ঢাকা, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫, ১০ শ্রাবণ ১৪৩২
জামায়াত আমির
‘আমরা কারও বড় ভাইগিরি মানবো না’
.jpg)
আমরা কারও বড় ভাইগিরি মানবো না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, “আমরা বাস্তবিক অর্থে কারও কোনো প্রভুত্ব মানব না। আমাদের প্রভু একমাত্র আল্লাহ। এমনকি আমরা কারও বড় ভাইগিরি মানবো না। দেশে সমমর্যাদার ভিত্তিতে আমরা সকলের সাথে সুসম্পর্ক গড়ে তুলবো।”
বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেলে সিলেট জেলা শিল্পকলা একাডেমিতে মহানগর জামায়াত আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ভারতের প্রতি ইঙ্গিত করে শফিকুর রহমান বলেন, “এখানে প্রতিবেশীরা অগ্রাধিকার পাবেন। কিন্তু কোনো প্রতিবেশী যদি অব্যাহতভাবে আমাদের অধিকার হরণ করতে চান, তাহলে এই দেশের একসাথে ১৮ কোটি মানুষ রুখে দাঁড়াবে। আমরা আমাদের অধিকার কারও কাছে বন্ধক রাখবো না। আমাদের অভ্যন্তরীণ ব্যাপারে কেউ নাক গলান সেটিও আমরা চাইবো না।আমরা তাদেরকেও মর্যাদা দেব, আমরাও মর্যাদা চাই। প্রতিবেশীদের সঙ্গে সমমর্যাদার ভিত্তিতে সম্পর্ক গড়তে হবে।”
সংস্কার প্রসঙ্গে জামায়াত আমির বলেন, “যদি মৌলিক সংস্কার না হয় এবং আগের মতো নির্বাচন হয় তবে সেই নির্বাচন জাতির জন্য ব্যথা এবং দুঃখের কারণ হবে। আমরা এটি দেখতে চাই না এবং আমরা এটি হতে দিতেও পারি না। এজন্য দরকার প্রয়োজনীয় সংস্কার আর অপরাধীদের বিচার।”
জুলাই গণহত্যাকারীদের বিচার প্রসঙ্গে তিনি বলেন, “আমরা জানি এই সময়ের মধ্যে সব বিচার করা সম্ভব নয়। কিন্তু এক্ষেত্রে সরকার ও বিচার বিভাগের আন্তরিকতা দেখতে চাই। আমরা দৃশ্যমান কিছু দেখতে চাই। দুই-চারটা হলেও শীর্ষ অপরাধীর বিচার আমরা দেখতে চাই। পরবর্তীতে যারা ক্ষমতায় আসবেন তাদের নৈতিক দায়িত্ব হবে এই বিচারকে চালিয়ে যাওয়া। যদি কেউ ধানাইপানাই করেন, তাহলে মনে রাখবেন যুবকরা কাউকেই ছাড় দেবে না।”
যুব সমাজের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে শফিকুর রহমান বলেন, “দেশের যুব সমাজ যখন দাঁড়িয়ে থাকে এই দেশ তখন হারিয়ে যায় না। এই জাতি পথ খুঁজে পায়, মুক্তির পথ। আমরা আমাদের যুব সমাজকে নিয়ে খুবই আশাবাদী। আমরা এই যুব সমাজকে অন্তরের মধ্যে ভালোবাসা ও শ্রদ্ধায় লালন করি। শ্রদ্ধা এই কারণে যে জাতির মুক্তির জন্য আমরাও লড়াই করেছি, কিন্তু ফিনিশিং হয়েছে তাদের হাতে। তারা এই শ্রদ্ধা পাবে, এটি তাদের পাওনা। আমরা সেটি তাদের দিয়ে যাব।”
“একটা যুদ্ধ হয়েছে ফ্যাসিবাদের বিপক্ষে। দেশবাসীকে নিয়ে আরেকটা যুদ্ধ হবে দুর্নীতির বিরুদ্ধে এবং এই যুদ্ধেও বাংলাদেশের মানুষের জয় হবে,” যোগ করেন তিনি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- যারা বৃত্তি পাবে না, তাদের জন্য পার্ট-টাইম জবের চিন্তা-ভাবনা
- ডিভিডেন্ড-ইপিএস ঘোষণার তারিখ জানাল ১৯ কোম্পানি
- বহুজাতিক কোম্পানির ‘এ’ ক্যাটাগরিতে প্রত্যাবর্তন
- ডিভিডেন্ড-ইপিএস ঘোষণার তারিখ জানাল ১২ কোম্পানি
- এক কোম্পানির দাপটেই চাঙা শেয়ারবাজার
- শেয়ারবাজারের উত্থান কি টেকসই হবে? বিশ্লেষকরা যা বলছেন
- ডিভিডেন্ড পেল দুই কোম্পানির বিনিয়োগকারীরা
- ২২ জুলাই : শেয়ারবাজারের সেরা ৮ খবর
- সারজিস আলমকে অবাঞ্ছিত ঘোষণা, এনসিপির সকল কার্যক্রম স্থগিত
- শেয়ারবাজারে চমক দেখাল দুই বহুজাতিক কোম্পানি
- সর্বোচ্চ চাহিদার শীর্ষে ৪ কোম্পানির শেয়ার
- চাহিদার তুঙ্গে ১০ কোম্পানির শেয়ার
- ৬ জায়গায় হবে ডাকসুর ভোটগ্রহণ
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন বৃত্তির সাক্ষাৎকার নিয়ে নতুন নির্দেশনা
- পাঁচ কোম্পানির শেয়ারে বেড়েছে বিদেশি বিনিয়োগ