ঢাকা, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫, ১২ কার্তিক ১৪৩২
আমাদের ধর্ম সন্ত্রা’সবাদ শেখায় না: ইমরান হাশমি
ডুয়া ডেস্ক: সম্প্রতি ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর নতুন করে তোপের মুখে পড়েছে ভারতের মুসলিম সম্প্রদায়। দেশটির ক্ষমতাসীন বিজেপি সরকার থেকে শুরু করে রাজনৈতিক নেতারাও ইসলামবিদ্বেষী বিভিন্ন বক্তব্য দিচ্ছে। এমনকি বেশ কয়েকটি ইসলামবিদ্বেষী ও মুসলিমদের বিরুদ্ধে ভায়োলেন্স উস্কে দেয় এমন গান সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে।
এমন অবস্থায় সম্প্রতি এক সাক্ষাৎকারে বলিউডের মুসলিম অভিনেতা ইমরান হাশমি জানিয়েছেন, “সন্ত্রাসবাদের কোনো ধর্ম হয় না।” তিনি আরও জানান, “ইসলাম কখনো সন্ত্রাসবাদ শেখায় না।”
সম্প্রতি মুক্তি পেয়েছে ইমরান হাশমির সিনেমা ‘গ্রাউন্ড জিরো’। এ সিনেমাও কাশ্মীরকে কেন্দ্র করে। সিনেমার প্রচারের সময়েই একটি গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন অভিনেতা।
সেখানে তিনি বলেন, “আশা করি পেহেলগামকাণ্ডে সরকার সঠিক বিচার নিশ্চিত করবে।”
কারণ হিসেবে ইমরান হামশি বলেন, “কাশ্মির পর্যটকদের আকর্ষণের জায়গা। তারা খুব পরিকল্পনা করেই হামলা করেছে। কারণ পর্যটকদের আকর্ষণের কেন্দ্রই ওদের নিশানায় ছিল। আশপাশে তেমন কোনো রাস্তাও ছিল না।”
অভিনেতা আরও বলেন, “আমাদের নিরাপত্তা সংস্থাগুলো এ বিষয়ে নিশ্চয়ই ভালো বোঝে। কিন্তু সেখানেও প্রশ্ন উঠছে—পেহেলগাময়ে আরও কড়া নিরাপত্তা থাকা উচিত ছিল। এ জায়গাটা বিরাট। কত সেনা মোতায়েন করা যায়।”
ইমরান হাশমি বলেন, “আমি আশা করছি, এই ন্যাক্কারজনক ঘটনায় সরকার যথাযথ জবাব দেবে।”
তিনি বলেন, “এসব হামলা কখনোই ধর্মীয় ঘৃণা-বিদ্বেষ ছড়িয়ে দেওয়া ঠিক নয়। কারণ সন্ত্রাসের সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই। সন্ত্রাসের আদর্শ আদপেই বিকৃত।”
“আমাদের ধর্মে তো কখনোই এসব শেখায় না,” যোগ করেন তিনি।
সবশেষ জাতি হিসেবে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান জনপ্রিয় এই অভিনেতা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ডিভিডেন্ড ঘোষণা করেছে কেডিএস এক্সেসরিজ
- খেলোয়াড়দের নিয়ন্ত্রণে শেয়ারবাজার, অসহায় নিয়ন্ত্রক সংস্থা
- ডিভিডেন্ড ঘোষণা করেছে মুন্নু ফেব্রিক্স
- ঘোষণা দিয়েও শেয়ারহোল্ডারদের ডিভিডেন্ড দেয়নি ১৭ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে স্কয়ার টেক্সটাইল
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি সরাসরি ফ্রিতে দেখুন(LIVE)
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ১৯ কোম্পানি, দেখুন এক নজরে
- ভারত বনাম অস্ট্রেলিয়া:কখন, কোথায়-যেভাবে দেখবেন লাইভ
- ডিভিডেন্ড ঘোষণা করেছে জেএমআই হসপিটাল
- ২১ দাবিতে নতুন বেতন কাঠামোর প্রস্তাব, সর্বনিম্ন ৩৫ হাজার
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি সরাসরি দেখুন(LIVE)
- ডিভিডেন্ড ঘোষণা করেছে শমরিতা হাসপাতাল
- লাফার্জহোলসিমের অন্তর্বর্তীকালিন ডিভিডেন্ড ঘোষণা
- শেয়ারবাজারের তালিকায় যুক্ত হলো আরও এক বন্ধ কোম্পানি
- মার্জিন ঋণ নিয়ে গুজব, বিনিয়োগকারীদের আতঙ্কিত না হওয়ার আহ্বান বিএসইসির