ঢাকা, মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫, ২৮ শ্রাবণ ১৪৩২
বিতাড়নে বাধ্য করতে ট্রাম্প প্রশাসনের নতুন কৌশল

ডুয়া ডেস্ক: যুক্তরাষ্ট্রে অভিবাসীদের বিতাড়নে আরও কঠোর অবস্থান নিয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্পের নতুন নীতির আওতায় অভিবাসীদের ‘স্বেচ্ছায় দেশে ফিরে যেতে’ বাধ্য করতে তাদের সামাজিক সুরক্ষা নম্বর (SSN) বাতিল করা হচ্ছে।
সবচেয়ে চমকে দেওয়া বিষয় হলো—এই কাজের জন্য সরকার ব্যবহার করছে ‘ডেথ মাস্টার ফাইল’ নামক একটি সরকারি ডেটাবেস, যেখানে সাধারণত মৃত ব্যক্তিদের নাম রাখা হয়, যেন তারা আর কোনও সরকারি সুবিধা না পান। এখন সেই তালিকায় জীবিত অভিবাসীদের নাম ঢোকানো হচ্ছে—মূলত তাদের “আইনিভাবে মৃত” বলে বিবেচনা করতে চাইছে প্রশাসন।
এই পদক্ষেপের ফলে এসব অভিবাসীরা আর SSN ব্যবহার করতে পারবেন না, যা যুক্তরাষ্ট্রে চাকরি, ব্যাংক লেনদেন, চিকিৎসা সেবা, এমনকি পরিচয় প্রমাণের জন্য অপরিহার্য।
নথি অনুযায়ী, চলতি সপ্তাহেই ৬,৩০০ অভিবাসীর নাম যুক্ত হয়েছে এই মৃতদের তালিকায়। প্রাথমিকভাবে এই তালিকায় যারা রয়েছেন, প্রশাসনের দাবি অনুযায়ী তারা “অপরাধী” বা “সন্ত্রাসে সন্দেহভাজন”। তবে সূত্র বলছে, ভবিষ্যতে তালিকাটি আরও বিস্তৃত হতে পারে— এমনকি সাধারণ অননুমোদিত অভিবাসীরাও এতে যুক্ত হতে পারেন।
মানবাধিকার সংস্থাগুলো এই পদক্ষেপের তীব্র সমালোচনা করেছে। তাদের মতে, এটি শুধু আইনি দিক থেকেই নয়, নৈতিক দিক থেকেও অগ্রহণযোগ্য। জীবিত মানুষকে ‘মৃত’ হিসেবে ঘোষণা করে তাদের সমাজ ও অর্থনীতি থেকে পুরোপুরি বিচ্ছিন্ন করে ফেলা হচ্ছে, যাতে তারা বাধ্য হয় যুক্তরাষ্ট্র ছাড়তে।
প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত এই উদ্যোগের বিরুদ্ধে কোনও আইনি প্রতিকার থাকবে কিনা, সে বিষয়ে কিছু জানানো হয়নি।
বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই পদক্ষেপ তার “কঠোর অভিবাসন নীতি”রই একটি সম্প্রসারণ—যার উদ্দেশ্য সীমান্ত নিরাপত্তা ও যুক্তরাষ্ট্রে “শুদ্ধ নাগরিকত্ব” বজায় রাখা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ডিভিডেন্ড দিতে পারছে না বস্ত্র খাতের ১৩ কোম্পানি
- ‘এ’ ক্যাটাগরিতে ফিরেছে আর্থিক খাতের কোম্পানি
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ৭ প্রতিষ্ঠানের ডিভিডেন্ড-ইপিএস
- ডিএসইর সতর্কবার্তার জালে দুর্বল দুই কোম্পানির শেয়ার
- চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে দুই কোম্পানির বাজিমাত
- রবির অভিযোগের প্রেক্ষিতে তদন্তের মুখে গ্রামীণফোন
- বিসিএসে স্বতন্ত্র বিভাগে অন্য বিভাগ অন্তর্ভুক্তির প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ
- টানা পতনেও শেয়ারবাজারে পুনরুজ্জীবনের সংকেত
- ডিভিডেন্ড পেল দুই কোম্পানির বিনিয়োগকারীরা
- ছাত্ররাজনীতি থাকবে কিন্তু কাঠামোগত পরিবর্তন আনতে হবে: বাগছাস
- শেখ সেলিমের ২১টি বিও অ্যাকাউন্ট ও ৩৫টি ব্যাংক হিসাব অবরুদ্ধ
- চলতি সপ্তাহে ৬ কোম্পানির ডিভিডেন্ড অনুমোদন
- ঢাবি ছাত্রদলের ব্যতিক্রমধর্মী মিছিল, শুধু হাততালি