ঢাকা, শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬, ৯ মাঘ ১৪৩২

গণভোটের প্রচারে ২৩৮ আসনে এনসিপির প্রার্থী ঘোষণা

২০২৬ জানুয়ারি ২৪ ০০:০৫:১৯

গণভোটের প্রচারে ২৩৮ আসনে এনসিপির প্রার্থী ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: আসন্ন গণভোটের প্রচার-প্রচারণা এবং ‘হ্যাঁ’ ভোটকে জয়যুক্ত করার লক্ষ্যে দেশের ২৩৮টি আসনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

শুক্রবার (২৩ জানুয়ারি) রাতে দলের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব প্রার্থীর নাম ঘোষণা করেন এনসিপির মুখপাত্র এবং নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ বলেন, "গণভোট নিয়ে প্রান্তিক পর্যায়ে সচেতনতা বাড়ানো এবং ‘হ্যাঁ’ জয়যুক্ত করতে এনসিপি ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। আমরা মূলত ২৭০টি আসনে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম, যার মধ্যে আজ ২৩৮টি আসনে প্রার্থীর নাম চূড়ান্ত করা হয়েছে। প্রার্থীরা এখন থেকেই নিজ নিজ এলাকায় পূর্ণ মনোবল নিয়ে গণভোটের পক্ষে কাজ শুরু করবেন।"

তিনি আরও উল্লেখ করেন যে, সরকারসহ বিভিন্ন পক্ষ গণভোটের প্রচারণা চালালেও তা এখনো পর্যাপ্ত নয়। মাঠ পর্যায়ে নানা ধরনের গুজব ছড়ানো হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন। আসিফ মাহমুদ বলেন, "গুজব ছড়ানো হচ্ছে যে গণভোটে ‘বিসমিল্লাহ’ থাকবে না। এমন আরও অনেক অপপ্রচার মাঠ পর্যায়ে চলছে। এসব বিভ্রান্তি দূর করতে এবং প্রতিটি গ্রাম ও অলিগলিতে গণভোটের সঠিক বার্তা পৌঁছে দিতে আমাদের প্রার্থীরা কাজ করবেন।"

সংবাদ সম্মেলনে এনসিপির পক্ষ থেকে আরও জানানো হয়, আগামীকাল শনিবার বিকেল ৫টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির পায়রা চত্বরে দলের পক্ষ থেকে দুটি থিম সং প্রকাশ করা হবে। এর একটি হবে নির্বাচনী থিম সং এবং অন্যটি গণভোট কেন্দ্রিক। কৃষক, শ্রমিক, ছাত্রসহ সমাজের সব স্তরের মানুষের অংশগ্রহণে এই গানগুলো পুরো বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

১২ ঘণ্টার ব্যবধানেই সোনার দামে বড় লাফ

১২ ঘণ্টার ব্যবধানেই সোনার দামে বড় লাফ

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক বাজারে সোনার দামের অস্বাভাবিক অস্থিতিশীলতার কারণে দেশের বাজারে আবারও বড় ধরনের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স... বিস্তারিত