ঢাকা, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২
ইউক্রেনে যুদ্ধবিরতি ঘোষণা
ডুয়া ডেস্ক: খ্রিষ্টানদের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে উপলক্ষে ইউক্রেনে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে যুদ্ধবিরতির নির্দেশ দিয়েছেন, যা ইস্টার সানডে উপলক্ষে একতরফাভাবে কার্যকর করা হবে বলে জানিয়েছে ক্রেমলিন। স্থানীয় সময় শনিবার (১৯ এপ্রিল) থেকে শুরু হয়ে এই যুদ্ধবিরতি চলবে সোমবার (২১ এপ্রিল) মধ্যরাত পর্যন্ত। এ সময়ে রুশ বাহিনী ইউক্রেনে কোনো ধরনের হামলা চালাবে না।
ক্রেমলিন আরও জানায়, তারা আশা করছে ইউক্রেনও এই উদ্যোগে সাড়া দেবে এবং ইস্টারের সময় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখবে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী, প্রেসিডেন্ট পুতিন স্পষ্টভাবে তার বাহিনীকে নির্দেশ দিয়েছেন যুদ্ধবিরতির সময় সব ধরনের হামলা থেকে বিরত থাকতে। তবে যদি ইউক্রেন থেকে কোনো উসকানি আসে কিংবা যুদ্ধবিরতি ভঙ্গ হয়, তাহলে রুশ সেনারা তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানানোর জন্য প্রস্তুত থাকবে।
আনুষ্ঠানিক ঘোষণায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, “মানবিক দিক থেকে দেখে, আজ শনিবার সন্ধ্যা ৬টা থেকে রোববার-সোমবার পর্যন্ত রাশিয়া ইস্টার যুদ্ধবিরতি ঘোষণা করছে। আমি নির্দেশ দিয়েছি এই সময়টায় সব ধরনের সামরিক কার্যক্রম বন্ধ থাকবে।”
পুতিন আরও বলেন, “আমরা আশা করি ইউক্রেনীয়রা আমাদের এই ঘোষণাতে সম্মত হবে। একই সময়ে, যুদ্ধবিরতির যে কোনো ধরনের লঙ্ঘন অথবা শত্রুদের যে কোনো ধরনের উস্কানি প্রতিরোধে আমাদের সেনাদের প্রস্তুত থাকতে হবে।”
২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক হামলার নির্দেশ দেন। ওইদিন হাজার হাজার রুশ সেনা ইউক্রেনে প্রবেশ করে এবং প্রাথমিকভাবে তিন দিনের প্রস্তুতি নিয়ে কিয়েভ দখল করার পরিকল্পনা করেছিল। তাদের লক্ষ্য ছিল ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সরকারকে উৎখাত করা। তবে শুরুতে রুশ বাহিনী এই লক্ষ্য পূরণে ব্যর্থ হয়। এর পর তারা ইউক্রেনের লুহানেস্ক এবং দোনেৎস্ক অঞ্চলের দিকে মনোযোগ দেয়। তিন বছরের বেশি সময় ধরে চলা এই যুদ্ধে রুশ বাহিনী এই দুটি অঞ্চলের প্রায় পুরোটা দখল করতে সক্ষম হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম বাংলাদেশ আজকের খেলাটি সরাসরি (LIVE) দেখুন এখানে
- আর্জেন্টিনা বনাম বাংলাদেশ: ২ গোলে শেষ ম্যাচ, দেখুন ফলাফল
- যে কারণে বাতিল হলো আজকের ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম আর্জেন্টিনার খেলা, সরাসরি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনা বনাম বাংলাদেশ: খেলাটি সরাসরি (LIVE) দেখুন
- বাংলাদেশ বনাম আর্জেন্টিনা: ২৫ মিনিটে গোল-সরাসরি দেখুন
- মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত, এক ক্লিকেই জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম বাংলাদেশ: নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষ-দেখে নিন ফলাফল
- ব্রাজিল বনাম আর্জেন্টিনা: কবে, কখন, কোথায়-যেভাবে দেখবেন সরাসরি
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ১ম টি-20: যেভাবে দেখবেন সরাসরি (LIVE)
- আজ আর্জেন্টিনা বনাম ব্রাজিলর ম্যাচ: সরাসরি দেখবেন যেভাবে
- আর্জেন্টিনা বনাম বাংলাদেশের ম্যাচ আজ: যেভাবে দেখবেন সরাসরি
- কিছুক্ষণের মধ্যেই মেডিকেল ভর্তির ফল প্রকাশ, জানবেন যেভাবে
- আগামীকাল ব্রাজিল বনাম আর্জেন্টিনার ম্যাচ: কখন, কোথায়-সরাসরি দেখবেন যেভাবে
- লাতিন বাংলা সুপার কাপ: আর্জেন্টিনা বনাম ব্রাজিলের খেলা নিয়ে যে সিদ্ধান্ত এলো