ঢাকা, শনিবার, ২৬ জুলাই ২০২৫, ১০ শ্রাবণ ১৪৩২

পুলিশ কর্মকর্তাদের তদবির ঠেকাতে কঠোর স্বরাষ্ট্র মন্ত্রণালয়

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ জুলাই ২৪ ১৯:০০:৪৭
পুলিশ কর্মকর্তাদের তদবির ঠেকাতে কঠোর স্বরাষ্ট্র মন্ত্রণালয়

পদোন্নতি ও বদলি সংক্রান্ত বিষয়ে পুলিশ কর্মকর্তাদের অপ্রয়োজনীয় তদবিরের প্রবণতা রোধ করতে সরকার সক্রিয় উদ্যোগ গ্রহণ করেছে। সম্প্রতি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে একটি জরুরি বিজ্ঞপ্তি জারি করে পুলিশ সদস্যদের এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিটি উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষর করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, লক্ষ্য করা গেছে যে বাংলাদেশ পুলিশ বাহিনীর কিছু সদস্য তাদের নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের অনুমতি না নিয়েই কর্মস্থল ত্যাগ করে মন্ত্রণালয়ে এসে তদবির করছেন। এই বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে আসায় তারা বিব্রত হচ্ছেন এবং এর ফলে মন্ত্রণালয়ের স্বাভাবিক কর্মকাণ্ডে ব্যাঘাত ঘটছে। এমন কার্যকলাপকে নিরুৎসাহিত করার জন্য ঊর্ধ্বতন মহল থেকে দৃঢ় সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এছাড়াও, পুলিশ অধিদপ্তর কর্তৃক বিভিন্ন প্রস্তাব শেষ মুহূর্তে পাঠানো, অসম্পূর্ণ নথি জমা দেওয়া এবং ক্ষেত্রবিশেষে মন্ত্রণালয়কে অবহিত না করে সরাসরি অন্য কোনো বিভাগ বা মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ স্থাপনের মতো ঘটনায় অসন্তোষ প্রকাশ করা হয়েছে। এ ধরনের অনিয়মের কারণে পরবর্তী কার্যক্রম পরিচালনায় জটিলতা ও বাধা সৃষ্টি হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এমতাবস্থায় মন্ত্রণালয় থেকে কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করা হয়েছে, যা নিম্নরূপ:

ক) নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কর্মস্থল ত্যাগ করা যাবে না।

খ) পদোন্নতি বা অন্য কোনো বিষয়ে মন্ত্রণালয়ে অপ্রয়োজনীয় তদবির থেকে বিরত থাকতে হবে।

গ) যথাসময়ে স্বয়ংসম্পূর্ণ প্রস্তাব প্রেরণ করতে হবে।

ঘ) বহিঃবাংলাদেশ ছুটির ক্ষেত্রে এতদসংশ্লিষ্ট কাগজপত্র যথাযথভাবে যাচাইপূর্বক প্রেরণ করতে হবে।

ঙ) চিকিৎসাজনিত বহিঃবাংলাদেশ ছুটির ক্ষেত্রে বিশেষজ্ঞ মেডিকেল বোর্ডের প্রত্যয়ন ও চিকিৎসা প্রতিবেদন যাচাইপূর্বক প্রেরণ করতে হবে।

চ) আন্তঃমন্ত্রণালয় যোগাযোগ/পত্র প্রেরণের ক্ষেত্রে ‘রুলস অব বিজনেস’ যথাযথভাবে অনুসরণ করতে হবে।

ছ) প্রত্যেক কর্মকর্তা কর্তৃক নিজ নিজ জেমস (GEMS) আইডিতে লগইনপূর্বক তথ্য হালনাগাদ রাখতে হবে।

এতে আরও বলা হয়েছে, উপর্যুক্ত নির্দেশনাসমূহ যথাযথভাবে প্রতিপালন এবং এ বিষয়ে সদয় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত