ঢাকা, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫, ১০ শ্রাবণ ১৪৩২
আইনজীবী আলিফ হ'ত্যা, ইসকন নেতা চিন্ময়ের জামিন নামঞ্জুর

চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাসহ পাঁচটি চাঞ্চল্যকর মামলায় অভিযুক্ত ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন আবেদন আবারও নাকচ করেছেন আদালত।
বৃহস্পতিবার (২৪ জুলাই) চট্টগ্রাম মহানগর দায়রা জজ হাসানুল ইসলাম শুনানি শেষে এই আদেশ দেন। এই শুনানিকে ঘিরে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আদালত চত্বরে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।
যে পাঁচটি মামলায় চিন্ময়ের জামিন আবেদন নামঞ্জুর করা হয়েছে, তার মধ্যে রয়েছে আইনজীবী আলিফ হত্যা মামলা, গত বছরের ২৬ নভেম্বর আদালত প্রাঙ্গণে হামলা, ভাঙচুর ও বিস্ফোরক দ্রব্য আইনে পুলিশের দায়ের করা তিনটি মামলা এবং নিহত আলিফের ভাই খানে আলমের করা অপর একটি মামলা।
চট্টগ্রাম মহানগর আদালতের এপিপি মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী জামিন নামঞ্জুরের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
আদালত সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে জামিন শুনানি শুরু হয়। চিন্ময়ের পক্ষে ঢাকা থেকে আসা আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য জামিনের সপক্ষে বিভিন্ন যুক্তি তুলে ধরেন। তবে রাষ্ট্রপক্ষ এর তীব্র বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক জামিন আবেদন নামঞ্জুর করেন।
উল্লেখ্য, গত বছরের ৩১ অক্টোবর জাতীয় পতাকা অবমাননার অভিযোগে চিন্ময়সহ ১৮ জনের বিরুদ্ধে একটি রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের হয়। সেই মামলায় গত ২৫ নভেম্বর তাকে ঢাকা থেকে গ্রেপ্তার করার পরদিন চট্টগ্রাম আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এই আদেশকে কেন্দ্র করে তার অনুসারীরা আদালত চত্বরে আইনজীবী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ব্যাপক সংঘর্ষে জড়ায়। এই সংঘর্ষ চলাকালেই আদালত চত্বরের বাইরে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যা করা হয়। পরবর্তীতে চলতি বছরের ৫ মে আদালত চিন্ময় দাসকে এই পাঁচটি মামলায় শ্যোন অ্যারেস্ট (আটক দেখানো) দেখানোর আদেশ দেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- যারা বৃত্তি পাবে না, তাদের জন্য পার্ট-টাইম জবের চিন্তা-ভাবনা
- ডিভিডেন্ড-ইপিএস ঘোষণার তারিখ জানাল ১৯ কোম্পানি
- বহুজাতিক কোম্পানির ‘এ’ ক্যাটাগরিতে প্রত্যাবর্তন
- ডিভিডেন্ড-ইপিএস ঘোষণার তারিখ জানাল ১২ কোম্পানি
- এক কোম্পানির দাপটেই চাঙা শেয়ারবাজার
- শেয়ারবাজারের উত্থান কি টেকসই হবে? বিশ্লেষকরা যা বলছেন
- ডিভিডেন্ড পেল দুই কোম্পানির বিনিয়োগকারীরা
- ২২ জুলাই : শেয়ারবাজারের সেরা ৮ খবর
- সারজিস আলমকে অবাঞ্ছিত ঘোষণা, এনসিপির সকল কার্যক্রম স্থগিত
- শেয়ারবাজারে চমক দেখাল দুই বহুজাতিক কোম্পানি
- সর্বোচ্চ চাহিদার শীর্ষে ৪ কোম্পানির শেয়ার
- চাহিদার তুঙ্গে ১০ কোম্পানির শেয়ার
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন বৃত্তির সাক্ষাৎকার নিয়ে নতুন নির্দেশনা
- ৬ জায়গায় হবে ডাকসুর ভোটগ্রহণ
- পাঁচ কোম্পানির শেয়ারে বেড়েছে বিদেশি বিনিয়োগ