ঢাকা, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫, ১৭ পৌষ ১৪৩২

নিউইয়র্কের নতুন সূর্য: মেয়র হিসেবে জোহরান মামদানির অভিষেক

২০২৫ ডিসেম্বর ৩১ ২৩:৩৭:৫২

নিউইয়র্কের নতুন সূর্য: মেয়র হিসেবে জোহরান মামদানির অভিষেক

আন্তর্জাতিক ডেস্ক: ২০২৬ সালের প্রথম প্রহরে এক নতুন রাজনৈতিক অধ্যায়ের সাক্ষী হলো যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনবহুল শহর নিউইয়র্ক।

বুধবার (৩১ ডিসেম্বর) মধ্যরাত পেরিয়ে বৃহস্পতিবার (১ জানুয়ারি) নিউইয়র্ক সিটির নতুন মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন জোহরান মামদানি। ৮০ লাখ মানুষের এই শহরে ব্যবস্থার পরিবর্তনের স্বপ্ন নিয়ে আসা মামদানিকে ঘিরেই এখন জনমনে নতুন প্রত্যাশা।

মেয়র হিসেবে মামদানির শপথ গ্রহণের অনুষ্ঠানটি ছিল প্রতীকী ও অর্থবহ। তিনি মধ্যরাতের শপথের জন্য বেছে নেন পরিত্যক্ত ‘ওল্ড সিটি হল’ সাবওয়ে স্টেশনকে। তার ট্রানজিশন টিমের মতে, এই স্থানটি নিউইয়র্কের সেই শ্রমজীবী মানুষদের প্রতি শ্রদ্ধা ও অঙ্গীকারের প্রতিফলন, যারা প্রতিদিন শহরটিকে সচল রাখেন। তাকে শপথ পাঠ করান নিউইয়র্ক অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস।

বৃহস্পতিবার দুপুরে সিটি হল প্লাজায় ৪ হাজার অতিথির উপস্থিতিতে একটি জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে সভাপতিত্ব করবেন মামদানির রাজনৈতিক অনুপ্রেরণা, ভারমন্টের সিনেটর বার্নি স্যান্ডার্স। এছাড়া প্রগতিশীল নেত্রী আলেকজান্দ্রিয়া ওকাসিও-কোর্তেজসহ শীর্ষ ডেমোক্র্যাট নেতারা এই অভিষেকে উপস্থিত থাকছেন।

৩৪ বছর বয়সী এই সাবেক অঙ্গরাজ্য আইনপ্রণেতা নিউইয়র্কের ইতিহাসে প্রথম মুসলিম মেয়র হিসেবে রেকর্ড গড়েছেন। নির্বাচনে তিনি ২০ লাখেরও বেশি ভোটারের অংশগ্রহণে ৫০ শতাংশের বেশি ভোট পেয়ে স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুমো এবং রিপাবলিকান কার্টিস স্লিওয়াকে বড় ব্যবধানে পরাজিত করেন। নির্বাচনী প্রচারে তিনি ভাড়াবৃদ্ধি স্থগিত, বিনামূল্যে বাস সেবা এবং শিশু পরিচর্যার মতো সাহসী প্রতিশ্রুতি দিয়ে সাধারণ মানুষের মন জয় করেন।

এতদিন কুইন্সের অ্যাস্টোরিয়ায় একটি সাধারণ এক কক্ষের ফ্ল্যাটে বসবাস করা মামদানি এখন মেয়রদের সরকারি বাসভবন ম্যানহাটনের ‘গ্রেসি ম্যানশনে’ উঠবেন। অভিষেক অনুষ্ঠানের জন্য তিনি ৩০ হাজার দাতার কাছ থেকে রেকর্ড ২৬ লাখ ডলার সংগ্রহ করেছেন, যা এই শতাব্দীর নিউইয়র্ক মেয়রদের মধ্যে একটি রেকর্ড।

হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেও, অভিবাসনসহ নানা ইস্যুতে প্রেসিডেন্টের সঙ্গে তার আদর্শিক মতপার্থক্য ও স্বাধীনভাবে কাজ করার অঙ্গীকার ইতোমধ্যে স্পষ্ট করেছেন এই তরুণ মেয়র।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত