ঢাকা, সোমবার, ৩ নভেম্বর ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২
নরওয়ের অর্থমন্ত্রী হচ্ছেন যিনি
ডুয়া ডেস্ক : নরওয়ের নতুন অর্থমন্ত্রী হিসেবে নিযুক্ত করা হচ্ছে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সাবেক মহাসচিব জেনস স্টলটেনবার্গকে। মন্ত্রিপরিষদে রদবদলের অংশ হিসেবে মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারি) তার শপথ গ্রহণের কথা রয়েছে। স্থানীয় দৈনিক ও এনআরকের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে রয়টার্স জানিয়েছে।
নরওয়ের লেবার দলীয় প্রবীণ রাজনীতিবিদ স্টলটেনবার্গ ২০০০-২০০১ এবং ২০০৫-২০১৩ সালে নরওয়ের প্রধানমন্ত্রী ছিলেন। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদ-সহ এক দশক ধরে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর নেতৃত্ব দিয়েছিলেন। গত বছর ন্যাটো মহাসচিবের পদ থেকে বিদায় নেন তিনি।
৬৫ বছর বয়সী এই অর্থনীতিবিদ ১৯৯৬-১৯৯৭ সালে নরওয়ের অর্থমন্ত্রী ছিলেন। দেশটিতে তাকে একজন বাস্তববাদী অর্থনীতিবিদ হিসেবে মনে করা হয়।
রপ্তানি-ভিত্তিক অর্থনীতির দেশ নরওয়েতে ৫৫ লাখ মানুষের বসবাস। যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ট্রান্সআটলান্টিক বাণিজ্য যুদ্ধের ক্ষেত্রে ঝুঁকির মুখে পড়তে পারে নরওয়ে। দেশটির প্রধান রপ্তানি পণ্য তেল, গ্যাস এবং মাছ।
ইউরোপীয় ইউনিয়নের জ্বালানি নীতি গ্রহণের বিষয়ে বিরোধ দেখা দেওয়ায় বৃহস্পতিবার নরওয়ের সেন্টার পার্টি ক্ষমতাসীন সরকার থেকে বেরিয়ে গেছে। নির্বাচনের মাত্র আট মাস আগে ক্ষমতাসীন সরকারে এই ভাঙনের ফলে মধ্য-বামপন্থি লেবার পার্টি বিপাকে পড়েছে।
আগামী সেপ্টেম্বরে দেশটিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তার আগে বিভিন্ন জরিপে ক্ষমতাসীন লেবার পার্টির প্রতি মানুষের আস্থা হ্রাসের চিত্র দেখা গেছে।
ন্যাটো জোটের মহাসচিব থাকাকালীন নরওয়েজিয়ানদের কাছে ব্যাপক জনপ্রিয়তা ছিল স্টলটেনবার্গের। সরকারে নতুন করে তাকে নিয়োগ দেওয়ায় লেবার পার্টির ঘঞুরে দাঁড়ানোর সম্ভাবনা বৃদ্ধি পেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
২০২২ সালে নরওয়ের কেন্দ্রীয় ব্যাংকের প্রধান হওয়ার কথা ছিল স্টলটেনবার্গের। কিন্তু তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তাকে ন্যাটো মহাসচিবের দায়িত্ব নিতে বলায় কেন্দ্রীয় ব্যাংকের প্রস্তাব ফিরিয়ে দেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ফাইনাল: কবে, কখন-যেভাবে দেখবেন লাইভ
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি(LIVE) দেখুন
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি ফ্রিতে সরাসরি(LIVE) দেখুন
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-টোয়েন্টি: যেভাবে দেখবেন লাইভ (LIVE)
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৯৫ কোম্পানি, দেখুন এক নজরে
- ডিএসই’র দুই ব্রোকারেজের ট্রেডিং লাইসেন্স বাতিল
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-২০: কবে, কখন, কোথায়-যেভাবে দেখবেন খেলাটি
- ইপিএস প্রকাশ করেছে ৬৮ কোম্পানি, দেখুন এক নজরে
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ: কখন, কোথায়-যেভাবে দেখবেন সরাসরি(LIVE)
- মার্জিন রুল থেকে মিউচুয়াল ফান্ড—সবখানেই আসছে বড় পরিবর্তন
- দক্ষিণ আফ্রিকা বনাম পাকিস্তান, খেলাটি সরাসরি(LIVE) দেখুন
- ডিভিডেন্ড ঘোষণা করেছে অগ্নী সিস্টেমস
- ডিভিডেন্ড ঘোষণা করেছে তালিকাভুক্ত২৪ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাষ্ট্রিজ
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ৩য় টি-টোয়েন্টি: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে