ঢাকা, শনিবার, ১০ জানুয়ারি ২০২৬, ২৬ পৌষ ১৪৩২

‘কারচুপির কারণে ২০২০ সালের নির্বাচনে হেরেছিলাম’

২০২৬ জানুয়ারি ১০ ১৪:০০:৪৮

‘কারচুপির কারণে ২০২০ সালের নির্বাচনে হেরেছিলাম’

আন্তর্জাতিক ডেস্ক:ভোটের ফল বা জনগণের রায়কে তিনি সব সময় সম্মান করেন এমন দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে একই সঙ্গে তিনি এমন মন্তব্যও করেছেন, যা দেশটির নির্বাচনব্যবস্থার বিশ্বাসযোগ্যতাকেই প্রশ্নের মুখে ফেলে। যে নির্বাচনী প্রক্রিয়া তাকে দুই দফা হোয়াইট হাউসে পৌঁছে দিয়েছে, সেই ব্যবস্থার মধ্যেই তিনি বারবার ‘কারচুপি’ ও ‘প্রতারণা’র অভিযোগ তুলেছেন।

দ্য নিউইয়র্ক টাইমসকে গত বুধবার দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমি সব সময় নির্বাচনের ফলাফলকে সম্মান করি।’ তবে এই বক্তব্যের আগেই তিনি যুক্তরাষ্ট্রের নির্বাচনগুলোকে ‘কারচুপি ও প্রতারণায় ভরা’ বলে মন্তব্য করেন। তার দাবি, ডেমোক্র্যাটরা যদি প্রতারণার আশ্রয় না নিত, তাহলে তারা কখনোই নির্বাচনে জয়ী হতে পারত না।

২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে সংঘটিত দাঙ্গার বর্ষপূর্তির একদিন পর ট্রাম্প এসব মন্তব্য করেন। ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে জালিয়াতির অভিযোগ তুলে সেদিন তার সমর্থকেরা কংগ্রেস ভবনে হামলা চালিয়েছিল।

২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটরা জয়ী হলে ফলাফল মেনে নেবেন কি না এমন প্রশ্নের উত্তরে ট্রাম্প এসব কথা বলেন।

উল্লেখ্য, ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল কখনোই মেনে নেননি ট্রাম্প। নির্বাচনী ফল চ্যালেঞ্জ করে তিনি একাধিকবার আদালতে গিয়েও ব্যর্থ হন। এরপর থেকেই তিনি ধারাবাহিকভাবে নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে আসছেন।

গত কয়েক বছরে ট্রাম্প ও তার সমর্থকেরা অভিযোগ করে আসছেন, ডাকযোগে ব্যালট, জাতীয় ভোটার পরিচয় আইনসহ নানা পদ্ধতির অপব্যবহার করে ভোট জালিয়াতি করা হয়েছে। তবে নির্বাচন বিশেষজ্ঞরা বারবারই এসব অভিযোগ ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছেন।

চলতি সপ্তাহেও নির্বাচনব্যবস্থা নিয়ে জনমনে সন্দেহ সৃষ্টির চেষ্টা করেন ট্রাম্প। ওই দিন হোয়াইট হাউসের অফিসিয়াল ওয়েবসাইট ব্যবহার করে ৬ জানুয়ারির ক্যাপিটল হিল হামলার ইতিহাস নতুনভাবে উপস্থাপনের উদ্যোগ নেওয়া হয়। একই দিনে কংগ্রেসের রিপাবলিকান সদস্যদের সঙ্গে বৈঠকে ট্রাম্প আশঙ্কা প্রকাশ করেন, আসন্ন মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটরা জয়ী হলে তাকে তৃতীয় দফায় অভিশংসনের মুখে পড়তে হতে পারে।

তবে নির্বাচনব্যবস্থা পুরোপুরি বাতিল করার কথা বলেননি ট্রাম্প। রিপাবলিকান আইনপ্রণেতাদের তিনি জানান, এমনটা করলে তাকে স্বৈরশাসক হিসেবে দেখা হতে পারে। নিউইয়র্ক টাইমসের সাংবাদিকদের সঙ্গে দীর্ঘ আলাপচারিতায় তিনি বলেন, জয়ী হওয়াই তার পছন্দ।

ট্রাম্প দাবি করেন, ‘আমি সর্বশেষ নির্বাচনে জিতেছি। এত বড় ব্যবধানে জয়লাভ করেছি যে সেখানে কারচুপি করে ফল পাল্টানো সম্ভব ছিল না।’ এর পরপরই তিনি আবারও বলেন, ২০২০ সালের নির্বাচনেও তিনি জয়ী হয়েছিলেন। তার ভাষায়, ‘আমি আসলে তিনবারই জিতেছি। দ্বিতীয়বার অসাধারণ ফল করেছিলাম, কিন্তু তার স্বীকৃতি পাইনি।’

ইএইচপি

ট্যাগ: ডোনাল্ড ট্রাম্প নির্বাচন মন্তব্য ট্রাম্প ভোট কারচুপি দাবি যুক্তরাষ্ট্র নির্বাচন বিতর্ক ক্যাপিটল হিল দাঙ্গা ৬ জানুয়ারি ট্রাম্প নিউইয়র্ক টাইমস সাক্ষাৎকার মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প খবর ট্রাম্প ২০২০ নির্বাচন দাবি আমেরিকার নির্বাচন ব্যবস্থা ট্রাম্প ডেমোক্র্যাট অভিযোগ মার্কিন মধ্যবর্তী নির্বাচন ট্রাম্প অভিশংসন আশঙ্কা যুক্তরাষ্ট্র রাজনৈতিক সংকট ট্রাম্প নির্বাচনী মন্তব্য বাংলা ভোটের ফল মানি ট্রাম্প ট্রাম্প তিনবার জিতেছি দাবি মার্কিন গণতন্ত্র প্রশ্নবিদ্ধ ট্রাম্প রিপাবলিকান বক্তব্য যুক্তরাষ্ট্র রাজনৈতিক সংবাদ ট্রাম্প নির্বাচন বিতর্ক খবর বিশ্ব রাজনীতি ট্রাম্প

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত