ঢাকা, মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

তিন বিভাগে ভারি বর্ষণের পূর্বাভাস

২০২৫ জুলাই ২১ ১১:০৮:৩৫

তিন বিভাগে ভারি বর্ষণের পূর্বাভাস

সারাদেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। পাশাপাশি ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট- এই তিন বিভাগে কোথাও কোথাও ভারি বর্ষণের সম্ভাবনার কথাও জানিয়েছে সংস্থাটি।

আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর-পশ্চিম রাজস্থান ও আশপাশের এলাকায় অবস্থান করা নিম্নচাপটি দুর্বল হয়ে মৌসুমি বায়ুর অক্ষে মিলিত হয়েছে। আগামী বৃহস্পতিবার (২৪ জুলাই) উত্তর বঙ্গোপসাগরে একটি নতুন লঘুচাপ সৃষ্টি হতে পারে।

মৌসুমি বায়ুর অক্ষ বর্তমানে রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি শাখা উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে এটি মাঝারি ধরনের সক্রিয় রয়েছে।

এই আবহাওয়াগত পরিস্থিতিতে আজ সোমবার (২১ জুলাই) সন্ধ্যা পর্যন্ত ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু স্থানে এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেটের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণও হতে পারে।

আবহাওয়া অফিস বলছে, সারা দেশে বৃষ্টিপাত ও বজ্রবৃষ্টির এ প্রবণতা কয়েক দিন ধরে অব্যাহত থাকতে পারে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত