ঢাকা, মঙ্গলবার, ৬ জানুয়ারি ২০২৬, ২২ পৌষ ১৪৩২

কলকাতায় মুস্তাফিজের খেলা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বিসিসিআইয়ের

২০২৬ জানুয়ারি ০৩ ১৫:০৪:২৪

কলকাতায় মুস্তাফিজের খেলা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বিসিসিআইয়ের

সরকার ফারাবী: জল্পনা-কল্পনার অবসান হলো এক বিষাদময় বাস্তবতায়। ভারতের রাজনৈতিক অঙ্গনের প্রবল চাপ আর উত্তপ্ত পরিস্থিতির মুখে আইপিএল থেকে ছিটকে গেলেন মোস্তাফিজুর রহমান। কলকাতা নাইট রাইডার্সের হয়ে মাঠ মাতানোর কথা থাকলেও বিসিসিআইয়ের সরাসরি হস্তক্ষেপে স্কোয়াড থেকে তাঁকে মুক্তি দিতে বাধ্য হচ্ছে ফ্র্যাঞ্চাইজিটি। ফলে ৯.২ কোটির রেকর্ড চুক্তিতে দল পেয়েও এবারের আসরে মাঠে নামা হচ্ছে না এই বাঁহাতি পেসারের।

বিসিসিআইয়ের কঠোর অবস্থানভারতীয় সংবাদ সংস্থা পিটিআই-এর বরাতে জানা গেছে, বিসিসিআইয়ের সাধারণ সম্পাদক দেবজিৎ সাইকিয়া পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে, বর্তমান ভূ-রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় কেকেআরকে এই নির্দেশ দেওয়া হয়েছে। যদিও বোর্ড শুরুতে পরিস্থিতি পর্যবেক্ষণের পথে হাঁটছিল, কিন্তু শেষ পর্যন্ত উগ্র রাজনৈতিক ডামাডোলে পিছু হটেছে ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থাটি। বোর্ড এখন কেকেআরকে মোস্তাফিজের বদলে অন্য কোনো খেলোয়াড় নেওয়ার সবুজ সংকেতও দিয়ে দিয়েছে।

শাহরুখের ওপর আক্রমণ ও রাজনৈতিক বাকযুদ্ধমোস্তাফিজকে দলে নেওয়ায় কেকেআর মালিক শাহরুখ খানকে লক্ষ্য করে ধেয়ে এসেছে একের পর এক আক্রমণ। বিজেপি নেতা সঙ্গীত সোমের মতো কট্টরপন্থীরা বলিউড বাদশাহকে ‘বিশ্বাসঘাতক’ আখ্যা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে উত্তাপ ছড়িয়েছেন। এমনকি মোস্তাফিজকে বিমানবন্দর থেকে বের হতে না দেওয়ার মতো হুমকিও দেওয়া হয়েছে। অন্যদিকে, বিরোধী দল কংগ্রেস এই ঘটনার তীব্র সমালোচনা করে বলেছে, এটি ভারতের বহুত্ববাদ ও সাম্প্রদায়িক সম্প্রীতির ওপর সরাসরি আঘাত।

এক উজ্জ্বল ক্যারিয়ারে অনাকাঙ্ক্ষিত বাধা২০১৬ সালে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে যাত্রা শুরু করে আইপিএলে নিজেকে এক অপরিহার্য নাম হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন মোস্তাফিজ। চেন্নাই সুপার কিংস থেকে শুরু করে মুম্বাই ইন্ডিয়ান্স সব বড় বড় দলে খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর। এবার ষষ্ঠ দল হিসেবে কলকাতার জার্সি গায়ে চাপানোর কথা থাকলেও তা স্বপ্নই রয়ে গেল। ক্রিকেটীয় দক্ষতার বদলে রাজনৈতিক বিদ্বেষ জয়ী হওয়ায় মুষড়ে পড়েছেন ক্রিকেট ভক্তরা।

ট্যাগ: মোস্তাফিজুর রহমান আইপিএল ২০২৬ কেকেআর থেকে মোস্তাফিজ বাদ বিসিসিআই মোস্তাফিজ নিউজ শাহরুখ খান মোস্তাফিজ বিতর্ক মোস্তাফিজ আইপিএল খেলতে পারবেন না আইপিএল ২০২৬ মোস্তাফিজ আপডেট সঙ্গীত সোম শাহরুখ খান বিতর্ক কলকাতা নাইট রাইডার্স মোস্তাফিজুর রহমান কেন আইপিএল খেলছেন না মোস্তাফিজ আইপিএল ২০২৬ সর্বশেষ খবর বিসিসিআই কেকেআর নির্দেশ মোস্তাফিজুর রহমান ৯.২ কোটি ক্রিকেট ও রাজনীতি বিতর্ক ভারত আইপিএল ২০২৬ কেকেআর স্কোয়াড বাংলাদেশের পেসার মোস্তাফিজ আইপিএল Mustafizur Rahman IPL 2026 Update KKR Release Mustafizur Rahman BCCI Instruction to KKR Shah Rukh Khan Mustafizur Controversy Why Mustafizur is out of IPL IPL 2026 Latest News Bangladesh Sangeet Som Shah Rukh Khan Controversy Mustafizur Rahman KKR Price Bangladesh Cricketers in IPL 2026 BCCI Secretary Devajit Saikia Statement IPL 2026 Transfer News Mustafizur Rahman News Today KKR vs BCCI Mustafizur Issue India Bangladesh Cricket Relations IPL 2026 Controversies

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত