ঢাকা, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২

বাংলাদেশ নিজ স্বার্থেই সংখ্যালঘুদের নিরাপত্তায় ব্যবস্থা নেবে: ভারত

২০২৪ ডিসেম্বর ১৩ ২২:২৮:৪৯

বাংলাদেশ নিজ স্বার্থেই সংখ্যালঘুদের নিরাপত্তায় ব্যবস্থা নেবে: ভারত

ডুয়া নিউজ: ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর বলেছেন, বাংলাদেশে সংখ্যালঘুদের প্রতি আচরণ ভারতের জন্য উদ্বেগের বিষয়। তিনি আশা প্রকাশ করে বলেছেন, বাংলাদেশ সরকার নিজেদের স্বার্থে এই সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য যথাযথ ব্যবস্থা নেবে।

শুক্রবার (১৩ ডিসেম্বর) ভারতের লোকসভায় প্রশ্নোত্তর পর্বে তিনি বলেন, ভারত আশা করে বাংলাদেশ নতুন সরকারের মার্কিন ও পারস্পরিক লাভের উপযোগী একটি স্থিতিশীল সম্পর্ক গড়ে তুলবে। আমরা আমাদের উদ্বেগের বিষয়গুলো তাদের কাছে তুলে ধরেছি। সম্প্রতি, ভারতীয় পররাষ্ট্রসচিব ঢাকা সফর করেছেন এবং সেখানে বৈঠকে বিষয়টি আলোচনা করা হয়েছে।

জয়শঙ্কর আরও বলেন, বাংলাদেশে সংখ্যালঘুদের অধিকার সুরক্ষার জন্য বাংলাদেশ যদি নিজেদের স্বার্থে ব্যবস্থা নেয়, তাহলে তা স্বল্পমেয়াদী ও দীর্ঘমেয়াদী উভয় ক্ষেত্রেই সহায়ক হবে।

ভারতের উন্নয়ন প্রকল্পগুলোর সম্পর্কেও তিনি বলেন, বাংলাদেশে আমাদের উন্নয়ন প্রকল্পগুলোর একটি ভালো ইতিহাস রয়েছে এবং আমরা 'প্রতিবেশী প্রথম' নীতির অংশ হিসেবে পাকিস্তান ও চীন বাদে প্রায় সকল প্রতিবেশী দেশে গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করে চলেছি।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম

দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম

নিজস্ব প্রতিবেদক:দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি... বিস্তারিত