ঢাকা, সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ৪ কার্তিক ১৪৩২
এবার আন্দোলনের হুঁশিয়ারি এমপিওভুক্ত শিক্ষকদের

ডুয়া নিউজ: এবার আন্দোলনে নামছেন ইনডেক্সধারী শিক্ষকরা। বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নীতিমালা জারি হলেও এখনো বাস্তবায়ন হয়নি। এ অবস্থায় দ্রুত বদলি নীতিমালা কার্যকরের দাবিতে আন্দোলনে নামছেন তারা।
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)–এর সুপারিশে নিয়োগ পাওয়া শিক্ষকদের সংগঠন ‘বাংলাদেশ শিক্ষক ঐক্য পরিষদ’ জানিয়েছে, ইনডেক্সধারী শিক্ষকদের বদলি নীতিমালা গত বছরের ১৯ ডিসেম্বর জারি করা হলেও চার মাস পার হয়ে গেছে—তবু শিক্ষা মন্ত্রণালয় এখনো বদলি প্রক্রিয়া চালু করতে পারেনি। বদলি না থাকায় অনেক শিক্ষক নিজ বাড়ি থেকে শত শত কিলোমিটার দূরে চাকরি করছেন। এ অবস্থায় দ্রুত বদলি চালু করা দরকার।
সংগঠনটি জানিয়েছে, `বদলির নীতিমালার ৩.১৫ ধারায় স্পষ্টভাবে বলা হয়েছে, বদলি কার্যক্রম সম্পন্ন হওয়ার পর এনটিআরসিএ অবশিষ্ট শূন্য পদে নিয়োগের সুপারিশ চূড়ান্ত করবে। কিন্তু শূন্য পদে বদলি কার্যক্রম পরিচালনা না করে ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তির প্রস্তুতি নেওয়া হচ্ছে। যা নীতিমালা পরিপন্থি। তাই ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তির পূর্বেই শূন্য পদে বদলি কার্যক্রম পরিচালনা করার দাবি তাদের।'
এ বিষয়ে এমপিওভুক্ত এক শিক্ষক বলেন, “৬ষ্ঠ গণবিজ্ঞপ্তির পূর্বে বদলি চালুর দাবিতে আগামী ২৮ এপ্রিল (সোমবার) ঢাকার প্রেস ক্লাব থেকে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ কর্মসূচির আয়োজন করা হয়েছে। কর্মসূচিতে সারা দেশ থেকে শিক্ষকরা আসবেন। অবিলম্বে শিক্ষকদের বদলি কার্যক্রম চালু করতে হবে। দাবি আদায় না হলে প্রেস ক্লাব থেকে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।”
প্রসঙ্গত, ২০২৩ সাল থেকে বদলির দাবিতে কর্মসূচি পালন করছে বাংলাদেশ শিক্ষক ঐক্য পরিষদ। শূন্য পদে বদলির জন্য গত বছরের ২৫ ও ২৬ আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ের সামনে শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি পালন করে সংগঠনটি। পরবর্তীতে ২৭ আগস্ট শিক্ষা উপদেষ্টার সাথে বদলির যৌক্তিক দাবি নিয়ে আলোচনা হয় সংগঠনের নেতাদের। শিক্ষকদের আন্দোলনের ফলস্বরূপ ২০২৪ সালের ১৯ ডিসেম্বর শূন্য পদে বদলির নীতিমালা জারি করে শিক্ষা মন্ত্রণালয়। তবে, নীতিমালা জারি হলেও এখনো বদলি কার্যক্রম শুরু হয়নি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- ৪০ বছরের ইতিহাসে ডিভিডেন্ডে নজির ভাঙল এপেক্স ট্যানারি
- ডিভিডেন্ড ঘোষণায় রেকর্ড ভাঙ্গল লঙ্কাবাংলা ফাইন্যান্স!
- ডিভিডেন্ড ঘোষণা করেছে মুন্নু এগ্রো
- শেয়ারবাজারে হাহাকার, ৮ দিনে ৪২ হাজার কোটি টাকা গায়েব!
- একদিনে 'এ' ক্যাটাগরিতে ফিরল দুই কোম্পানি
- বস্ত্র খাতের ৮ কোম্পানিতে বেড়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ১৭ কোম্পানির ডিভিডেন্ড
- মার্জিন ঋণ আতঙ্কে হঠাৎ ধস নামলো শেয়ারবাজারে!
- পতন তান্ডবে শেয়ারবাজারে ছোটদের কফিনেও বড় পেরেক!
- ডিভিডেন্ড ঘোষণা করেছে বিএসআরএম লিমিটেড
- ডিভিডেন্ড ঘোষণা করবে তালিকাভুক্ত ৪ কোম্পানি
- শেয়ারবাজার স্থিতিশীল রাখতে এক হাজার কোটি টাকা পাচ্ছে আইসিবি
- ইপিএস প্রকাশ করেছে ৮ কোম্পানি
- ১৪ অক্টোবর: এক নজরে শেয়ারবাজারের ২০ খবর