ঢাকা, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২ আশ্বিন ১৪৩২
সেনাবাহিনীতে নিয়োগে যোগ্যদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিল মিয়ানমার
.jpg)
ডুয়া ডেস্ক: গত কয়েক বছর ধরেই গৃহযুদ্ধের কবলে প্রতিবেশী দেশ মিয়ানমার। দেশটির সামরিক জান্তা বাহিনীর সঙ্গে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির দীর্ঘদিন ধরে সংঘর্ষ চলছে। এমতাবস্থায় একাধিক জান্তাবাহিনী চাকরি ছেড়ে পালিয়ে যান। এর মধ্যেই এবার নতুন সিদ্ধান্ত নিল জান্তা সরকার।
সেনাবাহিনীতে নিয়োগের যোগ্য এমন যেকোনও নাগরিকের বিদেশ ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ক্ষমতাসীন জান্তা সরকার। ওইসকল নাগরিকরা সরকারের অনুমতি ছাড়া বিদেশ ভ্রমণ করতে পারবেন না বলে জানিয়ে দিয়েছে সরকার।
আজ মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারি) ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
চার বছর আগে অভ্যুত্থানের মাধ্যমে দেশটিতে সেনাবাহিনী ক্ষমতায় আসার পর থেকে গৃহযুদ্ধ চলছে। তখন থেকে দেশজুড়ে জাতিগত সংখ্যালঘু সশস্ত্র গোষ্ঠী ও অন্যান্যদের সঙ্গে লড়াইয়ে একের পর এক অঞ্চলের নিয়ন্ত্রণ হারানোর পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে জান্তা সরকার।
ক্ষমতায় আসার পর গত বছর দেশটির সেনাবাহিনী সৈন্য নিয়োগের ক্ষেত্রে দীর্ঘদিনের একটি আইন কার্যকর করেছে। দেশের বিভিন্ন প্রান্তে পরাজয়ের দ্বারপ্রান্তে পৌঁছানো জান্তা বাহিনী নতুন করে বাহিনীতে জনবল নিয়োগ করতে চায়। সামরিক শাসনের বিরোধিতায় গড়ে ওঠা পিপলস ডিফেন্স ফোর্সেস (পিডিএফ) ও জাতিগত সশস্ত্র গোষ্ঠীগুলো জান্তা সরকারকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্যে দীর্ঘদিন ধরে লড়াই করছে। এই লড়াইয়ে রীতিমতো হিমশিম খাচ্ছে জান্তা বাহিনী।
গত মাসের শেষের দিকে একটি আইন পাস করেছে জান্তা সরকার। এই আইনে সেনাবাহিনীতে নিয়োগের যোগ্য ব্যক্তিদের ওপর নতুন বিধিনিষেধ আরোপ করা হয়েছে। আইন অনুযায়ী, যেসব পুরুষের বয়স ১৮ থেকে ৩৫ বছর এবং নারীর ১৮ থেকে ২৭ বছর তারা সরকারের অনুমতি ছাড়া দেশত্যাগ করতে পারবেন না।
আইনের ৫১ ধারায় বলা হয়েছে, ‘‘যে ব্যক্তি আদেশের আওতায় পড়বেন তাকে কেন্দ্রীয় কর্তৃপক্ষের অনুমতি ছাড়া বিদেশে যাওয়ার অনুমতি দেওয়া হবে না।’’ নতুন এই নিষেধাজ্ঞা তাদের জন্য প্রযোজ্য হবে, যারা সেনাবাহিনীতে ডাক পেয়েছেন অথবা সামরিক পরিষেবা থেকে ছাড়, বরখাস্ত বা নিয়োগ স্থগিতের ঘটনায় আপিলের ফলাফলের জন্য অপেক্ষা করছেন।
জান্তা সরকারের এই আদেশ অমান্য করা হলে তিন বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। সেনাবাহিনীতে নিয়োগের এই আইন মিয়ানমারের সাবেক জান্তা সরকারের রচিত। তবে আইনটি গত বছরের ফেব্রুয়ারিতে কার্যকর করা হয়। সামরিক পরিষেবা আইনে বাহিনীতে নিয়োগের জন্য ডাক পাওয়া ব্যক্তিদের কমপক্ষে দু’বছর দায়িত্ব পালনের বাধ্যবাধকতা রয়েছে।
তবে জরুরি অবস্থা চলাকালীন বাহিনীতে কাজ করার এই বাধ্যবাধকতা পাঁচ বছর পর্যন্ত বৃদ্ধি পেতে পারে বলেও আইনে বলা হয়েছে। কেউ এই আইন উপেক্ষা করলে তার একই মেয়াদের জন্য কারাদণ্ডের বিধানও রয়েছে আইনে।
২০২১ সালের ফেব্রুয়ারির অভ্যুত্থানের পর থেকে মিয়ানমারে জরুরি অবস্থা জারি রয়েছে। গত শুক্রবার দেশটির জান্তা সরকার জরুরি অবস্থার মেয়াদ আগামী ছয় মাসের জন্য বৃদ্ধির ঘোষণা দিয়েছে। দেশে ব্যাপক অজনপ্রিয় হয়ে পড়া সামরিক বাহিনীর ডাক এড়াতে কয়েক হাজার যুবক মিয়ানমার ছেড়ে পালিয়ে গেছেন বলে স্থানীয় মানবাধিকার গোষ্ঠীগুলো জানিয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- লাভেলোর শেয়ার কারসাজি: তিন বিও অ্যাকাউন্টের লেনদেন স্থগিত
- সরকারের সিদ্ধান্তে ডুবছে শেয়ারবাজারের বিনিয়োগকারীদের স্বপ্ন?
- ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড কার্যকারিতায় বিএসইসির নতুন উদ্যোগ
- শেয়ার কারসাজিতে ৫ বিনিয়োগকারীকে ১৩ কোটি টাকা জরিমানা
- একাদশে ভর্তি: চতুর্থ ধাপে আবেদনের সুযোগ
- শেয়ারবাজারে প্রতারণা ঠেকাতে মাঠে নামছে গোয়েন্দা সংস্থা
- শেয়ারবাজারে ধারাবাহিক মুনাফা চান? জেনে নিন ৫ মন্ত্র
- আরএসআই বিশ্লেষণে সর্বোচ্চ সতর্ক সংকেত পাঁচ শেয়ারে
- মালিকানায় পরিবর্তন আসছে ইয়াকিন পলিমারের
- এক শেয়ারের জোরেই সবুজে ফিরল শেয়ারবাজার
- শেয়ার কারসাজিতে শ্যালক–দুলাভাইর দেড় কোটি টাকা জরিমানা
- শেয়ারবাজারে প্রসারিত হচ্ছে টেকসই বিনিয়োগের নতুন দিগন্ত
- ডিভিডেন্ড বৃদ্ধির আলোচনায় জ্বালানি খাতের ১১ কোম্পানি
- রেকর্ড ডেটে শেয়ার লেনদেন চালুর পরিকল্পনা ডিএসইর
- ধস কাটিয়ে অবশেষে শেয়ারবাজারে উত্থানের স্রোত