ঢাকা, শুক্রবার, ১ আগস্ট ২০২৫, ১৬ শ্রাবণ ১৪৩২

সুইজারল্যান্ডে থাকা সিরিয়ার হিমায়িত অর্থের পরিমাণ জানালো সুইস সরকার

ডুয়া নিউজ- আন্তর্জাতিক
২০২৪ ডিসেম্বর ১২ ১৬:৫৫:৪৩
সুইজারল্যান্ডে থাকা সিরিয়ার হিমায়িত অর্থের পরিমাণ জানালো সুইস সরকার

আন্তর্জাতিক ডেস্ক : সুইচ ব্যাংকে সিরিয়ার ১১২ মিলিয়ন মার্কিন ডলার রয়েছে। যার অধিকাংশটুকু অনেক বছর ধরে হিমায়িত রয়েছে। বুধবার (১১ ডিসেম্বর) সুইস সরকার এ তথ্য জানিয়েছে।

সুইস স্টেট সেক্রেটারিয়েট ফর ইকোনমিক অ্যাফেয়ার্স জানিয়েছে, ২০১১ সালের মার্চে সিরিয়ার বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়ন নিষেধাজ্ঞা গ্রহণের পর সুইস সরকার মোট তহবিলের উল্লেখযোগ্য অংশ হিমায়িত করে রেখেছে।

সূত্রটি জানায়, সিরিয়া ইস্যুতে ইউরোপীয় ইউনিয়ন আরোপিত নিষেধাজ্ঞার অধীনে আরো তিন ব্যক্তিকে যুক্ত করতে যাচ্ছে সুইস সরকার। তবে তাদের নাম জানা যায়নি।

রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে সুইস অর্থমন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার তালিকায় বর্তমানে ৩১৮ জন ব্যক্তি ও ৮৭টি সংস্থা রয়েছে।

সুইস সরকার বাশার আল আসাদের কত টাকা হিমায়িত করেছে, এ বিষয়ে জিজ্ঞেস করা হলে ওই কর্মকর্তা কোনো উত্তর দিতে রাজি হননি।

এক প্রতিবেদনে সুইস পত্রিকা নেয়ু জেয়ুর্খ জেইটুং জানিয়েছে, সুইস আর্থিক প্রতিষ্ঠানগুলো অন্তত ১৪৭ মিলিয়ন ডলারের সিরীয় মুদ্রা হিমায়িত করে রেখেছে। :সূত্র : আল জাজিরা

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

জাবিতে অদম্য-২৪ স্মৃতিস্তম্ভ উদ্বোধন

জাবিতে অদম্য-২৪ স্মৃতিস্তম্ভ উদ্বোধন

দেশের প্রথম জুলাই স্মৃতিস্তম্ভ ‘অদম্য-২৪’ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেলে অন্তর্বর্তীকালীন সরকারের শিল্প, গৃহায়ণ ও... বিস্তারিত