ঢাকা, বুধবার, ৭ জানুয়ারি ২০২৬, ২৩ পৌষ ১৪৩২
আমরা ভেনেজুয়েলার জনগণের শত্রু নই: ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক: ভেনেজুয়েলার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র কোনো যুদ্ধ পরিচালনা করছে না এমন অবস্থান স্পষ্ট করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ওয়াশিংটনের পদক্ষেপ মূলত অপরাধী চক্র ও মাদক পাচারকারীদের লক্ষ্য করেই নেওয়া হয়েছে, কোনো দেশের বিরুদ্ধে সামরিক আগ্রাসন চালানোর জন্য নয়।
এনবিসি নিউজকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, ভেনেজুয়েলা কর্তৃপক্ষ পরিকল্পিতভাবে কারাগার থেকে অপরাধী, মাদকাসক্ত ও মানসিকভাবে অসুস্থ ব্যক্তিদের যুক্তরাষ্ট্রে পাঠাচ্ছিল। তার ভাষায়, এ ধরনের কর্মকাণ্ড মার্কিন জাতীয় নিরাপত্তার জন্য সরাসরি হুমকি তৈরি করেছিল। এসব চক্র ভেঙে দিতেই যুক্তরাষ্ট্র ব্যবস্থা নিয়েছে বলে জানান তিনি।
সাক্ষাৎকারে ভেনেজুয়েলার রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কথা বলেন ট্রাম্প। তিনি বলেন, আগামী ৩০ দিনের মধ্যে দেশটিতে সাধারণ নির্বাচন আয়োজনের কোনো বাস্তব সম্ভাবনা নেই। বর্তমান পরিস্থিতিকে ‘অস্থিতিশীল’ উল্লেখ করে ট্রাম্প জানান, ভোটের আগে দেশটিকে কার্যকরভাবে স্থিতিশীল করা জরুরি।
ট্রাম্প আরও বলেন, ভেনেজুয়েলাকে স্বাভাবিক ও কার্যকর রাষ্ট্রব্যবস্থায় ফিরিয়ে আনতে সময় লাগবে। মার্কিন প্রশাসন দেশটিকে আবার ‘সুস্থ ও কার্যকর’ অবস্থায় নিয়ে যেতে সক্রিয়ভাবে কাজ করছে বলেও তিনি ইঙ্গিত দেন।
ভেনেজুয়েলা সংক্রান্ত মার্কিন কৌশল বাস্তবায়ন ও তদারকির দায়িত্বে চারজন শীর্ষ কর্মকর্তাকে যুক্ত করা হয়েছে বলে জানান ট্রাম্প। এ দলে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ, হোয়াইট হাউসের ডেপুটি চিফ অব স্টাফ স্টিফেন মিলার এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ট্রাম্পের মতে, এই চারজনের অভিজ্ঞতা ও দক্ষতার সমন্বয় ভেনেজুয়েলা পরিস্থিতি সামাল দিতে কার্যকর ভূমিকা রাখবে।
শেষ পর্যন্ত তিনি উল্লেখ করেন, গত শনিবার (৩ জানুয়ারি) কারাকাসে চালানো এক ঝটিকা অভিযানের পর প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আটক হওয়ার ঘটনায় দেশটির নিয়ন্ত্রণ কার্যত যুক্তরাষ্ট্রের হাতে চলে এসেছে। এই পদক্ষেপকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে বিভক্ত প্রতিক্রিয়া দেখা গেছে। একদিকে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার বিপুল তেল সম্পদের প্রতি আগ্রহ দেখাচ্ছে, অন্যদিকে মানবিক সহায়তা ও অবকাঠামো পুনর্গঠনের আশ্বাসও দিচ্ছে ওয়াশিংটন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- রাজশাহী ওয়ারিয়র্স বনাম রংপুর রাইডার্স: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- ঢাকা ক্যাপিটালস বনাম সিলেট টাইটান্স: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- চলছে ঢাকা বনাম চট্টগ্রামের ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- সিলেটে মুখোমুখি সিলেট টাইটান্স ও রংপুর রাইডার্স-দেখুন সরাসরি (LIVE)
- জগন্নাথ বিশ্ববিদ্যালয়‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- সিলেট টাইটান্স ও ঢাকা ক্যাপিটালসের খেলা শেষ-জেনে নিন ফলাফল
- চট্টগ্রাম বনাম রংপুরের ম্যাচটি শেষ: জানুন ফলাফল
- চট্টগ্রাম বনাম ঢাকা: ১০ উইকেটে বিশাল জয়-দেখুন ফলাফল
- সিলেট বনাম চট্টগ্রামের খেলা চলছে: ম্যাচটি সরাসরি দেখুন( LIVE)
- ঢাবি ব্যবসায় শিক্ষা ইউনিটের ফল প্রকাশ, প্রথম হলেন যারা
- সিলেট বনাম রংপুর: ৬ উইকেটে বিশাল জয়-দেখুন ফলাফল
- ইপিএস প্রকাশ করেছে অলটেক্স ইন্ডাস্ট্রিজ
- নোয়াখালী বনাম সিলেটের জমজমাট ম্যাচটি শেষ: দেখে নিন ফলাফল
- নোয়াখালী এক্সপ্রেস বনাম ঢাকা ক্যাপিটালস: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- শেয়ারবাজারে নতুন নামে আসছে তালিকাভুক্ত কোম্পানি