ঢাকা, সোমবার, ১১ আগস্ট ২০২৫, ২৭ শ্রাবণ ১৪৩২
বিতর্কিত ওয়াকফ বিল
দেশব্যাপী আন্দোলনের ঘোষণা ভারতের মুসলিমদের

ডুয়া ডেস্ক: ভারতের লোকসভা ও রাজ্যসভায় পাস হয়েছে বিতর্কিত ওয়াকফ সংশোধনী বিল। অল ইন্ডিয়ান মুসলিম পার্সোনাল ল বোর্ড (এআইএমপিএলবি) বিতর্কিত সংশোধিত ওয়াকফ বিলের বিরুদ্ধে দেশব্যাপী আন্দোলনের ঘোষণা করেছে। সংস্থাটি জানিয়েছে, যতক্ষণ না এই বিল বাতিল করা হয়, ততক্ষণ পর্যন্ত তাদের আন্দোলন চলবে। তারা আরও জানিয়েছে, সকল ধর্ম, সম্প্রদায়ভিত্তিক এবং সামাজিক সংগঠনকে এই আন্দোলনে শামিল করা হবে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এনডিএ) জোটের সমালোচনা করে এআইএমপিএলবি বলেছে, এই জোটের অংশীদার জেডি (ইউ), টিডিপি এবং এলজেপি (রামবিলাস) পার্লামেন্টে ওয়াকফ বিলের পক্ষে সমর্থন দিয়েছে। এর মাধ্যমে এই দলগুলো তাদের তথাকথিত ধর্মনিরপেক্ষতার মুখোশ উন্মোচন করেছে।
সংস্থাটি মুসলিমদের আশ্বস্ত করেছে যে, এই 'নিপীড়নমূলক সংশোধনী'-র বিরুদ্ধে সংবিধান অনুযায়ী যা যা পদক্ষেপ নেওয়া সম্ভব, তার সবই নেওয়া হবে। এছাড়াও, তারা মুসলিমদের এই বিল নিয়ে হতাশ না হওয়ার আহ্বান জানিয়েছে।
ভারতীয় মুসলিমরা বিতর্কিত এই ওয়াকফ বিলের বিরুদ্ধে শুধু সুপ্রিম কোর্টের শরণাপন্ন হবে না, বরং এর বিরুদ্ধে বিভিন্ন আন্দোলন ও সংগ্রাম চালিয়ে যাবে। পবিত্র ঈদুল আজহার পর তারা আন্দোলনের দ্বিতীয় পর্যায়ের ঘোষণা দেবে।
ভারতে পঁচিশটিরও বেশি ওয়াকফ বোর্ড রয়েছে, যেগুলোর অধীনে ৮৫ হাজার সম্পত্তি এবং ৯ লক্ষ একর জমি বিদ্যমান। মুসলিমরা ধর্মীয় ও অন্যান্য কল্যাণমূলক উদ্দেশ্যে যেসব জমি বা সম্পদ দান করেন, সেগুলো ওয়াকফ হিসেবে পরিচিত। এই সম্পত্তি কেনা বা বেচা যায় না এবং এর তত্ত্বাবধান মুসলিমরাই করে থাকেন। তবে বিতর্কিত ওয়াকফ বিলে ওয়াকফ বোর্ডে অমুসলিমদের অন্তর্ভুক্ত করার বিধান রাখা হয়েছে। মুসলিমদের আশঙ্কা, এর মাধ্যমে হিন্দুত্ববাদী বিজেপি সরকার তাদের সম্পদ দখলের পরিকল্পনা করছে।
সংশোধনী ওয়াকফ বিলটি ভারতের পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভায় ১২৮ জন সদস্যের সমর্থনে এবং ৯৫ জনের বিরোধিতায় পাস হয়। পরবর্তীতে এটি লোকসভায় ২৮৮/২৩২ ভোটে গৃহীত হয়। সবশেষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই বিলে সম্মতি প্রদান করলে, বিতর্কিত এই বিলটি আনুষ্ঠানিকভাবে আইনে পরিণত হয়।
সূত্র: এনডিটিভি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ডিভিডেন্ড দিতে পারছে না বস্ত্র খাতের ১৩ কোম্পানি
- ‘এ’ ক্যাটাগরিতে ফিরেছে আর্থিক খাতের কোম্পানি
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি
- ক্যাশ ডিভিডেন্ড পেল দুই কোম্পানির বিনিয়োগকারীরা
- সর্বোচ্চ উচ্চতায় ১৭ কোম্পানির শেয়ার
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ৭ প্রতিষ্ঠানের ডিভিডেন্ড-ইপিএস
- চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে দুই কোম্পানির বাজিমাত
- গেস্ট হাউজ থেকে সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহ উদ্ধার
- রবির অভিযোগের প্রেক্ষিতে তদন্তের মুখে গ্রামীণফোন
- ছাত্ররাজনীতি থাকবে কিন্তু কাঠামোগত পরিবর্তন আনতে হবে: বাগছাস
- শেখ সেলিমের ২১টি বিও অ্যাকাউন্ট ও ৩৫টি ব্যাংক হিসাব অবরুদ্ধ
- অতর্কিত ঢাবি ও জবির ৪ শিক্ষার্থীকে ছুরিকাঘাত
- ডিএসইর সতর্কবার্তার জালে দুর্বল দুই কোম্পানির শেয়ার
- ডিভিডেন্ড পেল দুই কোম্পানির বিনিয়োগকারীরা