ঢাকা, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২
নাসার শীর্ষ কর্মকর্তাসহ ২৩ জনকে বরখাস্ত করল ট্রাম্প প্রশাসন
ডুয়া ডেস্ক : দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকেই একাধিক কর্মকর্তাকে বরখাস্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সর্বশেষ যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার (ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন) শীর্ষ বিজ্ঞানী ক্যাথরিন কেলভিনসহ মোট ২৩ জন কর্মকর্তা-কর্মচারীকে চাকরিচ্যুত করেছে তার প্রশাসন।
এএফপির এক প্রতিবেদনে নাসার মুখপাত্র চেরিল ওয়ার্নারের উদ্ধৃতি দিয়ে এ তথ্য জানানো হয়েছে।
ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতে আরও কর্মকর্তা ও কর্মচারীকে ছাঁটাই করা হতে পারে।
বার্তা সংস্থা এএফপিকে চেরিল ওয়ার্নার বলেন, “গত ১০ মার্চ একটি সরকারি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেই বিজ্ঞপ্তি পর্যালোচনা করে আমরা জানতে পেরেছি, আপাতত ক্যাথরিন কেলভিনসহ ২৩ জনকে চাকরিচ্যুত করা হয়েছে এবং সামনের দিনগুলোতে এই তালিকা আরও দীর্ঘ হবে।”
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, তালিকায় থাকা কর্মকর্তা-কর্মীরা যদি আবেদন করেন, সেক্ষেত্রে তাদেরকে স্বেচ্ছা অবসরের সুযোগ দেওয়া হবে এবং আনুষাঙ্গিক কিছু সুযোগ-সুবিধাও প্রদান করা হবে; আর যদি আবেদন না করেন, তাহলে একেবারে পত্রপাঠ বিদায়।
জলবায়ুবিশেষজ্ঞ ক্যাথরিন নাসার জলবায়ু গবেষণা বিভাগের প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি জাতিসংঘের বার্ষিক জলবায়ু প্রতিবেদনের প্রস্তুতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন।
তাকে পদচ্যুত করার ইঙ্গিত অবশ্য আগেই দেওয়া হয়েছিল। চলতি বছরের ফেব্রুয়ারিতে এ বিষয়ে তাকে অবহিত করা হয়। গত মাসে বেইজিংয়ে একটি গুরুত্বপূর্ণ জলবায়ুবিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়, যেখানে ক্যাথরিন কেলভিনকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তিনি সম্মেলনে যোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। তবে পরে তাকে সেখানে অংশগ্রহণের অনুমতি দেওয়া হয়নি।
নাসা বহু দশক ধরে জলবায়ু সংক্রান্ত গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। কৃত্রিম উপগ্রহসহ অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে সংস্থাটি জলবায়ু ও পরিবেশের বিস্তারিত তথ্য সংগ্রহ করে এবং সেসব বিশ্লেষণের মাধ্যমে গবেষণা পরিচালনা করে। জাতিসংঘসহ বিশ্বের শীর্ষস্থানীয় জলবায়ু সংস্থাগুলো তাদের প্রতিবেদন প্রস্তুতের ক্ষেত্রে নাসার তথ্য ও বিশ্লেষণ ব্যবহার করে থাকে।
তবে ডোনাল্ড ট্রাম্প জলবায়ু পরিবর্তনের বিষয়টিকে গুরুত্ব দিতে চান না। বরং তিনি একে ‘অপবিজ্ঞান’ বা ‘ভুয়া’ বলে মনে করেন। সম্প্রতি তিনি যুক্তরাষ্ট্রকে জাতিসংঘের জলবায়ু সংক্রান্ত চুক্তি, প্যারিস এগ্রিমেন্ট থেকে প্রত্যাহার করেছেন। এটি তার প্রথম মেয়াদে প্রেসিডেন্ট থাকাকালেও করেছিলেন।
ট্রাম্পের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, তিনি নাসাকে গবেষণাধর্মী সংস্থার পরিবর্তে একটি আবিষ্কারকেন্দ্রিক সংস্থা হিসেবে গড়ে তুলতে চান। এই কারণে তিনি নাসার গবেষণাধর্মী বিভাগগুলোতে কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছেন।
সূত্র : এএফপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ফাইনাল: কবে, কখন-যেভাবে দেখবেন লাইভ
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি(LIVE) দেখুন
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি ফ্রিতে সরাসরি(LIVE) দেখুন
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-টোয়েন্টি: যেভাবে দেখবেন লাইভ (LIVE)
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৯৫ কোম্পানি, দেখুন এক নজরে
- ডিএসই’র দুই ব্রোকারেজের ট্রেডিং লাইসেন্স বাতিল
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-২০: কবে, কখন, কোথায়-যেভাবে দেখবেন খেলাটি
- ইপিএস প্রকাশ করেছে ৬৮ কোম্পানি, দেখুন এক নজরে
- মার্জিন রুল থেকে মিউচুয়াল ফান্ড—সবখানেই আসছে বড় পরিবর্তন
- দক্ষিণ আফ্রিকা বনাম পাকিস্তান, খেলাটি সরাসরি(LIVE) দেখুন
- পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ৩য় টি-টোয়েন্টি: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
- এবারও বিনিয়োগকারীদের হতাশ করল মিরাকেল ইন্ডাস্ট্রিজ
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি দেখুন (LIVE)
- ইপিএস প্রকাশ করেছে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক