ঢাকা, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫, ১৩ পৌষ ১৪৩২

সালমান খানের জন্মদিনে শুভেচ্ছা জানালেন ক্যাট্রিনা

২০২৫ ডিসেম্বর ২৭ ২২:৪৭:১৬


সালমান খানের জন্মদিনে শুভেচ্ছা জানালেন ক্যাট্রিনা

বিনোদন ডেস্ক: জীবন বদলে গেলেও প্রাক্তন প্রেমিকের প্রতি সম্মান আর সৌজন্যবোধ যে এখনো অটুট, তা আবারও প্রমাণ করলেন ক্যাটরিনা।

শনিবার (২৭ ডিসেম্বর) ছিল বলিউড সুলতান সালমান খানের ৬০তম জন্মদিন। বিশেষ এই দিনে ভক্ত-অনুরাগী ও সহকর্মীদের শুভেচ্ছায় ভাসছেন ভাইজান। তবে সব শুভেচ্ছাকে ছাপিয়ে আলাদা করে নজর কেড়েছে প্রাক্তন প্রেমিকা ক্যাটরিনা কাইফের বার্তাটি

সালমানকে বরাবরের মতো ‘টাইগার’ নামেই সম্বোধন করেছেন তিনি। নিজের ভেরিফায়েড হ্যান্ডেলে ক্যাটরিনা লেখেন, ‘টাইগার, টাইগার, টাইগার ৬০তম জন্মদিনের শুভেচ্ছা। তোমার মতো বড় মনের মানুষের জন্য অনেক অনেক শুভকামনা। তোমার প্রতিটা দিন ভালোবাসা আর আলোয় ভরে উঠুক।’

ক্যাটরিনার এই শুভেচ্ছা বার্তাটি সোশ্যাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হয়ে যায়। নেটিজেনরা ক্যাটরিনার এই মহানুভবতার প্রশংসা করছেন। অনেকে বলছেন, সম্পর্ক ভেঙে গেলেও শ্রদ্ধা ও পারস্পরিক সম্মান বজায় রাখা যে সম্ভব, ক্যাটরিনা সেটাই দেখালেন।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত