ঢাকা, সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ৫ কার্তিক ১৪৩২
হুমকিতে বৃহত্তর ভারতের অস্তিত্ব, সতর্ক করলেন বিশ্লেষকরা
.jpg)
ডুয়া ডেস্ক: বিশ্লেষকরা সতর্ক করে বলেছেন, ভারতের সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের ওপর দমন-পীড়ন শুধু মানবাধিকার লঙ্ঘন নয় বরং এটি দেশের ভৌগোলিক ও রাজনৈতিক স্থিতিশীলতাকে চরম হুমকির মুখে ফেলতে পারে। তাদের মতে, একক হিন্দু রাষ্ট্র গঠনের চেষ্টা হিন্দুদের জন্যও আত্মঘাতী প্রমাণ হতে পারে।
বিশ্লেষকদের মতে, মুসলিম নিপীড়ন ভারতের সামাজিক ও নীতিগত কাঠামোর পরিপন্থী। এর ফলে ভারতের অভ্যন্তরীণ ঐক্য বিনষ্ট হওয়ার পাশাপাশি গোটা দক্ষিণ এশিয়ায় অস্থিরতা ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।
এছাড়া ওআইসি (অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন) এবং জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতি আহ্বান জানানো হয়েছে— যেন তারা ভারতের সংখ্যালঘুদের সুরক্ষায় কার্যকর পদক্ষেপ নেয়।
ভারতে মুসলিমদের বিরুদ্ধে সহিংসতা নতুন কিছু নয়। ধর্মীয় নিপীড়নের পাশাপাশি আর্থিক ও সামাজিক বঞ্চনাও স্পষ্ট। সম্প্রতি নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার সময় মুসল্লিদের ওপর পুলিশের লাঠিচার্জ ও বিভিন্ন এলাকায় হিন্দু উগ্রপন্থীদের প্রকাশ্য অস্ত্র মহড়ার ঘটনা নতুন করে উদ্বেগ তৈরি করেছে।
বিশ্লেষকরা বলছেন, উত্তরপ্রদেশ, আসাম, মহারাষ্ট্র, ঝাড়খণ্ডসহ বিভিন্ন রাজ্যে আরএসএস ও বিজেপি মদতপুষ্ট গোষ্ঠীগুলো একটি হিন্দুত্ববাদী রাষ্ট্র গঠনের লক্ষ্যে মুসলিমদের টার্গেট করছে। শুধু মুসলিম নয়, খ্রিস্টান, বৌদ্ধসহ অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ও এই নিপীড়নের শিকার।
ভূরাজনৈতিক বিশ্লেষক এম জাকির হোসেন খান বলেন, “ভারতের প্রায় ৩০ কোটি মুসলমানসহ অন্যান্য সংখ্যালঘুদের উপেক্ষা করে বা তাদের দ্বিতীয় শ্রেণির নাগরিকে পরিণত করে যদি কেউ একক হিন্দু রাষ্ট্র গঠনের চেষ্টা করে তবে তা শুধু ভারতের ভৌগোলিক সীমানাকেই বিপন্ন করবে না— বরং গোটা দক্ষিণ এশিয়াকে ভয়াবহ সংঘাতের মুখে ঠেলে দেবে।”
বিশ্লেষকরা জোর দিয়ে বলছেন, আন্তর্জাতিক অঙ্গনে চাপ সৃষ্টি করে ভারতকে বাধ্য করতে হবে সংখ্যালঘুদের অধিকার রক্ষা করতে। তারা মনে করেন, ওআইসি ও জাতিসংঘের আরও সক্রিয় এবং কঠোর ভূমিকা এখন সময়ের দাবি।
যুক্তরাষ্ট্রের ধর্মীয় স্বাধীনতা কমিশন ইতোমধ্যেই ভারতকে সতর্ক করলেও ভারতীয় সরকার বিষয়টি উপেক্ষা করছে। তবে আন্তর্জাতিক মহলের উদ্বেগ ক্রমেই বাড়ছে।
বিশেষজ্ঞদের মতে, যদি এখনই যথাযথ পদক্ষেপ না নেওয়া হয় তাহলে শুধু ভারত নয় বরং পুরো উপমহাদেশকেই এর খেসারত দিতে হতে পারে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৪০ বছরের ইতিহাসে ডিভিডেন্ডে নজির ভাঙল এপেক্স ট্যানারি
- ডিভিডেন্ড ঘোষণায় রেকর্ড ভাঙ্গল লঙ্কাবাংলা ফাইন্যান্স!
- শেয়ারবাজারে হাহাকার, ৮ দিনে ৪২ হাজার কোটি টাকা গায়েব!
- ডিভিডেন্ড ঘোষণা করেছে মুন্নু এগ্রো
- একদিনে 'এ' ক্যাটাগরিতে ফিরল দুই কোম্পানি
- পতন তান্ডবে শেয়ারবাজারে ছোটদের কফিনেও বড় পেরেক!
- বস্ত্র খাতের ৮ কোম্পানিতে বেড়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ১৭ কোম্পানির ডিভিডেন্ড
- মার্জিন ঋণ আতঙ্কে হঠাৎ ধস নামলো শেয়ারবাজারে!
- ডিভিডেন্ড ঘোষণা করেছে বিএসআরএম লিমিটেড
- ডিভিডেন্ড ঘোষণা করবে তালিকাভুক্ত ৪ কোম্পানি
- শেয়ারবাজার স্থিতিশীল রাখতে এক হাজার কোটি টাকা পাচ্ছে আইসিবি
- ইপিএস প্রকাশ করেছে ৮ কোম্পানি
- ১৪ অক্টোবর: এক নজরে শেয়ারবাজারের ২০ খবর
- ১০ কোম্পানির কারণে ৩ মাস পেছনে গেল শেয়ারবাজার