ঢাকা, মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২
‘নির্বাচন হবে কঠিন পরীক্ষা, জনগণের রায়ের অপেক্ষায় বিএনপি’
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে একটি ‘কঠিন পরীক্ষা’ হিসেবে উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি নির্বাচনমুখী এবং জনগণের রায়ের অপেক্ষায় আছে। তিনি বলেন, নির্বাচন আসছে দেখা যাক কে কত ভোট পায়। আমরা ভোটের জন্য প্রস্তুত, জনগণের কাছেই যাব। জনগণ যদি আমাদের গ্রহণ করে আমরা সরকার গঠন করব, আর না করলে বিরোধী দলে বসব। আগে থেকেই এত হুমকি আর চিৎকার করার কী আছে?
মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়। সোমবার ছিল জিয়াউর রহমানের জন্মদিন। এ উপলক্ষে বিএনপি দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে।
মির্জা ফখরুল বলেন, এই নির্বাচন শুধু ক্ষমতার প্রশ্ন নয়; এটি নির্ধারণ করবে দেশ উদার গণতান্ত্রিক পথে চলবে, নাকি উগ্র ও রাষ্ট্রবিরোধী শক্তির হাতে যাবে। তিনি বলেন, আমাদের অবশ্যই গণতন্ত্র, মানুষের কল্যাণ ও উদার রাজনীতির পথ বেছে নিতে হবে।
তিনি আরও বলেন, বিএনপির ঘোষিত ৩১ দফা সংস্কার প্রস্তাব এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেওয়া আট দফা কর্মসূচি যার মধ্যে ফ্যামিলি কার্ড ও ফার্মারস কার্ডের মতো উদ্যোগ রয়েছে মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। এসব কর্মসূচির মাধ্যমে জনগণকে সঙ্গে নিয়ে নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে হবে। এতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি যথাযথ শ্রদ্ধা জানানো সম্ভব হবে।
ধর্মের অপব্যবহার করে রাজনীতির সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, রাজনীতি করতে হলে সোজা পথে করতে হবে। ধর্মকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করা, ভোটের বিনিময়ে পরকাল নিশ্চিত করার কথা বলা এসব প্রতারণা ছাড়া কিছু নয়। তিনি বলেন, ইসলামের মৌলিক শিক্ষা ও ইমানের সঙ্গে এসব কথার কোনো সামঞ্জস্য নেই।
জামায়াতে ইসলামীর অতীত ভূমিকার সমালোচনা করে তিনি বলেন, পাকিস্তান আন্দোলন থেকে শুরু করে বাংলাদেশের মুক্তিযুদ্ধ প্রতিটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক পর্বে তারা জনগণের বিপরীতে অবস্থান নিয়েছে। আজও তারা ধর্মের নামে বিভ্রান্তি ছড়িয়ে জনগণের জাতীয়তাবাদী রাজনীতির পথে বাধা সৃষ্টি করছে।
বিএনপি মহাসচিব বলেন, বিএনপি ধর্মে বিশ্বাসী দল। প্রেসিডেন্ট জিয়াউর রহমান সংবিধানে বিসমিল্লাহির রাহমানির রাহিম সংযোজন করেছেন এবং আল্লাহর ওপর পূর্ণ আস্থার কথা উল্লেখ করেছেন। বিএনপি সবসময় ধর্মীয় মূল্যবোধ ও গণতান্ত্রিক চেতনা একসঙ্গে ধারণ করে রাজনীতি করেছে।
নির্বাচন বানচালের হুমকি দেওয়া দলগুলোর প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, যারা বড় বড় কথা বলছে, খোঁজ নিলে দেখা যাবে তাদের ভোট তিনটাও নেই। নির্বাচন হোক তখনই বোঝা যাবে জনগণ কাকে সমর্থন করে।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবনসংগ্রামের কথা তুলে ধরে মির্জা ফখরুল বলেন, তাঁর নেতৃত্বেই একটি স্বাধীন রাষ্ট্রের ভিত্তি গড়ে ওঠে। একইভাবে বেগম খালেদা জিয়া গণতন্ত্র পুনরুদ্ধারে আজীবন সংগ্রাম করেছেন। তাঁদের উত্তরসূরি তারেক রহমান আজ সেই জাতীয়তাবাদী পতাকা বহন করে দেশকে নতুন পথে এগিয়ে নিতে কাজ করছেন।
সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, রাষ্ট্রীয় সংস্কারের ধারণা বিএনপির নতুন কিছু নয়। ২০১৬ সালের ভিশন-২০৩০ থেকে শুরু করে ৩১ দফা সবই বিএনপির চিন্তার ফসল। যেসব সংস্কার প্রস্তাবে সব দল একমত হয়েছে, বিএনপি সেগুলোর পক্ষে রয়েছে। জাতীয় স্বার্থে কিছু বিষয়ে আপসও করেছে দলটি, যা পরবর্তী সময়ে সংসদে আলোচনার সুযোগ থাকবে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সহ-দফতর সম্পাদক তারিকুল ইসলাম তেনজিংয়ের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালসহ দলের শীর্ষ নেতারা।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে রাজশাহী ওয়ারিয়র্স বনাম সিলেট টাইটান্সের ম্যাচ-দেখুন সরাসরি (LIVE)
- রাজশাহী বনাম চট্টগ্রাম: ৯০ রানে নেই ৭ উইকেট-দেখুন সরাসরি (LIVE)
- শেয়ারবাজার স্থিতিশীলতায় বড় পদক্ষেপ নিল বিএসইসি
- বেগম খালেদা জিয়ার সমাধিতে ঢাবি অ্যালামনাইয়ের শ্রদ্ধা
- ঢাকা ক্যাপিটালস বনাম রংপুর রাইডার্স: জমজমাট খেলাটি চলছে-দেখুন সরাসরি
- শেয়ারবাজার আধুনিকীকরণে বিএসইসির গুরুত্বপূর্ণ পদক্ষেপ
- অনিশ্চয়তা কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছেশেয়ারবাজার
- রাজশাহী বনাম সিলেটের জমজমাট ম্যাচটি শেষ-দেখুন ফলাফল
- প্রত্যাশার বাজারে সূচকের উত্থান অব্যাহত
- স্বাভাবিক ঊর্ধ্বগতিতে লেনদেন, ডিএসইতে সূচকের শক্ত অবস্থান
- ১০ লাখ শেয়ার কেনার ঘোষণা দিলেন কোম্পানির পরিচালক
- ২৫ লাখ শেয়ার হস্তান্তরের ঘোষণা উদ্যোক্তা পরিচালকের
- সূচক কমলেও স্বস্তিতে বাজার, লেনদেন বেড়েছে
- রংপুর রাইডার্স বনাম ঢাকা ক্যাপিটালসের জমজমাট খেলাটি শেষ-জানুন ফলাফল
- চট্টগ্রাম রয়্যালস বনাম নোয়াখালী এক্সপ্রেস: রোমাঞ্চকর ম্যাচটি চলছে-দেখুন সরাসরি (LIVE)