ঢাকা, বৃহস্পতিবার, ৮ জানুয়ারি ২০২৬, ২৩ পৌষ ১৪৩২

তারেক রহমানের সঙ্গে লেবার পার্টির শীর্ষ নেতাদের সাক্ষাৎ

২০২৬ জানুয়ারি ০৫ ১৯:১৮:৫১

তারেক রহমানের সঙ্গে লেবার পার্টির শীর্ষ নেতাদের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বাংলাদেশ লেবার পার্টির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় অনুষ্ঠিত এই বৈঠকে দেশের বর্তমান জাতীয় ও রাজনৈতিক বিভিন্ন ইস্যু নিয়ে উভয় পক্ষের নেতারা বিস্তারিত আলোচনা করেন।

লেবার পার্টি সূত্রে জানা গেছে, দলটির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরানের নেতৃত্বে ৬ সদস্যের একটি প্রতিনিধিদল এই বৈঠকে অংশ নেন। বৈঠকে দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, আগামী নির্বাচন এবং দলীয় বিভিন্ন বিষয়ে মতবিনিময় করা হয়।

বৈঠকে বিএনপি এবং লেবার পার্টির শীর্ষ নেতারা দেশের বর্তমান প্রেক্ষাপটে ঐক্যবদ্ধভাবে কাজ করার গুরুত্ব নিয়ে আলোচনা করেন বলে জানা গেছে।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত