ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২

নবম পে-স্কেল নিয়ে ধোঁয়াশা: আল্টিমেটামের মেয়াদ শেষ-নেই গেজেট

২০২৫ ডিসেম্বর ১৬ ০০:৪৮:৫৯

নবম পে-স্কেল নিয়ে ধোঁয়াশা: আল্টিমেটামের মেয়াদ শেষ-নেই গেজেট

সরকার ফারাবী: দীর্ঘ অপেক্ষার পরও সরকারি চাকরিজীবীদের প্রত্যাশিত সুখবর আসেনি। নতুন পে-স্কেল বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারীরা যে সময়সীমা নির্ধারণ করেছিলেন ১৫ ডিসেম্বর তা পেরিয়ে গেলেও সরকার এখনো নতুন বেতন কাঠামো ঘোষণা করেনি। এতে করে প্রায় ১৮ লাখ সরকারি চাকরিজীবীর মধ্যে অনিশ্চয়তা ও উৎকণ্ঠা আরও বেড়েছে।

আল্টিমেটামের মেয়াদ শেষ হলেও সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য না আসায় দ্রুত পে-স্কেল কার্যকরের দাবিতে কর্মচারী সংগঠনগুলো এখন অর্থ উপদেষ্টা সালেহ আহমেদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকের অপেক্ষায় রয়েছে।

সাক্ষাতের আবেদন, তবে দেখা মেলেনি

আল্টিমেটামের সময়সীমা শেষ হওয়ার ঠিক একদিন আগে, রবিবার (১৪ ডিসেম্বর) বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের শীর্ষ কয়েকজন নেতা সচিবালয়ে অবস্থিত অর্থ উপদেষ্টার কার্যালয়ে যান। তারা অর্থ উপদেষ্টা সালেহ আহমেদের সঙ্গে সরাসরি সাক্ষাতের আবেদন জানিয়ে লিখিত আবেদনপত্র জমা দেন।

বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের মহাসচিব বেল্লাল হোসেন গণমাধ্যমকে জানান, সেদিন উপদেষ্টা দপ্তরে উপস্থিত না থাকায় তাদের সাক্ষাৎ সম্ভব হয়নি।

উপদেষ্টার কার্যালয়ের আশ্বাস

অর্থ উপদেষ্টার দপ্তর সূত্রে কর্মচারী নেতাদের আশ্বস্ত করা হয়েছে যে, সরকারি কর্মচারীদের বেতন কাঠামো ও সংশ্লিষ্ট সমস্যাগুলো সম্পর্কে উপদেষ্টা পুরোপুরি অবগত। খুব শিগগিরই আলোচনার জন্য সংশ্লিষ্ট নেতাদের তলব করা হতে পারে এমন প্রত্যাশাও ব্যক্ত করা হয়েছে।

এই আশ্বাসের মধ্যেই সরকারি কর্মচারী সংগঠনগুলোর দৃষ্টি এখন সরকারের পরবর্তী সিদ্ধান্তের দিকে।

কমিশনের সময়সীমা ও কর্মচারীদের অবস্থান

উল্লেখ্য, নতুন বেতন কাঠামো প্রণয়নের লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকার চলতি বছরের জুলাই মাসে একটি বেতন কমিশন গঠন করে। কমিশনকে ছয় মাসের মধ্যে সুপারিশ জমা দেওয়ার সময়সীমা দেওয়া হয়েছে।

তবে কর্মচারীদের দাবি ছিল, কমিশনের সুপারিশ যাই হোক না কেন, ১৫ ডিসেম্বরের মধ্যেই নতুন পে-স্কেলের গেজেট প্রকাশ করতে হবে। নির্ধারিত সময়সীমা পার হয়ে যাওয়ায় এখন প্রায় ১৮ লাখ সরকারি কর্মচারী সরকারের পরবর্তী পদক্ষেপের অপেক্ষায় দিন গুনছেন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

জাতীয় এর অন্যান্য সংবাদ