ঢাকা, সোমবার, ১১ আগস্ট ২০২৫, ২৭ শ্রাবণ ১৪৩২
কাশ্মীরে সংঘর্ষে ভারতীয় সেনা নিহ’ত

ডুয়া ডেস্ক: ভারত-নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরে স্বাধীনতাকামী বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে সংঘর্ষে ভারতীয় সেনাবাহিনীর অন্তত এক সৈন্য নিহত হয়েছেন। পৃথক সংঘর্ষের এই ঘটনায় তিন সন্দেহভাজন স্বাধীনতাকামীও নিহত হয়েছেন।
আজ শনিবার (১২ মার্চ) ভারতের সামরিক বাহিনী এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।
তারা বলেছেন, ‘বিতর্কিত অঞ্চলের দক্ষিণের কিশতোয়ারের প্রত্যন্ত বনাঞ্চলে বুধবার বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে সেনাবাহিনীর সদস্যদের সংঘর্ষের সূত্রপাত হয়। এ সময় ভারতীয় সৈন্যরা গুলি চালিয়ে তিন বিচ্ছিন্নতাবাদী যোদ্ধাকে হত্যা করেছেন।’
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দেশটির সেনাবাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা ব্রিগেডিয়ার জেবিএস রাঠি বলেন, “বন্দুকযুদ্ধে তিন বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছেন।”
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় ভারতীয় সেনাবাহিনীর হোয়াইট কর্পস বলেছে, “সংঘর্ষ স্থল থেকে অস্ত্র এবং যুদ্ধের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।”
এদিকে, শুক্রবার গভীর রাতে জম্মু-কাশ্মিরের সুন্দরবানী জেলায় পৃথক সংঘর্ষের ঘটনায় ভারতীয় সেনাবাহিনীর এক সদস্য নিহত হয়েছেন। ভারত-পাকিস্তানের ডি-ফ্যাক্টো সীমান্তের নিয়ন্ত্রণ রেখা (এলওসি) সংলগ্ন এলাকায় এই সংঘর্ষে ওই সৈন্যের মৃত্যু হয়েছে।
হোয়াইট কর্পস বলেছে, ‘ভারতীয় সৈন্যরা সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টা নস্যাৎ করে দিয়েছে। গত মাসে ওই অঞ্চলে সন্দেহভাজন বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষে দেশটির পুলিশের অন্তত চার সদস্য নিহত হন। এছাড়া আহত হন আরও কয়েকজন পুলিশ কর্মকর্তা।’
ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে মুক্ত হওয়ার পর ১৯৪৭ সালে ভারত ও পাকিস্তান দুটি স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। স্বাধীনতা লাভের পর থেকে ৭৫ বছরেরও বেশি সময় ধরে ভারতের একমাত্র মুসলিম-সংখ্যাগরিষ্ঠ অঞ্চল জম্মু ও কাশ্মির নিয়ে প্রতিবেশী পাকিস্তানের সঙ্গে বিরোধ চলেছে। ভারত ও পাকিস্তান উভয় দেশই কাশ্মিরের পূর্ণ মালিকানা দাবি করে। হিমালয় পর্বত সংলগ্ন এই অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে অতীতে অন্তত তিনবার যুদ্ধে জড়িয়েছে দেশ দুটি।
১৯৮৯ সালে জম্মু-কাশ্মিরে ভারত-বিরোধী বিচ্ছিন্নতাবাদী আন্দোলন শুরু হওয়ার পর ওই অঞ্চলে অসংখ্য সহিংসতার ঘটনা ঘটেছে। দশকের পর দশক ধরে চলা এই সহিংসতায় হাজার হাজার মানুষের প্রাণহানি ঘটেছে। তবে সাম্প্রতিক বছরগুলোর মধ্যে জম্মু-কাশ্মির উপত্যকায় সহিংসতার ঘটনা কমেছে।
বিতর্কিত এই অঞ্চলে ভারতীয় সেনাবাহিনী স্থায়ীভাবে প্রায় ৫ লাখ সৈন্য মোতায়েন করেছে। কাশ্মিরের বিচ্ছিন্নতাবাদী বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠী দশকের পর দশক ধরে স্বাধীনতা অথবা পাকিস্তানের সঙ্গে একীভূত হওয়ার দাবিতে লড়াই করে আসছে।
সূত্র: এএফপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ডিভিডেন্ড দিতে পারছে না বস্ত্র খাতের ১৩ কোম্পানি
- ‘এ’ ক্যাটাগরিতে ফিরেছে আর্থিক খাতের কোম্পানি
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি
- ক্যাশ ডিভিডেন্ড পেল দুই কোম্পানির বিনিয়োগকারীরা
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ৭ প্রতিষ্ঠানের ডিভিডেন্ড-ইপিএস
- সর্বোচ্চ উচ্চতায় ১৭ কোম্পানির শেয়ার
- ডিএসইর সতর্কবার্তার জালে দুর্বল দুই কোম্পানির শেয়ার
- চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে দুই কোম্পানির বাজিমাত
- রবির অভিযোগের প্রেক্ষিতে তদন্তের মুখে গ্রামীণফোন
- শেখ সেলিমের ২১টি বিও অ্যাকাউন্ট ও ৩৫টি ব্যাংক হিসাব অবরুদ্ধ
- ছাত্ররাজনীতি থাকবে কিন্তু কাঠামোগত পরিবর্তন আনতে হবে: বাগছাস
- ডিভিডেন্ড পেল দুই কোম্পানির বিনিয়োগকারীরা
- চলতি সপ্তাহে ৬ কোম্পানির ডিভিডেন্ড অনুমোদন
- ঢাবি ছাত্রদলের ব্যতিক্রমধর্মী মিছিল, শুধু হাততালি