ঢাকা, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫, ১৩ পৌষ ১৪৩২
ধ্বংসস্তূপের মাঝেও গাজায় ৫০০ হাফেজকে রাজকীয় সংবর্ধনা
আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের টানা দুই বছরের ভয়াবহ আগ্রাসন ও ধ্বংসযজ্ঞের মাঝেও ফিলিস্তিনের গাজায় ফিরেছে প্রাণের স্পন্দন। পশ্চিম গাজা শহরের শাতি শরণার্থী শিবিরে ৫০০ জন কুরআনের হাফেজ ও হাফেজাকে নিয়ে আয়োজিত হয়েছে এক বিশাল আনন্দ মিছিল ও সংবর্ধনা অনুষ্ঠান। ‘গাজা কুরআনের হাফেজদের হাত ধরে আবারও বিকশিত হচ্ছে’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এই অনুষ্ঠানটি স্থানীয়দের মধ্যে নতুন আশা ও মানসিক শক্তির জোগান দিয়েছে।
ফিলিস্তিনি ইনফরমেশন সেন্টারের তথ্য অনুযায়ী, আইয়াদুল খাইর ফাউন্ডেশন এবং কুয়েতভিত্তিক আলিয়া চ্যারিটেবল ফাউন্ডেশনের সহযোগিতায় এই ব্যতিক্রমী সংবর্ধনার আয়োজন করা হয়। শাতি শিবিরের ভেতর থেকে শুরু হওয়া আনন্দ মিছিলে হাফেজ ও হাফেজারা হাতে পবিত্র কুরআন ও ফিলিস্তিনি পতাকা নিয়ে সারিবদ্ধভাবে এগিয়ে যান। আকাশ-বাতাস মুখরিত হয় তাকবির ও তাহলিল ধ্বনিতে। যুদ্ধের ভয়াবহ স্মৃতি মাখা সড়কগুলোতে দাঁড়িয়ে স্থানীয় বাসিন্দারা তাদের অভিনন্দন জানান।
সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেওয়া হাফেজা ইবতিসাম আবু হুয়াইদি বলেন, "যুদ্ধের বিভীষিকার মধ্যে কুরআন হিফজ করা মোটেও সহজ ছিল না। তবে এই কঠিন সময়ে কুরআনই আমাকে বেঁচে থাকার শক্তি ও সাহস জুগিয়েছে।" অনুষ্ঠানে উপস্থিত হাফেজদের অভিভাবকরা জানান, দারিদ্র্য, অবরোধ আর বোমাবর্ষণ গাজার মানুষদের কুরআনের পথ থেকে বিচ্যুত করতে পারেনি।
উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে গাজায় এ পর্যন্ত প্রায় ৭১ হাজার ফিলিস্তিনি শহীদ হয়েছেন এবং প্রায় ৮৩৫টি মসজিদ সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। এমন প্রতিকূল পরিস্থিতির মধ্যেও ৫০০ শিক্ষার্থীর এই সাফল্য গাজাবাসীর অদম্য ইচ্ছাশক্তি ও ধর্মীয় পরিচয়ের এক অনন্য প্রতিচ্ছবি হিসেবে দেখা হচ্ছে। অনুষ্ঠানের শেষ পর্যায়ে হাফেজদের হাতে সম্মাননাপত্র ও প্রতীকী উপহার তুলে দেওয়া হয়।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে চট্টগ্রাম বনাম নোয়াখালীর ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- বিপিএল ২০২৬: সিলেট বনাম রাজশাহী-খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- নোয়াখালী বনাম চট্টগ্রাম: জমজমাট ম্যাচটি শেষ-জেনে নিন ফলাফল
- আজ সিলেট বনাম রাজশাহীর ম্যাচ: সরাসরি দেখার উপায়-সময়সূচি
- ঢাকা ক্যাপিটালস বনাম রাজশাহী ওয়ারিয়র্স: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- চলছে সিলেট বনাম নোয়াখালীর ম্যাচ: দেখুন সরাসরি (LIVE)
- রাজশাহী ওয়ারিয়র্স বনাম সিলেট টাইটান্স: জমজমাট খেলাটি শেষ-জানুন ফলাফল
- জায়ান্টস বনাম এমিরেটস: বোলিংয়ে সাকিব-দেখুন সরাসরি (LIVE)
- আবু ধাবি নাইট রাইডার্স বনাম শারজাহ ওয়ারিয়র্জ: বোলিংয়ে তাসকিন-দেখুন সরাসরি (LIVE)
- ২০২৬ বিপিএল: কবে, কখন, কোথায়-জানুন পূর্ণাঙ্গ সময়সূচি
- কিছুক্ষণ পর চট্টগ্রাম বনাম নোয়াখালীর ম্যাচ: সরাসরি দেখবেন যেভাবে
- ভারত-পাকিস্তানের জমজমাট ফাইনাল ম্যাচটি শেষ-দেখে নিন ফলাফল
- এবার প্রকাশ্যে এনসিপি নেতা মোতালেব গুলিবিদ্ধ
- শারজাহ ওয়ারিয়র্স বনাম দুবাই ক্যাপিটালস: ব্যাটিংয়ে মুস্তাফিজরা-সরাসরি দেখুন
- চবির ‘এ’ ইউনিটের প্রবেশপত্র ডাউনলোড শুরু আজ