ঢাকা, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২
বাস থামিয়ে না’মাজ আদায় করায় তদন্তের মুখে চালক
সাম্প্রতিক বছরগুলোতে ভারতে সংখ্যালঘু মুসলমানদের ওপর ভয়াবহ রকমের অত্যাচার বেড়েছে। দাঁড়ি-টুপি দেখলে হেনস্তা, বোরকা পরা নারী দেখলে প্রকাশ্যে শ্লীলতাহানীর মতো ঘটনাও ঘটছে অহরহ। এমনকি মব সৃষ্টি করে পিটিয়ে, কুপিয়ে, পুড়িয়ে হত্যার ঘটনাও ঘটছে। এছাড়া বিভিন্ন মসজিদে হামলা ও মসজিদ গুঁড়িয়ে দেওয়ার ঘটনাও ঘটছে। নামাজ পড়লে হেনস্তা অথবা আইনি জটিলতায়ও পড়তে হচ্ছে। এসব ঘটছে প্রকাশ্যে এবং অনেক সময় সরকারের মদদেই। এবার বাস থামিয়ে নামাজ আদায় করায় ভারতে এক বাসচালকের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। ওই বাসচালকের বিরুদ্ধে অভিযোগ, তিনি ডিউটির সময় রাস্তার পাশে বাস দাঁড় করিয়ে নামাজ আদায় করেছিলেন।
এই ঘটনাটি ঘটেছে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকের হাবেরি জেলায়।
স্থানীয় সময় বুধবার (৩০ এপ্রিল) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
প্রতিবেদনে সংবাদমাধ্যমটি বলছে, ‘ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকের হাবেরি জেলার একটি সরকারি বাসের চালক ডিউটির সময় বাস থামিয়ে নামাজ আদায়ের ঘটনায় বিতর্ক সৃষ্টি হয়েছে। মূলত নামাজ আদায়ের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা শুরু হয় এবং কর্তৃপক্ষ তদন্তের নির্দেশ দেয়।’
জানা যায়, গত ২৯ এপ্রিল সন্ধ্যায় কর্ণাটকের হাব্বালি-হাবেরি মহাসড়কে জাভেরি এলাকার কাছে কর্ণাটক স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের (KSRTC) একটি বাস থামিয়ে নামাজ আদায় করেন বাসচালক ও কন্ডাক্টর এ কে মুল্লা। হাঙ্গাল থেকে বিশালগড়গামী ওই বাসটি রাস্তার পাশে থামিয়ে, যাত্রীদের সামনেই তারা নামাজে অংশ নেন।
ঘটনার সময় বাসে যাত্রীরা উপস্থিত ছিলেন, এবং কয়েকজন মোবাইলে নামাজ পড়ার দৃশ্য ধারণ করেন, যা পরে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর কর্ণাটকের পরিবহন মন্ত্রী রামালিঙ্গা রেড্ডি বিষয়টি গুরুত্ব সহকারে গ্রহণ করেন। তিনি নর্থ ওয়েস্ট কর্ণাটক রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের (NWKRTC) ব্যবস্থাপনা পরিচালককে একটি চিঠি লিখে অবিলম্বে তদন্ত চালানোর নির্দেশ দেন।
রামালিঙ্গা বলেন, “সরকারি কর্মচারীদের অবশ্যই নির্ধারিত নিয়ম ও শৃঙ্খলা মেনে চলতে হবে। যদিও প্রত্যেকের ধর্ম পালনের অধিকার রয়েছে, তবে তা অফিস সময়ের মধ্যে সরকারি দায়িত্ব পালনের ব্যাঘাত ঘটিয়ে করা উচিত নয়।”
মন্ত্রী আরও বলেন, “বাস থামিয়ে ব্যক্তিগত কারণে নামাজ আদায় করা যাত্রীদের নিরাপত্তা ও সেবার মানের সঙ্গে আপস করে, যা গ্রহণযোগ্য নয়।”
এদিকে এনডব্লিউকেআরটিসি-এর হাবেরি ডিভিশনের ট্রাফিক অফিসার আশোক পাটিল জানিয়েছেন, ‘ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং কন্ডাক্টর হাদিমানির বক্তব্য নেওয়া হচ্ছে। যাত্রীদের সঙ্গেও যোগাযোগ করে ঘটনার বিস্তারিত জানা হচ্ছে।’
তিনি আরও বলেন, “তদন্ত প্রতিবেদন ২-৩ দিনের মধ্যে জমা দেওয়া হবে এবং দোষী প্রমাণিত হলে চালকের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ব্যবস্থা নেওয়া হবে।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড ২য় T-20: খেলাটি সরাসরি(LIVE) দেখুন এখানে
- আজ বাংলাদেশ বনাম ব্রাজিল ম্যাচ: কখন, কোথায়-যেভাবে দেখবেন সরাসরি
- আর্জেন্টিনা ও ব্রাজিলের মুখোমুখি বাংলাদেশ, জেনে নিন সময়সূচি
- শীতকালীন ছুটি বহাল থাকছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড ২য় টি-টোয়েন্টি: কবে, কোথায়, কখন-দেখুন সময়সূচি
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের ফাইনাল টি-২০ ম্যাচ: সরাসরি দেখুন এখানে(LIVE)
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড ২য় T-20-সরাসরি দেখার উপায়
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: ৩য় টি-২০ ম্যাচটি শেষ, জানুন ফলাফল
- ভূমিকম্প: আবারও ৪.২ মাত্রার কম্পন
- ঢাকায় ল্যাটিন-বাংলা সুপার কাপ, বাংলাদেশ-ব্রাজিল ও আর্জেন্টিনার ম্যাচ কবে
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের ৩য় ম্যাচ: কখন, কোথায়-যেভাবে দেখবেন সরাসরি
- ঢাকা বোর্ডে এইচএসসির বৃত্তির তালিকা প্রকাশ, দেখুন তালিকা
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: ব্যাটিংয়ে টাইগাররা-সামনে চ্যালেঞ্জিং স্কোর-LIVE
- ঢাকায় ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ, টিকিটসহ জেনে নিন বিস্তারিত