ঢাকা, মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬, ১৩ মাঘ ১৪৩২
৪১ দেশের নাগরিকদের ওপর যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞার পরিকল্পনা
ডুয়া ডেস্ক : পাকিস্তানসহ বিশ্বের ৪১টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে আগমন ও ভ্রমণে নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসন। শুক্রবার (১৪ মার্চ) এক প্রতিবেদনে সূত্র এবং এ সংক্রান্ত সরকারি নথির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে রয়টার্স।
সম্ভাব্য এই নিষেধাজ্ঞাকে তিনটি স্তরে ভাগ করা হয়েছে এবং সেই অনুযায়ী ৪১টি দেশকেও তিনটি গ্রুপে শ্রেণিবদ্ধ করা হয়েছে।
প্রথম গ্রুপে ১০টি দেশ— আফগানিস্তান, ইরান, কিউবা, উত্তর কোরিয়া, লিবিয়া, সোমালিয়া, সুদান, সিরিয়া, ভেনেজুয়েলা ও ইয়েমেন।
পরিকল্পিত নিষেধাজ্ঞা কার্যকর হলে এসব দেশের নাগরিকদের জন্য সম্পূর্ণ ভিসা নিষিদ্ধ করা হবে। ফলে তারা কোনো মার্কিন ভিসার জন্য আবেদন করতে পারবেন না।
দ্বিতীয় গ্রুপে ৫টি দেশ— ইরিত্রিয়া, হাইতি, লাওস, মিয়ানমার ও দক্ষিণ সুদান।
নিষেধাজ্ঞা কার্যকর হলে এসব দেশের নাগরিকরা শুধুমাত্র শিক্ষার্থী ও ভ্রমণ ভিসার জন্য আবেদন করতে পারবেন।অন্যান্য ভিসার ক্ষেত্রে নিষেধাজ্ঞা থাকবে।
তৃতীয় গ্রুপে বাকি ২৬টি দেশ— অ্যাঙ্গোলা, অ্যান্টিগা অ্যান্ড বারবোডা, বেনিন, ভুটান, বুরকিনা ফাসো, বেলারুশ, পাকিস্তান, তুর্কমেনিস্তান, কেপ ভার্দে, কম্বোডিয়া, ক্যামেরুন, চাদ, ডি আর কঙ্গো, ইকুয়েটোরিয়াল গিনি, ডমিনিকা, গাম্বিয়া, লাইবেরিয়া, রিপাবলিক অব কঙ্গো, মালাউই, মৌরিতানিয়া, সেইন্ট কিটস অ্যান্ড নেভিস, সেইন্ট লুসিয়া, সাও তোম অ্যান্ড প্রিনসিপি, সিয়েরা লিওন, পূর্ব তিমুর ও ভানুয়াতু।
এই দেশগুলোর নাগরিকদের ওপর আংশিক বিধিনিষেধ আরোপ করা হতে পারে। এটা নির্দিষ্ট পরিস্থিতির ওপর নির্ভর করবে।
মার্কিন সরকারি নথি অনুযায়ী, ২৬টি দেশের প্রতি কিছু নির্দিষ্ট শর্ত আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। এসব শর্ত পূরণের জন্য ৬০ দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।
নির্ধারিত সময়ের মধ্যে শর্ত পূরণ করতে ব্যর্থ হলে ওই দেশগুলোর নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশের ওপর পূর্ণ বা আংশিক নিষেধাজ্ঞা জারি করা হবে।
গত ২০ জানুয়ারি শপথ গ্রহণের দিনেই ট্রাম্প একাধিক নির্বাহী আদেশে স্বাক্ষর করেন। এসব আদেশের মধ্যে প্রতিদিন যুক্তরাষ্ট্রে প্রবেশকারী বিদেশিদের যথাযথ রেকর্ড যাচাইয়ের বিষয়টিও অন্তর্ভুক্ত ছিল।
এর আগে, ২০১৮ সালে প্রথম মেয়াদে ক্ষমতায় থাকাকালীন, ট্রাম্প প্রশাসন সাতটি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ করেছিল। যেহেতু এসব দেশের বেশিরভাগ নাগরিক মুসলিম ছিলেন, তাই এই নিষেধাজ্ঞা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়। পরে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে সেই নিষেধাজ্ঞা স্থগিত করা হয়।
সাম্প্রতিক এই সম্ভাব্য নিষেধজ্ঞার ব্যাপারে আরও তথ্য জানতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করেছিল রয়টার্স। তবে কোনো কর্মকর্তা এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।
সূত্র : রয়টার্স
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিপিএল ২০২৬ ফাইনাল: রাজশাহী বনাম চট্টগ্রাম-খেলাটি সরাসরি দেখুন
- ঢাবিতে পার্সিয়ান ডিবেটিং ক্লাবের উদ্যোগে ‘ফিউশন ফেস্ট’ অনুষ্ঠিত
- প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, তালিকা দেখুন এখানে
- ইপিএস প্রকাশ করেছে তিন কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে এপেক্স ট্যানারি
- ইপিএস প্রকাশ করেছে শাহজীবাজার পাওয়ার
- সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঢাবি অ্যালামনাইয়ের শীতবস্ত্র বিতরণ
- ইপিএস-ডিভিডেন্ড প্রকাশ করবে ১৮ কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে আনোয়ার গ্যালভানাইজিং
- শেয়ারবাজারে সূচক হ্রাস, বিনিয়োগকারীদের মনোবল অক্ষুণ্ণ
- ইপিএস প্রকাশ করবে ৫৮ কোম্পানি
- ৩০০ আসনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করলো ইসি
- নবম পে-স্কেল ২০২৫: ২০টি গ্রেডের পূর্ণাঙ্গ বেতন তালিকা প্রকাশ
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশ
- রাতেই হতে পারে প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল, যেভাবে দেখবেন