ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২
হাদিকে হ’ত্যাচেষ্টা: ফয়সালের সহযোগী আটক-তদন্তে নতুন মোড়
সরকার ফারাবী: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদিকে হত্যাচেষ্টার মামলায় নতুন অগ্রগতি এসেছে। এ ঘটনায় সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদের সহযোগী কবির ওরফে দাঁতভাঙা কবিরকে গ্রেপ্তার করেছে র্যাব। নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে তাকে আটক করা হয়।
সোমবার সন্ধ্যার পর গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন র্যাবের মিডিয়া উইং পরিচালক এম জেড এম ইন্তেখাব চৌধুরী। তিনি জানান, প্রাথমিকভাবে গ্রেপ্তারের তথ্য জানানো হচ্ছে, বিস্তারিত পরে প্রকাশ করা হবে।
ফতুল্লায় আত্মগোপনে, ভোরে অভিযান
র্যাব-১১-এর কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার নাঈম উল হক জানান, কবির (৩০) নারায়ণগঞ্জের বক্তাবলী এলাকায় আত্মগোপনে ছিলেন। ভোর আনুমানিক ৫টার দিকে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে টানা জিজ্ঞাসাবাদ শেষে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।
গ্রেপ্তার কবিরের গ্রামের বাড়ি পটুয়াখালী জেলায় হলেও তিনি রাজধানীর আদাবর এলাকায় বসবাস করতেন। তার পিতা প্রয়াত মোজাফফর।
মামলায় এখন পর্যন্ত সাতজন আটক
পুলিশ জানিয়েছে, হাদিকে গুলির ঘটনায় এ পর্যন্ত মোট সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে চারজন বর্তমানে রিমান্ডে রয়েছেন এবং তদন্ত কর্মকর্তারা জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছেন।
র্যাব সূত্র জানায়, কবিরসহ পাঁচজনকে তারা গ্রেপ্তার করেছে। এর আগে গুলিবর্ষণে ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নানকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরে তাকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখানো হয়।
এ ছাড়া হত্যাচেষ্টার মামলায় প্রধান সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদের স্ত্রী সাহেদা পারভীন সামিয়া, শ্যালক ওয়াহিদ আহমেদ শিপু এবং ঘনিষ্ঠ বান্ধবী মারিয়া আক্তার লিমাকেও গ্রেপ্তার করে র্যাব।
অন্যদিকে, হামলাকারীদের পালানোর পথ বন্ধ করতে সীমান্ত এলাকায় নজরদারি জোরদারের মধ্যে শেরপুরের নালিতাবাড়ী এলাকা থেকে আরও দুইজনকে গ্রেপ্তারের তথ্য দিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
যেভাবে হামলার শিকার হন হাদি
গত শুক্রবার ঢাকার বিজয়নগর এলাকায় গুলিবিদ্ধ হন শরীফ ওসমান বিন হাদি। জুলাই অভ্যুত্থান এবং আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আন্দোলনের মাধ্যমে আলোচনায় আসা হাদি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন।
গণসংযোগ চলাকালে চলন্ত একটি রিকশায় থাকা অবস্থায় তাকে লক্ষ্য করে চলন্ত মোটরসাইকেলের পেছনে বসা এক ব্যক্তি গুলি ছোড়ে। গুলিটি তার মাথায় লাগে।
গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় এবং অস্ত্রোপচার করা হয়। পরে রাতেই তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসকদের মতে, তার অবস্থা ছিল ‘অত্যন্ত আশঙ্কাজনক’। সর্বশেষ সোমবার উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে পাঠানো হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- যে কারণে বাতিল হলো আজকের ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ
- মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত, এক ক্লিকেই জানুন ফলাফল
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ১ম টি-20: যেভাবে দেখবেন সরাসরি (LIVE)
- আজ আর্জেন্টিনা বনাম ব্রাজিলর ম্যাচ: সরাসরি দেখবেন যেভাবে
- কিছুক্ষণের মধ্যেই মেডিকেল ভর্তির ফল প্রকাশ, জানবেন যেভাবে
- আগামীকাল ব্রাজিল বনাম আর্জেন্টিনার ম্যাচ: কখন, কোথায়-সরাসরি দেখবেন যেভাবে
- লাতিন বাংলা সুপার কাপ: আর্জেন্টিনা বনাম ব্রাজিলের খেলা নিয়ে যে সিদ্ধান্ত এলো
- অনলাইনে যেভাবে দেখবেন ২০২৫-২৬ মেডিক্যাল ভর্তি পরীক্ষার ফল
- আজ দুপুরে মেডিকেল-ডেন্টাল ভর্তির ফল প্রকাশ, জানবেন যেভাবে
- সরকারি-বেসরকারি স্কুলে ভর্তি লটারি চলছে, সরাসরি (LIVE) দেখুন
- মেডিকেল ভর্তি পরীক্ষায় দেশসেরা শান্ত, জেনে নিন কাট মার্ক
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: কখন,কোথায়-যেভাবে দেখবেন টি-২০ ম্যাচটি
- বাংলাদেশ বনাম আফগানিস্তান: শ্বাসরুদ্ধকর ম্যাচটি শেষ-দেখুন ফলাফল
- IPL মিনি নিলাম ২০২৬: কবে, কখন, জানুন বাজেট-বিস্তারিত
- মিডল্যান্ড ব্যাংকের শেয়ার কারসাজিতে ৪.৫১ কোটি টাকা জরিমানা