ঢাকা, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ১৬ পৌষ ১৪৩২

পুতিনের বাসভবনে ইউক্রেনের ড্রোন হামলা

২০২৫ ডিসেম্বর ৩০ ১৩:২৯:৩১

পুতিনের বাসভবনে ইউক্রেনের ড্রোন হামলা

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার নভগোরোদ অঞ্চলে অবস্থিত প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরকারি বাসভবন লক্ষ্য করে ইউক্রেনের ড্রোন হামলার চেষ্টা হয়েছে বলে অভিযোগ করেছে ক্রেমলিন। এই হামলার ঘটনা সোমবার ঘটে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বৈঠকের ঠিক পরপরই।

ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ উল্লেখ করেছেন, নভগোরোদ অঞ্চলে পুতিনের বাসভবন লক্ষ্য করে কিয়েভ ৯১টি দূরপাল্লার ড্রোন ব্যবহার করেছে। তবে তিনি এই দাবির পক্ষে কোনও প্রমাণ দেখাননি।

রাশিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সের বরাতে ল্যাভরভ জানান, ইউক্রেনের এই ধরনের বেপরোয়া কর্মকাণ্ডের জবাব দেওয়া হবে। তবে সমস্ত ড্রোন রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ধ্বংস করা হয়েছে।

ল্যাভরভ আরও বলেন, এই হামলার পরও মস্কো যুদ্ধবিরতির আলোচনা চালিয়ে যাওয়ার পরিকল্পনা করছে।

অন্যদিকে, ক্রেমলিনের এই অভিযোগের বিপরীতে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি এই হামলার তথ্যকে মিথ্যা দাবি হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, ‘এটি রাশিয়ার আরেকটি মিথ্যাচার। মূলত তারা কিয়েভ এবং সম্ভবত সরকারি ভবনগুলোতে হামলার ক্ষেত্র তৈরি করতে চাচ্ছে।’

জেলেনস্কি সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, ‘রাজধানীতে যে কেউ লক্ষ্য হতে পারে, বিশেষ করে যেহেতু পুতিন বলেছেন তারা উপযুক্ত লক্ষ্য বেছে নেবে।’

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত