ঢাকা, শুক্রবার, ৯ জানুয়ারি ২০২৬, ২৪ পৌষ ১৪৩২
মাদুরো দম্পতিকে আটকের ঘোষণা ট্রাম্পের, বিশ্বজুড়ে উত্তেজনা
আন্তর্জাতিক ডেস্ক: লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলায় বড় পরিসরে সামরিক অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্র—এমন দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ভাষ্য অনুযায়ী, এই অভিযানের অংশ হিসেবে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করে দেশটির বাইরে সরিয়ে নেওয়া হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) গভীর রাতে রাজধানী কারাকাসসহ ভেনেজুয়েলার বিভিন্ন এলাকায় একের পর এক বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে কেঁপে ওঠে পুরো শহর। পরিস্থিতি দ্রুত অবনতি হলে দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করে ভেনেজুয়েলার কর্তৃপক্ষ।
এর মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্রের ব্যাপক সামরিক অভিযানের পর প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করা হয়েছে এবং তাদের ভেনেজুয়েলার বাইরে নিয়ে যাওয়া হয়েছে।
পোস্টে ট্রাম্প লেখেন, যুক্তরাষ্ট্র সফলভাবে ভেনেজুয়েলা এবং দেশটির নেতা প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে একটি বড় ধরনের অপারেশন পরিচালনা করেছে। এই অভিযানে মাদুরো এবং তার স্ত্রীকে আটক করে দেশটির বাইরে সরিয়ে নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, এই অপারেশনটি যুক্তরাষ্ট্রের আইনপ্রয়োগকারী সংস্থাগুলোর সমন্বয়ে পরিচালিত হয়েছে। অভিযানের বিস্তারিত তথ্য পরে জানানো হবে। আজ স্থানীয় সময় সকাল ১১টায় মার-এ-লাগোতে এ বিষয়ে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
যুক্তরাষ্ট্রের হামলার তীব্র নিন্দা জানিয়েছে ভেনেজুয়েলা সরকার। এক বিবৃতিতে দেশটির সরকার জানায়, ভেনেজুয়েলার ভূখণ্ডে যুক্তরাষ্ট্র যে চরম ন্যাক্কারজনক সামরিক আগ্রাসন চালিয়েছে, তার বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। একই সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আনুষ্ঠানিক অভিযোগ উত্থাপন করা হচ্ছে এবং এই আগ্রাসন আমরা সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করছি।
এদিকে মার্কিন সংবাদমাধ্যম সিবিএস জানিয়েছে, ভেনেজুয়েলার অভ্যন্তরে এই হামলার নির্দেশ সরাসরি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পই দিয়েছেন। মার্কিন কর্মকর্তাদের বরাতে বলা হয়, সামরিক স্থাপনা ও গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানোর নির্দেশ ছিল।
প্রসঙ্গত, ভেনেজুয়েলা মাদক উৎপাদন ও তা যুক্তরাষ্ট্রে পাচারের সঙ্গে জড়িত—এমন অভিযোগ তুলে ক্যারিবিয়ান অঞ্চলে আগেই যুদ্ধজাহাজসহ বিভিন্ন সামরিক সরঞ্জাম মোতায়েন করে যুক্তরাষ্ট্র। প্রথমে সমুদ্রে নৌযানের ওপর হামলা চালানো হলেও, সর্বশেষ সরাসরি ভেনেজুয়েলার ভেতরে এই সামরিক অভিযান চালানো হয়।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা ক্যাপিটালস বনাম সিলেট টাইটান্স: বোলিংয়ে ঢাকা-দেখুন সরাসরি (LIVE)
- সিলেট বনাম চট্টগ্রামের খেলা চলছে: ম্যাচটি সরাসরি দেখুন( LIVE)
- চলছে ঢাকা বনাম চট্টগ্রামের ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- সিলেটে মুখোমুখি সিলেট টাইটান্স ও রংপুর রাইডার্স-দেখুন সরাসরি (LIVE)
- জগন্নাথ বিশ্ববিদ্যালয়‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- চট্টগ্রাম বনাম রংপুরের ম্যাচটি শেষ: জানুন ফলাফল
- চট্টগ্রাম বনাম ঢাকা: ১০ উইকেটে বিশাল জয়-দেখুন ফলাফল
- ঢাকা ক্যাপিটালস বনাম নোয়াখালী এক্সপ্রেসের খেলা শেষ-দেখুন ফলাফল
- নোয়াখালী এক্সপ্রেস বনাম ঢাকা ক্যাপিটালস: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- নোয়াখালী বনাম রাজশাহী: জমজমাট খেলাটি শেষ-জানুন ফলাফল
- ঢাবি ব্যবসায় শিক্ষা ইউনিটের ফল প্রকাশ, প্রথম হলেন যারা
- সিলেট বনাম রংপুর: ৬ উইকেটে বিশাল জয়-দেখুন ফলাফল
- নোয়াখালী বনাম সিলেটের জমজমাট ম্যাচটি শেষ: দেখে নিন ফলাফল
- চলছে সিলেট বনাম নোয়াখালীর ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- দীর্ঘ সংকট কাটাতে বাজারে ১০ শক্তিশালী কোম্পানি আনছে সরকার