ঢাকা, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫, ১০ শ্রাবণ ১৪৩২
শিক্ষার্থীদের উপর গুলি চালানোর নির্দেশ দাতার তথ্য ফাঁস

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করেছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষার্থীদের বিক্ষোভ দমনে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের সরাসরি নির্দেশ দিয়েছিলেন।
বৃহস্পতিবার (২৪ জুলাই) প্রকাশিত ওই প্রতিবেদনে একটি গোপন ফোনালাপের অডিও প্রকাশ করা হয়, যেখানে শেখ হাসিনাকে এই নির্দেশ দিতে শোনা যায়।
আল জাজিরার দাবি, শেখ হাসিনার এই নির্দেশের ফলেই গত বছর বাংলাদেশজুড়ে হওয়া রক্তক্ষয়ী সংঘাতে প্রায় ১ হাজার ৪০০ মানুষের মৃত্যু এবং ২০ হাজারের বেশি মানুষ আহত হন। এই ঘটনার জেরেই গত ৫ আগস্ট তিনি পদত্যাগ করে ভারতে আশ্রয় নেন।
আল জাজিরার ইনভেস্টিগেটিভ ইউনিট (আই-ইউনিট) জানিয়েছে, ফাঁস হওয়া ফোনালাপটি ফরেনসিক পরীক্ষায় ‘প্রমাণিত’ বা অথেন্টিক হিসেবে নিশ্চিত হয়েছে। গত বছরের ১৮ জুলাই জাতীয় টেলিযোগাযোগ নজরদারি কেন্দ্র (এনটিএমসি) থেকে এই কথোপকথনটি রেকর্ড করা হয়েছিল। প্রকাশিত অডিওতে শেখ হাসিনাকে বলতে শোনা যায়, "আমি ইতোমধ্যে স্পষ্ট নির্দেশ দিয়েছি। এখন থেকে যেখানে বিক্ষোভ হবে, সেখানেই গুলি চালানো হবে।"
ফোনালাপে তিনি ঢাকা দক্ষিণের মেয়র ও তার আত্মীয় ফজলে নূর তাপসকে হেলিকপ্টার থেকে হামলার নির্দেশ দেওয়ার কথাও জানান। যদিও তৎকালীন সরকার আকাশ থেকে গুলি চালানোর অভিযোগ অস্বীকার করেছিল, তবে পপুলার মেডিকেল কলেজের একজন চিকিৎসক আল জাজিরাকে জানান যে, তাদের হাসপাতালের প্রবেশপথ লক্ষ্য করে হেলিকপ্টার থেকে গুলি ছোড়া হয়েছিল।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে যে, শেখ হাসিনাসহ কয়েকজন সাবেক মন্ত্রী ও নিরাপত্তা কর্মকর্তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ গঠন করা হয়েছে এবং আগামী আগস্টে তাদের বিচারকাজ শুরু হতে পারে।
এ ছাড়া, রংপুরে নিহত শিক্ষার্থী আবু সাঈদের ময়নাতদন্ত প্রতিবেদন নিয়ে পুলিশ কর্তৃপক্ষের ওপর প্রভাব খাটানোর অভিযোগও প্রতিবেদনে তুলে ধরা হয়েছে। সালমান এফ রহমানের একটি ফোনালাপে পুলিশের আইজিপিকে রিপোর্ট পরিবর্তনের জন্য চাপ প্রয়োগ করতে শোনা যায় বলে দাবি করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, আবু সাঈদের পরিবারকে ঢাকায় এনে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করানো হয়েছিল। সেখানে প্রধানমন্ত্রী ন্যায়বিচারের আশ্বাস দিলেও নিহতের বোন সুমি খাতুন প্রশ্ন তুলে বলেন, "ভিডিওতে গুলি চালানোর দৃশ্য স্পষ্ট, তাহলে তদন্তের কী প্রয়োজন?"
তবে আওয়ামী লীগের একজন মুখপাত্র আল জাজিরার এই অভিযোগ অস্বীকার করে বলেছেন, শেখ হাসিনা কখনো গুলি চালানোর নির্দেশ দেননি এবং প্রকাশিত অডিওটি খণ্ডিত বা বিকৃত করা হয়ে থাকতে পারে। তিনি আরও দাবি করেন, সরকার ওই সময়ের ঘটনা তদন্তে আন্তরিক ছিল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- যারা বৃত্তি পাবে না, তাদের জন্য পার্ট-টাইম জবের চিন্তা-ভাবনা
- ডিভিডেন্ড-ইপিএস ঘোষণার তারিখ জানাল ১৯ কোম্পানি
- বহুজাতিক কোম্পানির ‘এ’ ক্যাটাগরিতে প্রত্যাবর্তন
- ডিভিডেন্ড-ইপিএস ঘোষণার তারিখ জানাল ১২ কোম্পানি
- এক কোম্পানির দাপটেই চাঙা শেয়ারবাজার
- শেয়ারবাজারের উত্থান কি টেকসই হবে? বিশ্লেষকরা যা বলছেন
- ডিভিডেন্ড পেল দুই কোম্পানির বিনিয়োগকারীরা
- ২২ জুলাই : শেয়ারবাজারের সেরা ৮ খবর
- সারজিস আলমকে অবাঞ্ছিত ঘোষণা, এনসিপির সকল কার্যক্রম স্থগিত
- শেয়ারবাজারে চমক দেখাল দুই বহুজাতিক কোম্পানি
- সর্বোচ্চ চাহিদার শীর্ষে ৪ কোম্পানির শেয়ার
- চাহিদার তুঙ্গে ১০ কোম্পানির শেয়ার
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন বৃত্তির সাক্ষাৎকার নিয়ে নতুন নির্দেশনা
- ৬ জায়গায় হবে ডাকসুর ভোটগ্রহণ
- পাঁচ কোম্পানির শেয়ারে বেড়েছে বিদেশি বিনিয়োগ