ঢাকা, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২
ভারতে ১০০ শতাংশ শুল্ক আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র!
                                    ডুয়া ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘লিবারেশন ডে ট্যারিফ’ বা মুক্তি দিবস শুল্ক পরিকল্পনা নিয়ে যখন উত্তেজনা তুঙ্গে, তখন হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট নিশ্চিত করেছেন যে, রিসিপ্রোক্যাল ট্যারিফ বা পাল্টাপাল্টি শুল্কের ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না। তিনি অন্য দেশের মার্কিন পণ্যের ওপর আরোপিত শুল্কের তালিকা উল্লেখ করে বলেন, ‘অন্যায্য বাণিজ্য রীতিনীতি’ বন্ধ হওয়া প্রয়োজন।
লেভিট জানান, ভারত মার্কিন পণ্যের ওপর ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করেছে। তার বক্তব্য থেকে স্পষ্ট হয়, যুক্তরাষ্ট্র ভারতকে কোনো ছাড় দেবে না এবং ভারতীয় পণ্যের ওপরও ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করবে। প্রেসিডেন্ট ট্রাম্প খুবই দৃঢ়প্রতিজ্ঞ এ বিষয়ে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, এই ঘোষণা এমন এ সময়ে এল যখন প্রেসিডেন্ট ট্রাম্প আগামী ২ এপ্রিল পাল্টাপাল্টি শুল্কের ঘোষণা করার প্রস্তুতি নিচ্ছেন। লেভিট এই বিষয়ে বলেন, ‘বুধবারের (শুল্ক ঘোষণার) লক্ষ্য হলো—দেশভিত্তিক শুল্ক, তবে অবশ্যই সেক্টরভিত্তিক শুল্কও (আরোপ করা হবে)। প্রেসিডেন্ট বলেছেন, তিনি এগুলো বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ এবং কখন তিনি সেই ঘোষণা করবেন, তা তিনিই ভালো বলতে পারবেন।’ লেভিট আরও বলেন, ‘এখন পাল্টাপাল্টি পদক্ষেপ নেওয়ার সময়।’
লেভিট হোয়াইট হাউসের প্রেস ব্রিফিংয়ে ইউরোপীয় ইউনিয়ন, ভারত, জাপান ও কানাডার মার্কিন পণ্যের ওপর আরোপিত শুল্কের উদাহরণ দেন। তিনি বলেন, "ইউরোপীয় ইউনিয়ন আমেরিকান দুগ্ধজাত পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছে। জাপান আমেরিকান চালের ওপর ৭০০ শতাংশ শুল্ক আরোপ করেছে। ভারত আমেরিকান কৃষিপণ্যের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করেছে। কানাডা আমেরিকান মাখন ও পনিরের ওপর প্রায় ৩০০ শতাংশ শুল্ক আরোপ করেছে।"
এ কারণে আমেরিকান পণ্য ওই দেশগুলোতে আমদানি করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে, যার ফলে গত কয়েক দশকে বহু আমেরিকান ব্যবসা ও চাকরি ক্ষতিগ্রস্ত হয়েছে।
লেভিট আরও বলেন, "ট্রাম্প প্রশাসনের লক্ষ্য হলো, দেশগুলোর উচ্চ শুল্ক হারের সঙ্গে সামঞ্জস্য রেখে মার্কিন শুল্ক আরোপ করা এবং অন্যায্য বাণিজ্য প্রতিবন্ধকতাগুলোর ক্ষতিপূরণ করা।" তিনি বলেন, "এটি আমেরিকান কোম্পানি ও শ্রমিকদের জন্য অত্যন্ত ক্ষতিকর।"
প্রেসিডেন্ট ট্রাম্পের নতুন শুল্ক পরিকল্পনা বাণিজ্য সম্পর্কের ক্ষেত্রে ‘ঐতিহাসিক পরিবর্তন’ আনবে বলে লেভিট প্রতিশ্রুতি দেন। তিনি জানান, "এই দেশগুলো দীর্ঘদিন ধরে আমেরিকান পণ্য ও শ্রমিকদের প্রতি অবিচার করে আসছে।"
এদিকে ট্রাম্প প্রশাসন সোমবার বিদেশি দেশগুলোর বাণিজ্য প্রতিবন্ধকতার একটি বিশাল তালিকা প্রকাশ করেছে। এটি শুল্ক আরোপের সিদ্ধান্তের দু'দিন আগে প্রকাশ করা হলো।
মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার জানান, "ট্রাম্প প্রশাসন বিশ্ব বাজারে আমেরিকান ব্যবসা ও শ্রমিকদের সুরক্ষা দিতে কাজ করছে এবং অ-পারস্পরিক বাণিজ্য রীতিনীতি সমাধান করার জন্য পরিশ্রম করছে।"
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ফাইনাল: কবে, কখন-যেভাবে দেখবেন লাইভ
 - ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি(LIVE) দেখুন
 - ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি ফ্রিতে সরাসরি(LIVE) দেখুন
 - আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-টোয়েন্টি: যেভাবে দেখবেন লাইভ (LIVE)
 - ডিভিডেন্ড ঘোষণা করেছে ৯৫ কোম্পানি, দেখুন এক নজরে
 - ডিএসই’র দুই ব্রোকারেজের ট্রেডিং লাইসেন্স বাতিল
 - বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-২০: কবে, কখন, কোথায়-যেভাবে দেখবেন খেলাটি
 - ইপিএস প্রকাশ করেছে ৬৮ কোম্পানি, দেখুন এক নজরে
 - মার্জিন রুল থেকে মিউচুয়াল ফান্ড—সবখানেই আসছে বড় পরিবর্তন
 - দক্ষিণ আফ্রিকা বনাম পাকিস্তান, খেলাটি সরাসরি(LIVE) দেখুন
 - পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
 - বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ৩য় টি-টোয়েন্টি: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
 - এবারও বিনিয়োগকারীদের হতাশ করল মিরাকেল ইন্ডাস্ট্রিজ
 - ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি দেখুন (LIVE)
 - ইপিএস প্রকাশ করেছে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক