ঢাকা, সোমবার, ১৮ আগস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২
ইউক্রেনে প্রেসিডেন্ট নির্বাচন হবে, শেষ জেলেনস্কির মেয়াদ
.jpg)
ডুয়া ডেস্ক: ইউক্রেনে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ট্রাম্প প্রশাসনের মধ্যপ্রাচ্য দূত স্টিভ উইটকফ। তিনি রাজনৈতিক ভাষ্যকার টাকার কার্লসনকে দেওয়া এক সাক্ষাৎকারে এই তথ্যটি শেয়ার করেন।
২০২৪ সালের মে মাসে ভ্লাদিমির জেলেনস্কির পাঁচ বছরের মেয়াদ শেষ হবে। এর পর তিনি সামরিক আইন ঘোষণা করে নতুন নির্বাচন না করার সিদ্ধান্ত নেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দাবি করেছেন, জেলেনস্কিকে বৈধ রাষ্ট্রপ্রধান হিসেবে মেনে নেন না, যা স্থায়ী শান্তিচুক্তি স্বাক্ষরের পথে একটি বড় বাধা হয়ে দাঁড়াতে পারে।
এ বছরের ফেব্রুয়ারিতে ট্রাম্প জেলেনস্কিকে ‘নির্বাচনবিহীন একনায়ক’ বলে আখ্যায়িত করেন এবং তিনি জানান, জেলেনস্কি দেশটির ভেতরে ব্যাপকভাবে অজনপ্রিয়।
শুক্রবার সন্ধ্যায় প্রকাশিত ওই সাক্ষাৎকারে টাকার কার্লসন উইটকফকে প্রশ্ন করেন ইউক্রেনে আদৌ নির্বাচন হবে কিনা। উত্তরে উইটকফ বলেন, ‘হ্যাঁ, তারা নির্বাচনে সম্মত হয়েছে। ইউক্রেনে নির্বাচন অনুষ্ঠিত হবে।’
তিনি আরও বলেন, রাশিয়ার বড় জনসংখ্যা এবং পরমাণু অস্ত্রের কারণে জেলেনস্কি বর্তমানে ‘খুব কঠিন পরিস্থিতিতে’ রয়েছেন। তার উচিত হবে দ্রুত কোনো একটি চুক্তিতে পৌঁছানো। উইটকফ জানান, প্রেসিডেন্ট ট্রাম্পই একমাত্র ব্যক্তি যিনি ইউক্রেনের জন্য সেরা চুক্তি এনে দিতে পারবেন। তিনি জোর দিয়ে বলেন, যদি কোনো সুস্পষ্ট সমাধান পরিকল্পনা না থাকে তবে ইউক্রেনকে সহায়তা দেওয়া দীর্ঘমেয়াদে টেকসই হবে না। "আমরা চিরকাল টাকা পাঠাতে পারি না" বলেন তিনি।
এদিকে পলিটিকো ম্যাগাজিনের এক প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের টিম ইউক্রেনের সাবেক প্রেসিডেন্ট পেত্রো পোরোশেঙ্কো এবং সাবেক প্রধানমন্ত্রী ইউলিয়া তিমোশেঙ্কোর সঙ্গে যোগাযোগ করেছে। উভয় রাজনীতিকই নিশ্চিত করেছেন, তারা ট্রাম্প প্রশাসনের সঙ্গে আলোচনা করছেন তবে তারা যুদ্ধ চলাকালীন নির্বাচন করার বিপক্ষে অবস্থান নিয়েছেন।
তথ্য : আরটি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- হলে ঢাবি ছাত্রীর হঠাৎ অসুস্থতা, হাসপাতালে মৃত্যু
- মার্জিন ঋণে মিউচুয়াল ফান্ড ও বন্ডে বিনিয়োগ করা যাবে না
- ‘পদত্যাগ করতে পারেন ড. ইউনূস’
- বিদেশি বিনিয়োগকারীদের পছন্দের শীর্ষে পাঁচ শেয়ার
- শেয়ারবাজারের ৬ ব্যাংকের রেকর্ড মুনাফা, ৫ ব্যাংকের লোকসান
- ঢাবির হলে 'গাঁ’জার আসর', চার শিক্ষার্থীকে আটক
- ১২ আগস্ট : শেয়ারবাজারের সেরা ৯ খবর
- মার্জিন ঋণ নিয়ে গুজব: ফের অস্থির শেয়ারবাজার
- দুই কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা জারি
- বাংলাদেশ ব্যাংকের ‘লাল তালিকা’য় ২০ আর্থিক প্রতিষ্ঠান
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি
- বেক্সিমকো-বেক্সিমকো ফার্মাসহ চার ব্যক্তি-এক প্রতিষ্ঠানকে জরিমানা-সতর্ক
- সামিটের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কিনছে আরব আমিরাতের কোম্পানি
- বেসরকারি হাসপাতাল মালিকদের নতুন কমিটির অভিষেক শনিবার
- ভালুকায় প্রথম পাঁচতারা হোটেল চালু করছে বেস্ট হোল্ডিংস