ঢাকা, সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

তবে কি শেষ বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার সম্ভাবনা?

২০২৬ জানুয়ারি ১৯ ১৫:১৯:০০

তবে কি শেষ বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার সম্ভাবনা?

সরকার ফারাবী: ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা যেন কাটছেই না। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বারবার জানিয়ে দিয়েছে নিরাপত্তাজনিত কারণে ভারতে গিয়ে এই টুর্নামেন্টে অংশ নেওয়া তাদের পক্ষে সম্ভব নয়। এ অবস্থায় পুরো ইস্যুর চূড়ান্ত সমাধান আসতে পারে আগামী ২১ জানুয়ারির মধ্যে।

ইএসপিএন-ক্রিকইনফোর প্রতিবেদনে জানা গেছে, গত শনিবার ঢাকায় আইসিসির সঙ্গে বিসিবির এক গুরুত্বপূর্ণ বৈঠকে এই সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। সেখানে বিসিবি আবারও তাদের আগের অবস্থান স্পষ্ট করে জানায় বাংলাদেশ বিশ্বকাপ খেলতে আগ্রহী, তবে ভারতের বাইরে কোনো ভেন্যুতে। তাদের পছন্দের বিকল্প হিসেবে সামনে রয়েছে সহ–আয়োজক দেশ শ্রীলঙ্কা।

কিন্তু আইসিসি টুর্নামেন্টের নির্ধারিত সূচি বদলাতে রাজি নয়। বর্তমান কাঠামো অনুযায়ী বাংলাদেশ রয়েছে ‘গ্রুপ সি’-তে। বিসিবি প্রস্তাব দিয়েছিল দলটিকে ‘গ্রুপ বি’-তে স্থানান্তর করে আয়ারল্যান্ডের সঙ্গে অদলবদল করার, যাতে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজন করা যায়। তবে আইসিসি সেই প্রস্তাব নাকচ করে জানিয়ে দিয়েছে ভারতে কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই।

প্রথমদিকে আয়ারল্যান্ড গ্রুপ বদলে সম্মতি দিলেও সর্বশেষ তারা মত পাল্টেছে বলে জানা গেছে। ফলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। যদি শেষ পর্যন্ত বিসিবি দল পাঠাতে অস্বীকৃতি জানায়, তাহলে আইসিসি বিকল্প হিসেবে স্কটল্যান্ডকে সুযোগ দিতে পারে যারা র‍্যাঙ্কিংয়ে পরবর্তী অবস্থানে রয়েছে।

বিসিবির একাধিক পরিচালক গণমাধ্যমকে জানিয়েছেন, খেলোয়াড়, টিম ম্যানেজমেন্ট, সমর্থক ও সাংবাদিকদের নিরাপত্তাই তাদের প্রধান অগ্রাধিকার। একজন পরিচালক ঢাকা পোস্টকে বলেছেন, “আমরা অবশ্যই বিশ্বকাপ খেলতে চাই, কিন্তু সেটা ভারতের বাইরে হতে হবে। নিরাপত্তার প্রশ্নে কোনো আপস করা হবে না।”

এখন পুরো সমীকরণ অনেকটাই নির্ভর করছে আইসিসি সভাপতি জয় শাহের উদ্যোগের ওপর। হাতে সময় খুব কম। ২১ জানুয়ারির মধ্যে গ্রহণযোগ্য সমাধান না এলে বাংলাদেশের বিশ্বকাপ যাত্রা থমকে যাওয়ার আশঙ্কাই প্রবল।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত