছু কর্মকর্তা একচেটিয়া সুবিধা আদায়ের জন্য নানা ষড়যন্ত্রে লিপ্ত।
সভায় নেতারা জানান, সচিবালয়ের কর্মচারীদের ন্যায্য অধিকার আদায়ে তারা ঐক্যবদ্ধ আন্দোলনে নামবেন এবং শিগগিরই গণসংযোগসহ নানা কর্মসূচি গ্রহণ করবেন।
সভায় আরও উপস্থিত ছিলেন সংগঠনের নেতৃবৃন্দ তৌহিদুর রহমান, মো. বাবুল আক্তার, মো. বিপুল, আবুল হোসেন, নুরুজ্জামাল, সুমন মিজানুর রহমান, বেলাল হোসেন, আরিফুর রহমান, শাহীন গোলাম রব্বানী, সাব্বির আহম্মেদ, রুহুল আমিন, আব্দুল কাদের, সোহেল রানা, শাহাদাৎ হোসেন, শামীম, রিপন মিয়া এবং নাছিমুল আলম প্রমুখ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কোম্পানি পুরোদমে উৎপাদনে, তারপরও শঙ্কায় বিনিয়োগকারীরা!
- বিও অ্যাকাউন্টের ফি নিয়ে বিনিয়োগকারীদের সুখবর দিল বিএসইসি
- তালিকাচ্যুতির ঝুঁকিতে অলিম্পিক এক্সেসরিজ
- এক বছরের মধ্যে সর্বোচ্চ উচ্চতায় ৫ কোম্পানি
- রবির মাধ্যমে দেশে আসছে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট
- শেয়ারবাজারে দ্রুত মুনাফা তোলার ৫টি ট্রেডিং টিপস
- সর্বোচ্চ চাহিদায় নাগালের বাইরে ১৪ প্রতিষ্ঠান
- তিন কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা
- সাবেক কর্মীদের ১৮২৩ কোটি টাকা আটকে রেখেছে ম্যারিকো
- শেয়ারবাজারে মিডল্যান্ড ব্যাংকের নতুন যাত্রা
- আট কোম্পানির শেয়ার নিয়ে কাড়াকাড়ি
- সর্বনিম্ন দামে আটকে গেল ৭ কোম্পানির শেয়ার
- নতুন উচ্চতায় অগ্রসর হচ্ছে দেশের শেয়ারবাজার
- এক হাজার কোটি টাকার মামলায় শিবলী রুবাইয়াত গ্রেপ্তার
- মুনাফা বাড়াতে নতুন পরিকল্পনা: ঘুরে দাঁড়াচ্ছে হাক্কানী পাল্প