ঢাকা, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ৩ আশ্বিন ১৪৩২
কুয়েতে নাগরিকত্ব বাতিলের ঢেউ, উদ্বেগে নাগরিকরা

ডুয়া নিউজ : মধ্যপ্রাচ্যের তেলসমৃদ্ধ দেশ কুয়েতে গত সেপ্টেম্বর মাস থেকে প্রায় ৪২ হাজার মানুষের নাগরিকত্ব বাতিল করা হয়েছে। দেশটির ইতিহাসে এটি একটি উল্লেখযোগ্য নীতিগত পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। যা নাগরিকদের মধ্যে ব্যাপক উদ্বেগ দেখা দিয়েছে।
কুয়েত এবং অন্যান্য উপসাগরীয় রাজতান্ত্রিক দেশগুলোতে নাগরিকত্ব বাতিলের ঘটনা সাধারণত বিরল এবং আদালতের স্পষ্ট রায়ের ভিত্তিতে সীমিত সংখ্যক অভিযুক্তের ক্ষেত্রে ঘটত।
সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, জাতীয় স্বার্থে ও আইনি কাঠামোর মধ্যে থেকেই নাগরিকত্ব পুনর্মূল্যায়ন করা হচ্ছে। তবে সমালোচকরা বলছেন, এটি রাজনৈতিক ও সামাজিক উদ্দেশ্যপ্রণোদিত হতে পারে।
গত ডিসেম্বরে কুয়েতের আইনগুলোর মধ্যে একটি গুরুত্বপূর্ণ সংশোধনী আনা হয়েছে। যাতে নাগরিকত্ব বাতিলের ক্ষমতা বিস্তৃত করা হয়েছে। নতুন আইন অনুযায়ী, যদি কোনো ব্যক্তি নৈতিক অবক্ষয়, অসততা, বা রাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ কার্যকলাপে জড়িত হন, এমনকি দেশটির আমির বা ধর্মীয় ব্যক্তিত্বদের সমালোচনা করলেও তার নাগরিকত্ব বাতিল করা সম্ভব।
কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রীর নেতৃত্বে একটি সুপ্রিম কমিটি দেশের নাগরিকত্বের বৈধতা সম্পর্কিত মামলাগুলো পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমস-এর রিপোর্টে বলা হয়েছে, প্রতি সপ্তাহে নাগরিকত্ব হারানো ব্যক্তিদের একটি তালিকা প্রকাশিত হচ্ছে। এই তালিকা প্রকাশের পর উদ্বিগ্ন কুয়েতি নাগরিকরা গভীর মনোযোগের সাথে এটিকে পর্যবেক্ষণ করছেন, যাতে তাদের নিজেদের বা পরিবার নির্মাণে কোনো সদস্যের নাম অন্তর্ভুক্ত না হয়।
মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল-মনিটর জানিয়েছে, চলতি মাসের ৬ তারিখে একদিনেই অন্তত ৪৬৪ জন নাগরিক তাদের নাগরিকত্ব হারিয়েছেন। এদের মধ্যে ১২ জনকে 'অবৈধভাবে' দ্বৈত নাগরিকত্ব ধারণের অভিযোগে এবং বাকি ৪৫১ জনকে 'জালিয়াতি ও প্রতারণার' অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছে।
কুয়েতে নাগরিকত্ব বাতিলের এই ব্যাপক হারে ঘটনা সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে। দেশটির নাগরিক ও মানবাধিকার সংস্থাগুলো এ সিদ্ধান্ত নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। তারা বলছে, যদি বৈধ নাগরিকদেরও তাদের অধিকার থেকে বঞ্চিত করা হয়, তবে এটি একটি ভয়ংকর দৃষ্টান্ত স্থাপন করবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- লাভেলোর শেয়ার কারসাজি: তিন বিও অ্যাকাউন্টের লেনদেন স্থগিত
- সরকারের সিদ্ধান্তে ডুবছে শেয়ারবাজারের বিনিয়োগকারীদের স্বপ্ন?
- ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড কার্যকারিতায় বিএসইসির নতুন উদ্যোগ
- শেয়ারবাজারে ইতিহাস গড়লেন ‘ছাগল-কাণ্ডের’ সেই মতিউর
- একাদশে ভর্তি: চতুর্থ ধাপে আবেদনের সুযোগ
- শেয়ারবাজারে প্রতারণা ঠেকাতে মাঠে নামছে গোয়েন্দা সংস্থা
- শেয়ারবাজারে ধারাবাহিক মুনাফা চান? জেনে নিন ৫ মন্ত্র
- শেয়ারবাজারে হঠাৎ দরপতন, নেপথ্যে এনবিআরের চিঠি
- ডিভিডেন্ড বৃদ্ধির আলোচনায় জ্বালানি খাতের ১১ কোম্পানি
- আরএসআই বিশ্লেষণে সর্বোচ্চ সতর্ক সংকেত পাঁচ শেয়ারে
- মালিকানায় পরিবর্তন আসছে ইয়াকিন পলিমারের
- এক শেয়ারের জোরেই সবুজে ফিরল শেয়ারবাজার
- ডিভিডেন্ড দোলাচলে তথ্যপ্রযুক্তির ৮ কোম্পানির বিনিয়োগকারীরা
- সোনালী পেপারের কারসাজিতে জেনেক্স ইনফোসিসের পরিচালকদের জরিমানা
- চার কোম্পানির আর্থিক অনিয়মের দায়ে নিষিদ্ধ হচ্ছে ৬ নিরীক্ষা প্রতিষ্ঠান