ঢাকা, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২
দুই হাজার ভারতীয় ভিসা আবেদন বাতিলের কারণ
ডুয়া নিউজ: ভারতে অবস্থিত মার্কিন দূতাবাস সম্প্রতিকালে ভিসা জালিয়াতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে। দেশটির প্রায় দুই হাজার নাগরিকের ভিসা আবেদন বাতিল করা হয়েছে। বাতিলকৃতদের বিরুদ্ধে স্বয়ংক্রিয় অ্যাকাউন্টের মাধ্যমে আবেদন করার অভিযোগ রয়েছে।
মার্কিন দূতাবাস জানায়, কিছু ব্যক্তি বা গ্রুপ স্বয়ংক্রিয় পদ্ধতিতে ভিসা আবেদন করেছে, যা প্রক্রিয়ার নিয়মবহির্ভূত। এই ধরনের জালিয়াতির বিরুদ্ধে ব্যবস্থা নিতে গিয়ে তাদের আবেদন বাতিল করা হয়েছে।
দূতাবাসের কর্মকর্তারা আরও বলেন, যারা সময়সূচী নীতি লঙ্ঘন করেছে, তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। ভিসা জালিয়াতির বিরুদ্ধে এ পদক্ষেপের বিষয়টিতে দূতাবাস একটি সতর্কবার্তা জারি করেছে, যাতে ভবিষ্যতে কেউ যেন এ ধরনের কার্যকলাপে জড়িত হতে না পারে।
এছাড়া, সাম্প্রতিক সময়ে ভিসা প্রক্রিয়ায় বেশ কিছু পরিবর্তন করা হয়েছে। বিশেষ করে বি১ এবং বি২ ভিসা আবেদন প্রক্রিয়ায় কড়াকড়ি বেড়েছে। মার্কিন দূতাবাস জানায়, ভারতীয় নাগরিকদের ভিসা নবায়নের কার্যক্রমে আরও বেশি অপেক্ষা করতে হবে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় প্রশাসন থেকে অভিবাসন নীতিতে কড়াকড়ি আরোপ করা হয়েছে। গত দুই মাসে অভিবাসী ভিসা জালিয়াতি নিয়ে একাধিক অভিযোগের ভিত্তিতে কয়েক শ ভারতীয় নাগরিককে ফেরত পাঠানো হয়েছে।
গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, দিল্লি পুলিশ ২৭ ফেব্রুয়ারি এই ভিসা ও পাসপোর্ট জালিয়াতির বিষয়ে তদন্ত শুরু করে। এর প্রেক্ষিতে ৩১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তদের মধ্যে অনেক এজেন্ট রয়েছেন, যারা আবেদনকারীদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছিল।
এ ঘটনায় ভারতের ন্যাশনাল ক্রিমিনাল কোড (IPC) এর ৩১৮, ৩৩৬ ও ৩৪০ ধারার অধীনে মামলা করা হয়েছে এবং তথ্য-প্রযুক্তি আইনের ৬৬(ডি) ধারায়ও মামলায় উল্লেখ করা হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম বাংলাদেশ আজকের খেলাটি সরাসরি (LIVE) দেখুন এখানে
- আর্জেন্টিনা বনাম বাংলাদেশ: ২ গোলে শেষ ম্যাচ, দেখুন ফলাফল
- যে কারণে বাতিল হলো আজকের ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম আর্জেন্টিনার খেলা, সরাসরি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনা বনাম বাংলাদেশ: খেলাটি সরাসরি (LIVE) দেখুন
- বাংলাদেশ বনাম আর্জেন্টিনা: ২৫ মিনিটে গোল-সরাসরি দেখুন
- আর্জেন্টিনা বনাম বাংলাদেশ: নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষ-দেখে নিন ফলাফল
- ব্রাজিল বনাম আর্জেন্টিনা: কবে, কখন, কোথায়-যেভাবে দেখবেন সরাসরি
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ১ম টি-20: যেভাবে দেখবেন সরাসরি (LIVE)
- আজ আর্জেন্টিনা বনাম ব্রাজিলর ম্যাচ: সরাসরি দেখবেন যেভাবে
- আর্জেন্টিনা বনাম বাংলাদেশের ম্যাচ আজ: যেভাবে দেখবেন সরাসরি
- আগামীকাল ব্রাজিল বনাম আর্জেন্টিনার ম্যাচ: কখন, কোথায়-সরাসরি দেখবেন যেভাবে
- লাতিন বাংলা সুপার কাপ: আর্জেন্টিনা বনাম ব্রাজিলের খেলা নিয়ে যে সিদ্ধান্ত এলো
- বাংলাদেশ বনাম আর্জেন্টিনা: দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল-দেখুন সরাসরি
- সরকারি-বেসরকারি স্কুলে ভর্তি লটারি চলছে, সরাসরি (LIVE) দেখুন