ঢাকা, শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩২
হুমকিতে বৃহত্তর ভারতের অস্তিত্ব, সতর্ক করলেন বিশ্লেষকরা
ডুয়া ডেস্ক: বিশ্লেষকরা সতর্ক করে বলেছেন, ভারতের সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের ওপর দমন-পীড়ন শুধু মানবাধিকার লঙ্ঘন নয় বরং এটি দেশের ভৌগোলিক ও রাজনৈতিক স্থিতিশীলতাকে চরম হুমকির মুখে ফেলতে পারে। তাদের মতে, একক হিন্দু রাষ্ট্র গঠনের চেষ্টা হিন্দুদের জন্যও আত্মঘাতী প্রমাণ হতে পারে।
বিশ্লেষকদের মতে, মুসলিম নিপীড়ন ভারতের সামাজিক ও নীতিগত কাঠামোর পরিপন্থী। এর ফলে ভারতের অভ্যন্তরীণ ঐক্য বিনষ্ট হওয়ার পাশাপাশি গোটা দক্ষিণ এশিয়ায় অস্থিরতা ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।
এছাড়া ওআইসি (অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন) এবং জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতি আহ্বান জানানো হয়েছে— যেন তারা ভারতের সংখ্যালঘুদের সুরক্ষায় কার্যকর পদক্ষেপ নেয়।
ভারতে মুসলিমদের বিরুদ্ধে সহিংসতা নতুন কিছু নয়। ধর্মীয় নিপীড়নের পাশাপাশি আর্থিক ও সামাজিক বঞ্চনাও স্পষ্ট। সম্প্রতি নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার সময় মুসল্লিদের ওপর পুলিশের লাঠিচার্জ ও বিভিন্ন এলাকায় হিন্দু উগ্রপন্থীদের প্রকাশ্য অস্ত্র মহড়ার ঘটনা নতুন করে উদ্বেগ তৈরি করেছে।
বিশ্লেষকরা বলছেন, উত্তরপ্রদেশ, আসাম, মহারাষ্ট্র, ঝাড়খণ্ডসহ বিভিন্ন রাজ্যে আরএসএস ও বিজেপি মদতপুষ্ট গোষ্ঠীগুলো একটি হিন্দুত্ববাদী রাষ্ট্র গঠনের লক্ষ্যে মুসলিমদের টার্গেট করছে। শুধু মুসলিম নয়, খ্রিস্টান, বৌদ্ধসহ অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ও এই নিপীড়নের শিকার।
ভূরাজনৈতিক বিশ্লেষক এম জাকির হোসেন খান বলেন, “ভারতের প্রায় ৩০ কোটি মুসলমানসহ অন্যান্য সংখ্যালঘুদের উপেক্ষা করে বা তাদের দ্বিতীয় শ্রেণির নাগরিকে পরিণত করে যদি কেউ একক হিন্দু রাষ্ট্র গঠনের চেষ্টা করে তবে তা শুধু ভারতের ভৌগোলিক সীমানাকেই বিপন্ন করবে না— বরং গোটা দক্ষিণ এশিয়াকে ভয়াবহ সংঘাতের মুখে ঠেলে দেবে।”
বিশ্লেষকরা জোর দিয়ে বলছেন, আন্তর্জাতিক অঙ্গনে চাপ সৃষ্টি করে ভারতকে বাধ্য করতে হবে সংখ্যালঘুদের অধিকার রক্ষা করতে। তারা মনে করেন, ওআইসি ও জাতিসংঘের আরও সক্রিয় এবং কঠোর ভূমিকা এখন সময়ের দাবি।
যুক্তরাষ্ট্রের ধর্মীয় স্বাধীনতা কমিশন ইতোমধ্যেই ভারতকে সতর্ক করলেও ভারতীয় সরকার বিষয়টি উপেক্ষা করছে। তবে আন্তর্জাতিক মহলের উদ্বেগ ক্রমেই বাড়ছে।
বিশেষজ্ঞদের মতে, যদি এখনই যথাযথ পদক্ষেপ না নেওয়া হয় তাহলে শুধু ভারত নয় বরং পুরো উপমহাদেশকেই এর খেসারত দিতে হতে পারে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইপিএস প্রকাশ করেছে বিডি থাই ফুড
- ইপিএস প্রকাশ করেছে কনফিডেন্স সিমেন্ট
- ইপিএস প্রকাশ করেছে তিন কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে সোনালী পেপার
- ইপিএস প্রকাশ করেছে শাহজীবাজার পাওয়ার
- ইপিএস প্রকাশ করেছে এপেক্স ট্যানারি
- ইপিএস প্রকাশ করেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস
- ইপিএস প্রকাশ করেছে ইজেনারেশন
- ইপিএস প্রকাশ করেছে আনোয়ার গ্যালভানাইজিং
- ইপিএস প্রকাশ করবে ৫৮ কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে বিকন ফার্মাসিউটিক্যালস
- ইপিএস প্রকাশ করেছে সাফকো স্পিনিং
- নতুন জাতীয় দৈনিকে ক্যারিয়ার গড়ার বড় সুযোগ
- ইপিএস প্রকাশ করেছে ইনটেক
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশ