ঢাকা, বুধবার, ৬ আগস্ট ২০২৫, ২২ শ্রাবণ ১৪৩২
সিরিয়ায় আসাদপন্থি গোষ্ঠীর ৩৪০ সদস্য নিহত

ডুয়া ডেস্ক : সিরিয়ার ক্ষমতাচ্যুত সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদপন্থি আলাউইত সম্প্রদায়ের ৩৪০ জনের বেশি বেসামরিক সদস্য নিহত হয়েছেন। দেশটির নিরাপত্তা বাহিনীর সঙ্গে গত কয়েক দিনের সংঘর্ষে আলাউইত সম্প্রদায়ের সদস্যদের প্রাণহানির এই ঘটনা ঘটেছে।
আজ শনিবার (০৮ মার্চ) যুক্তরাজ্যভিত্তিক সিরীয় পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে।
ইসলামপন্থী গোষ্ঠী হায়াত তাহরির-আল-শাম (এইচটিএস) নেতৃত্বাধীন বাহিনীর আন্দোলনের ফলস্বরূপ গত ডিসেম্বরে বাশার আল-আসাদের পতনের পর সিরিয়ার নতুন কর্তৃপক্ষ দেশটিতে আইনশৃঙ্খলা পরিস্থিতির মুখোমুখি হয়ে জটিল চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে।
বর্তমানে সিরিয়ার নিরাপত্তা বাহিনী সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অনুসারী আলাউইত সম্প্রদায়ের সদস্যদের তীব্র হামলার শিকার হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে সিরীয় কর্তৃপক্ষ ওই সম্প্রদায়ের বিরুদ্ধে বড় ধরনের অভিযান শুরু করেছে। বৃহস্পতিবার দেশটির পশ্চিম উপকূলীয় আলাউইত সম্প্রদায় অধ্যুষিত এলাকায় ভয়াবহ সংঘর্ষের পর এই অভিযান শুরু হয়।
সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস আজ শনিবার (০৮ মার্চ) বলেছে, সিরিয়ার সরকারি নিরাপত্তা বাহিনী ও তাদের মিত্ররা পশ্চিম উপকূলীয় অঞ্চল ও লাতাকিয়ার পার্বত্য এলাকায় অভিযান চালিয়ে আলাউইত সম্প্রদায়ের ৩৪০ জন বেসামরিক নাগরিককে হত্যা করেছে।
তারা আরও বলেছে, নিরাপত্তা বাহিনী ও সরকারপন্থি যোদ্ধারা আলাউইত সম্প্রদায়ের সদস্যদের ‘‘মৃত্যুদণ্ড কার্যকর’’ করার মতো করে হত্যা করেছে। এছাড়াও তাদের বাড়িঘর ও সম্পত্তি লুটপাট করা হয়েছে।
যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের পরিসংখ্যান অনুযায়ী, সিরিয়ায় বেসামরিক হত্যাকাণ্ডে প্রাণহানির সংখ্যা ৫৫৩-তে পৌঁছেছে। এই সংখ্যার মধ্যে রয়েছে নতুন সরকারের নিরাপত্তা বাহিনীর ৯২ সদস্য এবং বাশার আল-আসাদ সমর্থিত ১২০ জন যোদ্ধা।
সংস্থাটি জানায়, দেশটির নিরাপত্তা বাহিনীর সদস্যরা আলাউইত অধ্যুষিত একটি গ্রাম থেকে একজনকে গ্রেপ্তার করার পর সংঘর্ষ শুরু হয়। তবে শনিবার পর্যন্ত ওই অঞ্চলের পরিস্থিতি কিছুটা শান্ত হয়ে এসেছে বলে তারা জানিয়েছে। তদুপরি নিরাপত্তা বাহিনীর অভিযান চলমান রয়েছে এবং কিছু এলাকাতে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারতে ঢাবির দুই ছাত্রীর ছবি নিয়ে তোলপাড়, ক্ষোভ
- শেয়ারবাজারে আসছে রাষ্ট্র ও বহুজাতিক ১৫ কোম্পানি
- ১১'শ শিক্ষার্থীকে বৃত্তি দিবে ঘুড্ডি ফাউন্ডেশন
- স্কয়ার ফার্মার বাজার মূলধনে নতুন মাইলফলক
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৭ প্রতিষ্ঠান
- নতুন সিনেট সদস্য হলেন ঢাবির ৫ অধ্যাপক
- বিকালে আসছে ১০ কোম্পানির ইপিএস
- ক্যাশ ডিভিডেন্ড পেল দুই কোম্পানির বিনিয়োগকারীরা
- সর্বোচ্চ উচ্চতায় ১৭ কোম্পানির শেয়ার
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ১২ প্রতিষ্ঠানের ডিভিডেন্ড-ইপিএস
- ‘এ’ ক্যাটাগরিতে ফিরেছে আর্থিক খাতের কোম্পানি
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি
- গেস্ট হাউজ থেকে সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহ উদ্ধার
- দ্বিতীয় প্রান্তিকের ইপিএস প্রকাশ করেছে ১৯ কোম্পানি
- ‘মুজিব’স ব্লান্ডার্স’: নেপথ্যের ষড়যন্ত্র উন্মোচন