ঢাকা, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬, ১৫ মাঘ ১৪৩২
বাংলাদেশসহ চার দেশে ভ্রমণ সতর্কতা জারি করল সিডিসি
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) বাংলাদেশসহ চারটি দেশের জন্য নতুন লেভেল-২ ভ্রমণ সতর্কতা ঘোষণা করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, এসব দেশে মশাবাহিত এক রোগের প্রাদুর্ভাব দেখা দেওয়ায় ভ্রমণকারীদের বাড়তি সতর্কতা অবলম্বন প্রয়োজন। শুক্রবার প্রকাশিত নির্দেশিকায় কিউবা, বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং চীনের দক্ষিণাঞ্চলীয় গুয়াংডং প্রদেশকে ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে উল্লেখ করা হয়েছে।
ফক্স নিউজের প্রতিবেদনে বলা হয়, উষ্ণমণ্ডলীয় বেশ কিছু দেশে যাত্রার প্রস্তুতি নেওয়া আমেরিকানদের জন্য সিডিসি নতুন সতর্কতা জারি করেছে। সংশ্লিষ্ট দেশগুলোতে এমন এক মশাবাহিত রোগ ছড়িয়ে পড়েছে, যার এখনো কার্যকর চিকিৎসা পদ্ধতি নেই। তাই এসব অঞ্চল ভ্রমণের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের নাগরিকদের অতিরিক্ত সাবধান হতে বলা হয়েছে।
স্বাস্থ্য কর্মকর্তারা জানান, চিকুনগুনিয়ার জন্য নির্দিষ্ট চিকিৎসা না থাকলেও এটি টিকা দ্বারা প্রতিরোধযোগ্য। যে সব দেশে রোগটির বিস্তার বাড়ছে, সেসব এলাকায় ভ্রমণের আগেই টিকা নেওয়ার পরামর্শ দিয়েছেন তারা। প্রতিবেদনে আরও বলা হয়, চিকুনগুনিয়া ভাইরাসে আক্রান্ত হলে সাধারণত জ্বর ও জোড়ায় তীব্র ব্যথা দেখা দেয়। পাশাপাশি মাথাব্যথা, মাংসপেশির ব্যথা, জয়েন্ট ফুলে যাওয়া ও র্যাশও হতে পারে।
সাধারণত আক্রান্ত মশার কামড়ের তিন থেকে সাত দিনের মধ্যে উপসর্গ প্রকাশ পায়। অধিকাংশ রোগী এক সপ্তাহের মধ্যেই সুস্থ হয়ে ওঠেন বলে জানিয়েছে সিডিসি।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিপিএল ২০২৬ ফাইনাল: রাজশাহী বনাম চট্টগ্রাম-খেলাটি সরাসরি দেখুন
- ইপিএস প্রকাশ করেছে তিন কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে শাহজীবাজার পাওয়ার
- ইপিএস প্রকাশ করেছে এপেক্স ট্যানারি
- ইপিএস প্রকাশ করেছে ইজেনারেশন
- ইপিএস প্রকাশ করেছে আনোয়ার গ্যালভানাইজিং
- ইপিএস প্রকাশ করবে ৫৮ কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে বিকন ফার্মাসিউটিক্যালস
- ইপিএস প্রকাশ করেছে ইনটেক
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশ
- ইপিএস প্রকাশ করেছে বঙ্গজ
- ইপিএস প্রকাশ করেছে ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল
- ‘জেড’ ক্যাটাগরিতে নামল দেশ গার্মেন্টস
- ইপিএস প্রকাশ করেছে সিভিও পেট্রোক্যামিকেল
- ইপিএস প্রকাশ করেছে বার্জার পেইন্টস