ঢাকা, মঙ্গলবার, ৬ জানুয়ারি ২০২৬, ২২ পৌষ ১৪৩২
ইরানি জনগণের পাশে থাকার ঘোষণা নেতানিয়াহুর
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের বিভিন্ন শহরে চলমান বিক্ষোভের প্রেক্ষাপটে দেশটির জনগণের প্রতি প্রকাশ্যে সমর্থন জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, স্বাধীনতা ও ন্যায়ের দাবিতে ইরানি জনগণের যে আন্দোলন, তাতে ইসরায়েল তাদের পাশে রয়েছে।
রোববার সাপ্তাহিক মন্ত্রিসভার বৈঠকে নেতানিয়াহু বলেন, ‘স্বাধীনতা, মুক্তি ও ন্যায়বিচারের আকাঙ্ক্ষায় ইরানি জনগণ যে সংগ্রাম করছে, আমরা তার সঙ্গে পূর্ণ সংহতি প্রকাশ করছি।’ তার কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে এ বক্তব্য জানানো হয়।
নেতানিয়াহু আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে এমন একটি সময় আসতে পারে, যখন ইরানের জনগণ নিজেরাই নিজেদের ভবিষ্যৎ নির্ধারণ করবে। তার ভাষায়, ‘আমরা সম্ভবত এমন এক ঐতিহাসিক মুহূর্তের সামনে দাঁড়িয়ে আছি।’
ইরানে গত রবিবার থেকে বিক্ষোভের সূচনা হয়। প্রথমে অর্থনৈতিক সংকটের প্রতিবাদে দোকানদাররা ধর্মঘট শুরু করলে তা দ্রুত ছড়িয়ে পড়ে এবং পরে রাজনৈতিক দাবিতে রূপ নেয়।
প্রসঙ্গত, দীর্ঘদিনের বৈরী সম্পর্ক থাকা ইসরায়েল ও ইরান গত বছর ১২ দিনের এক সংঘাতে জড়িয়ে পড়ে। ওই সময় ইরানের পারমাণবিক স্থাপনা ও আবাসিক এলাকায় ইসরায়েল বিমান হামলা চালায়। এর পাল্টা জবাবে তেহরান ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।
পরবর্তীতে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে সীমিত পরিসরে সামরিক অভিযানে যুক্ত হয়। এরপর উভয় পক্ষের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়।
রোববার নেতানিয়াহু ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়েও কথা বলেন। তিনি জানান, সাম্প্রতিক সরকারি সফরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
নেতানিয়াহু বলেন, ‘একদিকে শূন্যমাত্রার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নীতি এবং অন্যদিকে ইরানের মজুদ ৪০০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম অপসারণ করে পারমাণবিক স্থাপনাগুলোকে কঠোর ও বাস্তব তদারকির আওতায় আনার বিষয়ে আমরা যৌথ অবস্থান পুনর্ব্যক্ত করেছি।’
সরকারি তথ্য ও সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, এ পর্যন্ত ইরানের অন্তত ৪০টি শহরে যার বেশিরভাগ দেশের পশ্চিমাঞ্চলে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। সরকারি হিসাব অনুযায়ী, এসব ঘটনায় অন্তত ১২ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে নিরাপত্তা বাহিনীর সদস্যও রয়েছেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- রাজশাহী ওয়ারিয়র্স বনাম রংপুর রাইডার্স: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- ঢাকা ক্যাপিটালস বনাম সিলেট টাইটান্স: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- চলছে ঢাকা বনাম চট্টগ্রামের ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- সিলেটে মুখোমুখি সিলেট টাইটান্স ও রংপুর রাইডার্স-দেখুন সরাসরি (LIVE)
- সিলেট টাইটান্স ও ঢাকা ক্যাপিটালসের খেলা শেষ-জেনে নিন ফলাফল
- জগন্নাথ বিশ্ববিদ্যালয়‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- চট্টগ্রাম বনাম ঢাকা: ১০ উইকেটে বিশাল জয়-দেখুন ফলাফল
- চট্টগ্রাম বনাম রংপুরের ম্যাচটি শেষ: জানুন ফলাফল
- সিলেট বনাম চট্টগ্রামের খেলা চলছে: ম্যাচটি সরাসরি দেখুন( LIVE)
- ইপিএস প্রকাশ করেছে অলটেক্স ইন্ডাস্ট্রিজ
- সিলেট বনাম রংপুর: ৬ উইকেটে বিশাল জয়-দেখুন ফলাফল
- ঢাবি ব্যবসায় শিক্ষা ইউনিটের ফল প্রকাশ, প্রথম হলেন যারা
- নোয়াখালী বনাম সিলেটের জমজমাট ম্যাচটি শেষ: দেখে নিন ফলাফল
- আজকের বাজারে স্বর্ণের দাম (২ জানুয়ারি)
- ২০২৫ সালে দর বৃদ্ধির শীর্ষ কোম্পানির ভেতরের গল্প